![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পরাধীনতার প্রতিটি শিকল ফাঁদে
স্বাধিকারের নীরব নিস্পন্দন চাষাবাদ ,
প্রতিবাদে প্রতিবাদে নীলের বেদনায়
এখানে অঘুম নিরন্তর
কিছু কর্নিয়া কাঁপে নি
ধূসর কোন খেয়ালে
হাওয়াদের শীতলতা কত আগেই
বেঁধে গেছে কত
মৃত্যুর কতগুলো ফাঁদ ।
তবুও খোলা চোখে
কল্পনাতে বিশ্বাস , যা
নয় হারাবার ।
প্রেমিকার হারানো চোখে তবু
স্বাধিকারের নীরব চাষাবাদ ...... ,
এখানে শুধুই সাদাকালো চোখ
চোখে চেয়ে থাকে সব
তীর্থের কাক ,
পথের সকল চোখে
সকাতর অনুমিত কিছু
নির্বাক বিচ্ছেদের প্রতিবাদ ... ।
এখানে আজও তবু শিকল অনেক
গভিরে যার লাখোশত ফাঁদ
মানুষেরা চেয়ে থাকে সব
দেখে নীরব অনুভূতির চাষাবাদ ।
২৯ শে মার্চ, ২০১৫ রাত ২:৫৪
তৌফিক চাকমা বলেছেন: কাবিল , ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৫ ভোর ৪:১৬
কাবিল বলেছেন: অনেক ভাল লিখেছেন ভাই।