![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছেই পীচঢালা গলি ধরে এরা লাইন বেঁধে
সূর্যদেবের পানে দিক করে জন্মেছে । এখানে প্রায়ই আমার অবকাশ ।
রোদ আর ছায়ার ছোট একটা যুদ্ধ যুদ্ধ খেলা এখান থেকে খুব ভালোভাবে
উপভোগ করি আমি ।
আজকের বিকেলটাতে গাছগুলো যেন একটু অন্যরকম সবুজে সেজেছে ।
আর রোদেদের ঝলকানিতে তা যেন আরও বেশি করেই প্রস্ফুটিত । সবুজে সবুজে মিষ্টিরঙের আলো প্রতিফলিত হওয়ায় নিচে বসে আমি যেন নতুন এক
সবুজকে আবিষ্কার করে ফেললাম ।
আর সুবিস্তৃত ডানাশাখা নাচিয়ে দুলিয়ে তারা যেন আমাকেই প্রশান্তির
সমীরণ জোগান দিয়ে যাচ্ছে ।
আর পাতাদের আড়ালে শরীর লুকিয়ে যেন লজ্জাভরে বলতে চাইছে , "বিনিময়ে আমার প্রেমিক হয়ে রও "
হঠাৎ পকেটে রাখা মুঠোফোন বেজে ওঠায় চিন্তাগুলো যেন হারিয়ে ফেলতে নিচ্ছিলাম । জোর করেই ফোনটা রিসিভ করা । "হ্যালো !"
ওপাশে কাছের ছোট ভাই একটা , "তৌফিক ভাই, কোথায় ? খেলা তো শুরু হয়ে গেল , আসেন তাড়াতাড়ি । "
আমি তখনও বৃক্ষের পূর্ণ যৌবন খুঁজছি ।
"শোন ভাই , খেলা তো সবাই দেখতে গেছে । কিন্তু এখানে ওকে তো আমি ছাড়া কেউ দেখতেছে না ।"
আরও অনেকক্ষন থাকব কিনা ভাবতে ভাবতেই মাঠের উদ্দেশে হাঁটা শুরু
করলাম ।
মনে রেখো , শান্তিবৃক্ষতলা ।।
©somewhere in net ltd.