নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলবি না , তোর সমাজ পাগল

তৌফিক চাকমা

পাগল ছাড়া দুনিয়া চলে না ... পুরোই লিবার‍্যাল

তৌফিক চাকমা › বিস্তারিত পোস্টঃ

অনাহত কুটির

৩০ শে এপ্রিল, ২০১৫ রাত ১১:৩৯

হিমালয় খানিকটা কেঁপে উঠেছিল সেদিন ,
কেউ খোঁজ রাখে নি ।
জানতেও পারলো না কেউ
কতখানি রক্ত ছিল ধ্বংসাবশেষ জুড়ে ,
ভঙ্গুর উপত্যকা ভাসছিল যার স্রোতে,
সন্ন্যাসীরা দল বেঁধে পালাচ্ছিল
নীরব যত ধ্যান ছেড়ে ।
দিগন্তজোড়া হিংস্র জনপদের
অনেকেই তো আঁশ মিটিয়েছিল সেদিন
খুনমাখানো সে প্রপাতধারায়
ভিজিয়ে দেহ অবলীলায় ।
মহাদেবও ছিলেন ওদেরই দলে
ছুঁয়ে দিতে সাহস করেনি চাঁদও সেদিন ,
পুরোটা রাত জেগে অমাবস্যা ছাড়া
কিছুই দেখেনি বাঁচতে চাওয়া মৃত্যুগুলো ।
অনুভবে সেদিন ক্ষোভ জমেছিল,
পুনর্গঠনে উবে গেছে যা
নক্ষত্রের তিলক ছুতে না পারার
ব্যর্থতা মনে রাখেনি হিমালয় আর ।
মহাদেবের হাসিতেই যেন সব তৃপ্তি তার ।
উপত্যকা আর গড়েছে কিনা কে বা জানে !
বিশ্বাসঘাতকদের ফেলে যাওয়া বীর্যে
আবার নাকি জন্মেছে কিছু সাধক ,
হিমালয় ভোলেনি কিছুই ,
শুধু সেদিনের বরফগলা রক্তের তঞ্চন
হয়েছে মাত্র , আস্তরণে আস্তরণে
আড়াল শুধুই মাটি-পাথর ,
রয়ে যায় তবু গহ্বরমাঝে
অন্তিম যুদ্ধে আহত প্রাণ
আর মুক্তিলোভের পাপে পাপী
অনাহত যোদ্ধাদল ।

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা মে, ২০১৫ রাত ১:০৫

মিঠু জাকীর বলেছেন: ভাল লিখেছেন ।

০৭ ই মে, ২০১৫ রাত ১০:৪৬

তৌফিক চাকমা বলেছেন: ধন্যবাদ মিঠু জাকীর ।
ভালোতে থাকবেন ।

২| ০১ লা মে, ২০১৫ রাত ২:৩৪

জ্বিনল্যান্ডের জ্বিন বলেছেন: 3:) 3:) অনেক সুন্দর হয়েছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.