![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোর শিরায় শিরায় রাগ চেপেছে
তোর মগজভরা খুনের সাধ ।
তোর কোষ ফেটেছে ,
হৃদয়ে তোর রোগ ধরেছে
অন্ধ্রে অন্ধ্রে ক্যান্সার তোর
-তুই ভাবতেও পারিস নে
তুই খুন করেছিস
কারণ তোর
মগজভরা খুনের সাধ
তুই খুন করেছিস
অলিখিত খুন ।।
তাং - ২৫-০৮-২০১৪
©somewhere in net ltd.