নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলবি না , তোর সমাজ পাগল

তৌফিক চাকমা

পাগল ছাড়া দুনিয়া চলে না ... পুরোই লিবার‍্যাল

তৌফিক চাকমা › বিস্তারিত পোস্টঃ

বয়স - বয়স্ক

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১১:৫১

সমাজে আমরা বয়স্ক লোকদের মুরুব্বী বলে থাকি, এবং আমাদের পরিবার থেকেই বলা থাকে মুরুব্বীদের সম্মান করার কথা । যথারীতি আমরা যারা বয়সে ছোট তারা চেষ্টা করি মুরুব্বীদের সম্মান করতে একইসাথে বিরতও থাকি তাদের সামনে আপত্তিকর অবস্থায় থাকা থেকেও। তবুও আমরা আজকালকার ছেলেমেয়ে যেহেতু আচার-রীতিতে কিছুটা পরিবর্তন হওয়াটাই স্বাভাবিক। ইউনিভার্সিটিতে যখন আড্ডা দিচ্ছি, সিগারেট যে কার সামনে ধরাচ্ছি, একদমই খেয়াল করি না আমরা । যেহেতু আমরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সেহেতু যা খুশি তাই করতে পারি এমনকি এইরকম বেয়াদবিও (অনেকেই এটাকে বেয়াদবি বলতে রাজি নন) । যাই হোক, বেয়াদবির কোন শাস্তি সমাজের আইন-কানুন আপনাকে দেওয়ার এখতিয়ার রাখেনা ।

কিন্তু অপরাধের শাস্তি নির্ধারিত।

কথা হল, আজকেই এক বান্ধবীর সাথে ইউনিভার্সিটি থেকে ধানমণ্ডি যাচ্ছি আমরা কয়েকজন। এক সিনিয়রের বাসায় যাওয়ার কথা আমাদের। বিজয় সরণীর জ্যামে বসে আছি। আমাদের গাড়ির পাশেই এক বয়স্ক লোক বাইকে করে কোথাও যাচ্ছেন, সাথে স্কুলড্রেস পরা মেয়ে । যতক্ষণ জ্যামে ছিলাম ততক্ষন আঙ্কেল আমাদের বান্ধবীর পোশাক-আশাকের অর্ডার দিয়ে ফেলেছেন । আমার চোখে চোখ পড়লেও তার বিন্দুমাত্র ভ্রূক্ষেপ নেই । খুবই অবাক হলাম , লোকটা আমার বাবার বয়সী ।

বয়স হলে বয়স্ক হয়, কিন্তু একইসাথে যে কিছু কিছু বয়স্কের চরিত্রও অসুস্থ হয়ে মরিপ্রায় হয়ে যায় , বুঝলাম ।



এর থেকেও অনেক ফালতু ঘটনা অহরহ ঘটছে আশেপাশে ।

আমাদের যেমন বয়স্কদের সাথে ট্রিট করার সময় ভাবা উচিত আমারও বাবা আছেন , তেমনি অই মুরুব্বীরও তো মাথায় রাখা উচিত যে তারও ছেলেমেয়ে আছে । আর, শিক্ষিত লোকজন দেখি আজকাল বেশি আখলাকে যামিমাহ টাইপের ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:২৪

সচেতনহ্যাপী বলেছেন: যুবক বয়সের তাকানোতে থাকে ভাল লাগা,মুগ্ধতা আর বৃদ্ধ/মাঝ বয়সের মাঝে থাকে লোভ-লালসা।(যদিও আমিও বৃদ্ধের কাতারেই :-P

০৪ ঠা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১২:৩১

তৌফিক চাকমা বলেছেন: অবশ্যই সবার কথা বলি নি । যাই হোক লোভ বা লালসা সবই উবে যাবে , যদি শুধু অন্য মেয়ের জায়গায় আপন কাউকে চিন্তা করবেন আপনি :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.