![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নাগরদোলায় আমি একা একাই চড়ি এখন ।
আগে যখন তুমি সাথে থাকতে তখন খুব ভয় পেতাম । মনে হত নিজেকে সামলাতেই হিমসিম খেতে হয় , আবার সাথে তোমাকেও বইতে হচ্ছে ।
হুটহাট পরিবর্তনে আমি খুব মানিয়ে নিতে পারতাম না হয়তো । আর তুমি মানতে পারতে না আমার এই না পারাটিকে ।
তুমি রেগে চলে গেলে । আমি ভাবলাম , এই সময়ে একটু মানিয়ে নিতে শিখি পরিবর্তনের সাথে । এই ভেবে যদি তুমি আসো আবার ।
কিন্তু কই , তুমি আসার আশা দেখিয়েও যে এলে না !
আমি একটু ক্ষোভে পড়ে গিয়ে ভাবলাম , দেখি আর কত মানিয়ে নেওয়া যায় ।
সেই রাগটা , রাগের মাঝের অভিমানগুলো আজ কোথায় লুকিয়ে গেছে , জানতেও পারলাম না ।
শুধু মানিয়ে নেওয়াটাই রইল অভ্যেস হয়ে ।
নাগরদোলায় আমি একা একাই চড়ি এখন । আঁটসাঁট হয়েও বসি না আর , যেন কোন ভয়ই নেই ।
আসলেই তো , কোন ভয় নেই । এখান থেকে কত সহজেই কত কিছু দেখছি । কি দারুণ দৃশ্য সবখানে ।
ওই যে , যুবকের হাত ধরে প্রেমিকার ভয়ের অভিনয় করা দেখছি ।
আর বোকা ছেলে , কখনও বুঝে কখনও না বুঝেই সকল আঘাত থেকে প্রিয়তমাকে রক্ষায় করার আপ্রাণ
চেষ্টায় ব্যস্ত যেন ।
নাগরদোলা চলছে ভালোই ।
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:০৯
তৌফিক চাকমা বলেছেন: ভাল থাকবেন প্রামাণিক
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৫ রাত ৯:০৪
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ