নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলবি না , তোর সমাজ পাগল

তৌফিক চাকমা

পাগল ছাড়া দুনিয়া চলে না ... পুরোই লিবার‍্যাল

তৌফিক চাকমা › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা মন্দবাসা

০১ লা সেপ্টেম্বর, ২০১৪ ভোর ৪:২৩

২০০৯ থেকে আমি ঢাকায় থাকি । কলেজে পড়ি তখন। আত্মীয়স্বজনদের বাসায় কখনোই থাকতে ইচ্ছা করতো না। কারণ সেখানে প্রথম প্রথম ভালোবাসা থাকলেও পড়ে সেটা মন্দ হয়ে ওঠে। আলাদা বাসা নিয়ে থাকতাম । কখনো মেস করে, কখনো আলাদা রুম নিয়ে নিজের মতন । উত্তরার প্রায় প্রতিটি সেক্টরেই ছিলাম । কিছু কিছু বাসা ভালো আবার কিছু মন্দ ।

যাই হোক, যেই কাহিনী নিয়ে কথা বলতেছি , সেখানে আসি।

কলেজ শেষ করে বাসায় ফিরছি । সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় হঠাৎ দেখি, দোতলায় স্বামী-স্ত্রী দরজা খোলা রেখেই(ভুলে হয়তো) ঝগড়া করছেন। আড়ি পাতা খারাপ, তাও কেন জানি ঝগড়ার টপিক জানতে ইচ্ছা করলো । কান পেতে রইলাম। ভদ্রমহিলা তার হাজব্যান্ড কে বললেন, বা*র ভালোবাসা আমার , এই তোমার ভালোবাসা? বিয়ের আগে তো কত বলছিলা, ভালোবাসা দিবা, এই ভালোবাসা, ছি !!!

প্রত্যুত্তরে ভদ্রলোক বললেন, আমি মালিকের সাথে কথা বলবো তো , পানির সমস্যা যে এইরকম হবে কে বুঝছে ? আর উপর থেকে যে সিগারেটের অ্যাস ফালানো হয় , তাও আমি নালিশ করে আসবো। ওকে??



প্রথমে কি ভাবলাম , আর ভাবার্থ কি বুঝলাম :D

সত্যি , প্রেম থেকে থাকলেও ভালোবাসা আসলেই নাই , একটু না একটু ঘাপলা থাকবেই /:):P

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.