![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
আজকে বিরাট খুশির ঈদ
সাইয়িদ রফিকুল হক
বিশ্বভুবন আজকে হাসে বিরাট খুশির ঈদে,
আজ রাসুলের জন্মদিন যে
থাকিস নারে আজকে কেউ চক্ষু মুদে।
নুরের নবী ধরাধামে এসেছিলেন এদিন,
বিশ্বভুবন মহাসুখে হেসেছিল সেদিন।
বেহেশতেরই পুণ্য রঙে ফুটেছিল হাস্নাহেনা,
রাসুল হলেন নুরের নবী তিনি সবার চেনা।
ভালোবাসার সাগর ছিল আমার নবীর বুকে,
মধুর মতো ফুল যে ফুটতো তাঁরই সুন্দর মুখে।
আজকে সবাই বিরাট ঈদে হাসো ভালোবেসে,
মূর্খরা সব বলবে কথা ভণ্ডপাপীর বেশে।
আমরা সবাই রাসুলপ্রেমে হাসবো মনের সুখে,
আজ রাসুলের জন্মদিনে ফোটাও হাসি মুখে।
বিশ্বভুবন রাসুল চেনে, আমরা থাকবো বসে?
এসো সবাই দরুদ পড়ি ভক্তমনে হর্ষে।
সবার সেরা ঈদের দিনে নুরনবীকে
চিনতে হবে বিরাটবড় আশায়,
পরকালে মিলবে মুক্তি রাসুল-ভালোবাসায়।
সাইয়িদ রফিকুল হক
২১/১১/২০১৮
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:৩১
সাইয়িদ রফিকুল হক বলেছেন: সুন্দর বলেছেন।
আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
২| ২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:২৯
সনেট কবি বলেছেন: আল্লাহ আপনার মঙ্গল করুন।
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫০
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আমীন।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো ভাই।
৩| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪১
হাবিব বলেছেন: চমৎকার লিখেছেন
২১ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৮
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক-অনেক ধন্যবাদ ভাই।
শুভেচ্ছা ও শুভকামনা রইলো।
৪| ২১ শে নভেম্বর, ২০১৮ রাত ১১:২৯
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সুন্দর বলেছেন।
আপনাকে অশেষ ধন্যবাদ ও শুভেচ্ছা।
ভালো থাকুন।
৫| ২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৫
নজসু বলেছেন:
খুবই সুন্দর।
ভালো লেগেছে।
৬| ২৪ শে নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
ফারিহা হোসেন প্রভা বলেছেন: আলহামদুলিল্লাহ্
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১
রাজীব নুর বলেছেন: নিখিল-নাস্তিক ও অখিল-আস্তিক সকল ভাইবোনকে নবী-জয়ন্তীর শুভেচ্ছা।