![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখানে কেন বদ্ধভুমি ?
দু'কাঠা জমি আমার কে করেছে লাল
পথপারের পুরনো বাড়িটাও বা কোথায় ?
হাওয়ায় ভেসে পোড়াগন্ধই বা
কেন নাক ভরিয়ে দিচ্ছে ?
বাবার আদরের সেই মৌসুমি
আমের গাছটা কোথায় ?
পড়ে থাকা মুকুলগুলো দেখছি পাকা !
বছরজোড়া শীতল পুকুরে জল
কেন নেই ? কেইবা সংক্রামিত
কালো গরম রক্ত ঢেলেছে ?
এতোবড় স্থলে কোথাও কি
নেই কোন সুবাতাস ?
নাকি এটুকুই ভূমি ?
নাকি বদ্ধভূমি পুরোটাই !!
এখানেই বা কেন বদ্ধভূমি ,
আমিই বা কেন এখানে ?
©somewhere in net ltd.