![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেনা সেই আনন্দলোকে
নিয়ে যাও আমায়
যেখানে নেই কোন সুস্পন্দন
অথবা ব্যতিচার ,
নিয়ে যাও চেনা পুরনো সেই ঘাটে
পাল তোলা নৌকার
তলানিতে যেখানে লাগেনা
উঁচুনিচু ঢেউয়ের আঁচর ।
অথবা ফিরিয়ে নাও
আঁধারে ঘেরা গোরস্থানে, যেখানে
লাশেরা প্রতিবাদে প্রতিবাদে
ক্লান্ত হয়ে ঝিমিয়ে গেছে ।
অথবা সেই তেপান্তরে যার
বাতাসে ঝিঁঝিঁদের দল
তারা হতে গিয়ে ধরা খেয়ে
লজ্জায় জ্বলে আর নেভে ।
কোলাহলে ভরা শহরের বুকে দাঁড়িয়ে
দুঃখবিলাস আর কত বল ?
©somewhere in net ltd.