![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মনে আছে তোর আড্ডাগুলো
রোদদুপুরে বা ঝুমবৃষ্টিতে চায়ের টঙে ?
অবেলাতে স্বপ্ন দেখা চশমাচোখে
ফাঁকা পকেট নানান ঢঙে ।
মনে পড়ে সেই ঝগড়াগুলো
অকারণে করতাম কত !
এক সিগারেট তোর আর আমার
দুই ঠোঁটেতে ফিরত শত ।
মনে আছে তোর এ রাস্তায়
হেঁটে চলা কত দেহের ভাঁজে ,
অপলক তুই আমি নষ্ট ভাবনায়
হারাতাম যত সুখের খোঁজে ।
মনে পড়ে সেই দিনগুলি তোর ?
হেঁটে বেড়ানো প্রিয় ক্যাম্পাস ।
নাগরদোলায় চড়তাম কত
আমার কাঁধে তোর ভয়ের প্রশ্বাস ।
২২ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৪৬
তৌফিক চাকমা বলেছেন: ধন্যবাদ আপনাকে । ভালো থাকবেন বন্ধুর সাথে ।
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০১৫ ভোর ৪:৩১
বাড্ডা ঢাকা বলেছেন: ভালো লেখেছেন