![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
সেই সব সন্ধ্যা
সাইয়িদ রফিকুল হক
সেই সব সন্ধ্যা কতকাল দেখি না!
সেই সব মুখ আর তো ভেসে ওঠে না
আমাদের এই ভালোবাসার ছোট্ট বুকে!
সবকিছু যেন আজ মুছে গেছে কার ভুলে!
জোড়াতালি দিয়ে হৃদয়টুকু কোথায় যেন
টেনেহিঁচড়ে নিচ্ছি আজ আমরা!
ভালোবাসা আছে আজও এই পৃথিবীতে,
তবে আমাদের বুক থেকে কেন মুছে গেল
ভালোবাসা নামক সেই অমোঘ বস্তু!
সেই সব সন্ধ্যা কতকাল দেখি না!
সেই সব মুখ আগের মতো আর তো কখনো
ভেসে ওঠে নাকো আমাদের ভালোবাসার বুকে!
সাইয়িদ রফিকুল হক
০৩/১০/২০১৯
১৩ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:১৭
সাইয়িদ রফিকুল হক বলেছেন: অনেক ধন্যবাদ
ও
শুভকামনা।
©somewhere in net ltd.
১|
২৮ শে অক্টোবর, ২০১৯ রাত ৯:৩৩
রাজীব নুর বলেছেন: যা যায় তা তো আর ফিরে আসে না।