নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

লিখনি হলো প্রেমের স্তবক! আর স্তবক পড়তে এই গল্পের ধারা।

Syful islam khan

লিখতে ভালোবাসি আর ভালোবাসি প্রবল ভাবে চিন্তায় মগ্ন থাকতে

Syful islam khan › বিস্তারিত পোস্টঃ

দায়িত্ব হীন প্রেম

০৯ ই সেপ্টেম্বর, ২০২২ দুপুর ২:১৩

দায়িত্বহীন প্রেম যা কেবল পার্ট টাইম জবের মতো করার জন্য করা কোন স্থায়ী গন্তব্য নেই। আর প্রেমহীন বিবাহ কিংবা সংসার যা কেবল না পারতে করা, এই দুটি শব্দের পরিণতিই এক "আমাদের এক সাথে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না " সরি ক্ষমা করে দিও।

পৃথিবীতে নেই বিশুদ্ধ চাকুরী কিংবা বিশুদ্ধ প্রেম। এই ঘোলাটে বিষয় নিয়েই আমাদের আগের জেনারেশন বেচে ছিলো। যাদের কাছে স্বামীর অথবা বাচ্চার মুল্য একটা কর্পোরেট জবের চাইতে হাজার গুন বেশি ছিলো।

বয়স হবে মেদ বাড়বে, চামড়া কুচকাবে সুঠাম অবয়ব কারো থাকবে না। কারন শরীরটা তো দেবদারু অনবরত বাড়ে। ছায়া দিয়ে সন্তান গুলোকে পেলে বড় করলে তারা যত্ন নিবে সবাই ভাবে। কিন্তু গাছের মূলে কি আর মালি পানি দেয়?

অজস্র ভালোবাসা ও প্রেম ধীরে ধীরে মুছে যায় যেন দায়িত্বহীনতার কারনে। বউ কখনো প্রাক্তন হয় না জানেন তো। জীবনে এই বস্তু পেলে ততোটাই এফোর্ট প্রেম দিবেন যতটা সেই প্রেমিকাকে দিতেন। সুহাসিনীর মতো সব সয়ে যাবে। কখনো বলবে না "তুমি কথা দিয়ে রাখলে না ''। জীবনটা জঞ্জাল করে দিলে।

যে পঁচিশ টাকার ফুলে খুশি হবে তাকে৷ পঁচিশ ভরি স্বর্ণ না দিলেও চলবে। আচরণটা শুধু বদলান। কারন মেয়েরা মায়ের জাত ''এরা কেউকে ফেলে দেয় না" সব আগলে রাখে।

পাহাড়তলী /চট্টগ্রাম
৮ সেপ্টেম্বর।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.