![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অস্পষ্ট একখানি মুখ
একান্তই চেনাজানা যেন আমার
কিন্তু এভাবে তো দেখিনি ,
হাওয়ায় পাল লাগিয়ে উড়তে থাকা
লালচে গোধূলির আলোয় মাখা কালো
কিছু চুলের আড়ালে নিতান্তই
অবহেলিত স্নিগ্ধ প্রকৃতি
দেখেছি আমি ।
জড়ানো কণ্ঠে পাখিদের গান শুনতে
চেয়েও হারিয়ে যেতাম
তোমার খুনি রঙের শাড়ির ভাঁজে ,
ধারাবাহিক কিছু অপমৃত্যু
স্বীকার করেছে মুহূর্ত আমার ,
অন্যরকম গন্ধে মাখা তোমার
শরীর ঘেঁষে ওড়া শাড়ির
প্রতি সুতোয় বাঁধে
নতুন জীবন খুব নীরবে ।
এখানে আজ কোন প্রকৃতি নেই
নেই তোমার চুলের ফাঁকে গোধূলির রঙ ,
এখানে শুধুই সাদাকালো সব ,
অস্পষ্ট হয়ে আসে শুধু মুখখানি আজ !
আমার সত্তা থেকে হারানো
সে মুহূর্তও আজ তোমার কাছে ,
এখানে যারা জেগে উঠেছে,
তারাও মুক্তি চায় , চায় সে আচল
চায় সে সুতোয় বেঁধে নতুন জীবন ,
তবে কিছুই কি নেই আমার ?
কিছুই কি রবে না ...
অথবা কি এসব
শুধুই কল্পনা ?
©somewhere in net ltd.