![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিংবদন্তীরা সব দেয়ালজুড়ে,
মেঝেতেও কিছু এনাদের আস্তরণ
বুলেট আর কলম , প্রেম এবং বিদ্রোহে ।
এখানে বড়ই সাধারণ জীবন ।
প্রাণে চাষা, কড়া রোদে ভাজা দুপুর
এখানে তবুও নেই কখনও ভিন্নক্ষুধার সুর
এখানে আঙ্গুল হয়না তর্জনী
সাধারণ কথা অনেক
নীরব ভাষণ বানী ।
আবশ্যিক জাতীয় সঙ্গীত এখানে
এখনো শোনে সবাই তবু
মনে হয় খুবই ঐচ্ছিক ,
কিংবদন্তীরা শুধুই দেয়ালে ।
আসলে জীবন কোথায় ?
সর্বভ্রহ্ম খুঁজে ফিরে
কখনও গিরি কখনও বা সুচূড়
আসলে মৃত্যু ছাড়া জীবন কোথায় !
সমাধি তো সেই দেয়ালেই
ক'দিন অথবা বহুদিন পরেই ।
আলোরা সব ঠিকই সবাই
মাথা নোয়ায় এ দেয়ালে ,
কিংবদন্তী সব দেয়ালজুড়ে ।
২৯ শে মার্চ, ২০১৫ রাত ২:৩৬
তৌফিক চাকমা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
বেঁচে থাকলে লিখবো । ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
২৯ শে মার্চ, ২০১৫ রাত ২:৩১
মিন্টুর নগর সংবাদ বলেছেন: ভাল লাগলো আপনার লেখা কবিতা পাঠে । আর ভাল ভাল কবিতা লেখুন ।