নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মানুষ। আমি ত্বরীকতপন্থী-মুসলমান। আমি মানুষ বলে আমার ভুলত্রুটি হতেই পারে। বইপড়তে আমার ভালো লাগে। সাহিত্য ভালোবাসি। লেখালেখি আমার খুব শখের বিষয়। বাংলাদেশরাষ্ট্র ও গণমানুষের জন্য আমি লেখনিশক্তিধারণ করেছি।

সাইয়িদ রফিকুল হক

আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।

সাইয়িদ রফিকুল হক › বিস্তারিত পোস্টঃ

মাকালফলের আবির্ভাব

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৩



মাকালফলের আবির্ভাব
সাইয়িদ রফিকুল হক

মাকালফলের আবির্ভাবে খাচ্ছে জাতি ধরা,
তারউপরে আছে আবার নোটটা কড়কড়া!
মাকালফলের হাসি দেখে চমকে ওঠে পিলে,
ওরা বুঝি দেশটা আমার খাবে এবার গিলে!

মুখের হাসি দেখলে তুমি ভাববে কোনো পীর,
আসলে যে মুখচোরা সব খেতে জানে ক্ষীর!
পোশাকআশাক দেখে তুমি পাবে ভীষণ ভয়,
এদের মতো ভলোমানুষ আর কি দেশে হয়!

আসলে যে মাকালফলের রংটা শুধু সার,
ভিতর-বাইরে আছে নাকি তেমনকিছু আর?
মাকালফলের রঙটা দেখে ভুলো নারে মন,
ভিতরটা যে গন্ধে ভরা সইবে কতক্ষণ?

চকচকে ওই মাকালফলে দিচ্ছে বড় ধোঁকা,
ওদের ফাঁদে পড়বে যারা, তারা ভীষণ বোকা!
মাকালফলে তেমনকিছু দেখি নাতো ভাই,
বিশ্বসভায় হবে নারে ওদের কোনো ঠাঁই।

মাকালফলের কথা শুনে ভয় পেয়ো না কেহ,
একটু পরেই পচে যাবে ওদের সোনার দেহ।
আসল যারা কঠোর তারা হয়তো একটু কড়া,
দেখবে তুমি এদের মনই ভীষণ মায়াভরা।

মাকালফলের নাটক দেখে ভুলো নারে মন,
তোমায় একটু কাছে টেনে চায় যে ওরা ধন।
লোভীর দলে সাজবে কত এমন মাকালফল,
তবুও যেন জাতির জিভে আসে নাকো জল!



সাইয়িদ রফিকুল হক
০৯/১১/২০১৮

মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন: ওরে বাপ রে!!!

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ডরাইয়েন না ভাই! ডরাইয়েন না ভাই!
কাউরে কিছু কই নাই।
মাকালফলরে কইছি কয়টা কথা।



আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আর শুভেচ্ছা অগণিত।

২| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১০

রাজীব নুর বলেছেন: দারুন কবিতা।
আজ আমিও একটা কবিতা লিখেছি।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৭

সাইয়িদ রফিকুল হক বলেছেন: কবিতা লিখেছেন বেশ করেছেন। ভালো করেছেন।
এজন্য আগেই শুভেচ্ছা জানিয়ে রাখলাম।

ব্লগে প্রকাশিত হলে আপনার কবিতা পরে পড়বো।

আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।

৩| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১২

দৃষ্টিসীমানা বলেছেন: ভাল লিখেছেন ।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮

সাইয়িদ রফিকুল হক বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ।

সঙ্গে শুভেচ্ছা অফুরান।



শুভকামনা।

৪| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:১৯

নজসু বলেছেন:



মাকাল ফল সত্যি অন্তঃসার শুণ্য।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৫

সাইয়িদ রফিকুল হক বলেছেন: তাই, মাকালফল আমাদের কাম্য নয়।

আপনাকে অশেষ ধন্যবাদ আর শুভেচ্ছা।

৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৯

সাহিনুর বলেছেন: দারুন লিখেছেন ভাইয়া

১৫ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:২৬

সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা।

আর শুভকামনাও।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: কবিতা লিখেছেন বেশ করেছেন। ভালো করেছেন।
এজন্য আগেই শুভেচ্ছা জানিয়ে রাখলাম।
ব্লগে প্রকাশিত হলে আপনার কবিতা পরে পড়বো।
আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।

ভালো থাকুন।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৩

সাইয়িদ রফিকুল হক বলেছেন: শুভকামনাসহ:

৭| ১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪০

সাইন বোর্ড বলেছেন: মাকাল ফল অনেকটা বিলুপ্তি হতে চললেও কিছু মানুষ নিজের ভেতর এটাকে ধারণ করে রেখেছে, অামরা এদেরকে দেখে মাকাল ফল চিনে নিতে পারি । কবিতা ভাল লেহেছে ।

১০ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৩১

সাইয়িদ রফিকুল হক বলেছেন: ভালোলাগায় ধন্য হলাম। খুশি হলাম।

আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.