নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলবি না , তোর সমাজ পাগল

তৌফিক চাকমা

পাগল ছাড়া দুনিয়া চলে না ... পুরোই লিবার‍্যাল

তৌফিক চাকমা › বিস্তারিত পোস্টঃ

আতঙ্কিত বরষা

৩১ শে মার্চ, ২০১৫ রাত ১২:১৪

"ভাইয়ের মায়ের এমন স্নেহ
কোথায় গেলে পাবে কেহ
ও তো স্বপ্ন দিয়ে তৈরি দেশ এক
স্মৃতি দিয়ে ঘেরা । "
দেশাত্মবোধক গান আমার ঘরে শুধু ২৬ মার্চ কিংবা ১৬ই ডিসেম্বরেই বাজে না ।
অন্যদিকে আজ শহরপাড়ায় রমরম ভাব । বরষায় ভিজবে বলে শহরের রাস্তায় রাস্তায় ঝরো বাতাস পরিচ্ছন্নতাকর্মীর ভূমিকায় । সে কি সাহসিকতার
পরিচয় তাদের । কয়েক নিমিষেই যেন হাওয়ারা মুছে দিয়ে গেল সব কলোনির , সব গলির সব রাস্তা ।
আমিও ঘরের কাজ সেরে ফেলেছি । বিশ্ববিদ্যালয়ের স্মৃতি ম্লান অনেক আগেই ।
সুখের হাওয়ায় গা ভাসাবো বলে বারান্দায় একের পর এক সিগারেট পুড়িয়ে বৃষ্টিকে ছোঁব বলে অধীর অপেক্ষায় দিগন্তে চোখ পুরোপুরি বসিয়ে রেখেছি , ঠিক সিনেমার স্নাইপারদের মতো ।
বৃষ্টি এখনও আসেনি । গাছেরাও কতক আর শরীর দোলাচ্ছে না ।
ময়লার ডাস্টবিনের কাছে নতুন কুকুরের আগমনও হয়েছে । সেও বুঝে গেছে এখানে এতো শীঘ্রই বৃষ্টির দেখা মিলবে না ।
প্রতুল দার গান থেমে গেছে বহু আগেই ।
এর মাঝে নতুন বার্তাও দিয়েছে নগরসংবাদ ।
কে নাকি কি লিখেছে , তাকে নাকি কারা সেজন্য মেরেও ফেলেছে ।
এতক্ষনে বৃষ্টির না আসার কারণ বুঝলাম , প্রতিরাতেই যে কেউ না কেউ মরছে এখানে , কেউ মারছে ।
বৃষ্টি যাবে কার দলে ?
পাহাড়ে না ব্লগারের নগরে ?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.