![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি বলে দিতে পারি এইদেশে আর লালন পা রাখবেন না ।
প্রত্যাবর্তন হবে না নজরুল কিংবা জীবনানন্দর ।
বাউল হতে চাওয়া ঝাঁকড়া চুলের ছেলেটির চুল সমাজ কেটে দিয়ে
ডাক্তার অথবা ব্যবসায়ী বানিয়ে দেবে ।
এদেশে একদিন কলম বিক্রিও বন্ধ হয়ে যাবে ।
শাহবাগে শুধু ফুলের দোকানই থেকে যাবে ।
নয়তো লাশকে কিভাবে মিথ্যে সান্ত্বনা দেব আমরা ?
রুক্ষ ভাষার মাগীও কিন্তু লেখক ।
কিন্তু ডিগ্রীধারী সুমিষ্ট ডিপ্লোম্যাট লোকটি এখনো পাঠক হতে পারল না ।
#মরে_জাচ্ছে_বাঙালি
১২ ই এপ্রিল, ২০১৫ রাত ২:৩৬
তৌফিক চাকমা বলেছেন: সত্যি ভেবে দেখেন তো , না চাইতেও লাশে দেওয়ার জন্য কেন ফুল কিনতে হচ্ছে আমাদের ?
২| ১২ ই এপ্রিল, ২০১৫ রাত ১০:৪৩
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: সত্যিই.. লাশে দেবার জন্যে ফুল কিনতে হচ্ছে আমাদের, অথচ যাকে হারালাম তার শূণ্যস্থান টুকু পূরণ করবার জন্যে সেখানে আরেকজন এখনো গড়ে উঠলো না!
আর সে শূণ্যস্থান ভর্তী হবার মত স্পেসটাও আমরা সৃষ্টি করে দিতে অক্ষম...!
সত্যিই এ বড় অবসন্ন সময়!!
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৮:৫৮
তৌফিক চাকমা বলেছেন: হয়তোবা সুদিন আসবে , জানিনা যদিও কবে বা কখন ।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৫ বিকাল ৫:৫৯
আফসানা যাহিন চৌধুরী বলেছেন: দারুণ...............!! ভীষণ ভালো হয়েছে...