![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি লিখি “দেশ, জাতি, মানুষ আর মানবতার” জন্য। আমার লেখা কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ-নিবন্ধ ও সমালোচনা আমার নিজস্ব ও মৌলিক রচনা। তাই, আমার অনুমতি ব্যতিরেকে এগুলো কপি বা নকল করা আইনতঃ দণ্ডনীয় অপরাধ। পৃথিবীর সকল মানুষের প্রতি আমার ভালোবাসা। জয় মানবের জয়।
ছবি: গুগল
বেলায়েতের ইমাম হজরত আলী আ.
(২১-এ রমজান মুসলিম জাতির বেদনার্ত হৃদয়ে চিরস্মরণীয়।
এইদিন বেলায়েতের ইমাম হজরত আলীর শাহাদত বার্ষিক।
তাঁর পবিত্র আত্মার স্মরণে।)
সাইয়িদ রফিকুল হক
আমি আবার আশেকে রাসুল হবো
লম্বা চুল-দাড়িও রাখিবো,
ভালোবাসার সমুদ্রে ডুবে
হজরত আলীর চরণও ধরিবো।
মন আমার বলে তাই
ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী।
মাওলা আলী বেলায়েতের ইমাম
রাসুলের চির-চোখের মণি,
আল্লাহ-রাসুল ভালোবেসে
হজরত আলী চিরপ্রেমের খনি।
রাসুলুল্লাহর পরে ইমাম আলী
আল্লাহর সাথে গড়ে দিলেন মিতালি।
মন আমার বলে তাই
ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী।
হজরত আলী রাসুলের কাছে
ছিলেন সবচে বিশ্বস্ত সাহাবি
বুঝেশুনে আলীর প্রেমে ডুবে যাই
আয়রে সব আরবি-অনারবি।
আল্লাহ-রাসুল আলী ছাড়া
দূর হবে না কারও মনের কালি।
মন আমার বলে তাই
ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী।
আল্লাহ-রসুল ভালোবেসে চিরতরে
ডুবে যাও হজরত আলীর প্রেমে,
দুনিয়া-আখেরাতে থাকবে তুমি
বেহেশতেরই মণি-মুক্তা-হেমে।
যত বড়ই হও না তুমি
ইমাম আলীর প্রেম ছাড়া সবই খালি।
মন আমার বলে তাই
ইয়া আলী, ইয়া আলী, ইয়া আলী।
সাইয়িদ রফিকুল হক
২৫/০৪/২০২১
©somewhere in net ltd.
১|
০৬ ই মে, ২০২১ রাত ১২:৪৫
রাজীব নুর বলেছেন: সুন্দর ইসলামিক কবিতা লিখেছেন।