![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সে কফির মগ এখন অ্যাসট্রে
আর ভালোবাসা দিবসের পাঞ্জাবী ?
ওর কথা নাই বলি আর ...
বারান্দায় ঝুলেই মরে গেছে কবে
রোদধুলো মেখে গায় ।
বিনিদ্র সব রাত কেটে যায়
ভালোবাসার কোন সূর্য ওঠে না ...
বেসভূষণ কে দেখে বল !
তোমার ঠোঁটের স্বাদ ভুলেছি
কফিপানে কি আর সুখ থাকে ?
বিষপানে যে অভ্যেস আমার
মরম দুঃখের বেশম ব্যথায়
টাকা দিয়ে আজ কিনি ক্যান্সার
পর্দাভেজানো বিছানাবালিশ, শুধু
তোমার গন্ধ নেই আর !
অস্তিত্ব যেখানে বিলীন তোমার
তোমার স্মৃতি জমানোই অসার ।
______এ ব্যাচেলর রাতগুলোতে বড়ই ভয় ... আঁধারে ভয় , আলোতে ভয় ।
তোমার ভাবনা , আর পরক্ষনেই তুমিহীনতা । সামাজিক কিবা নৈতিক যাই বল সব দায়িত্ব ভুলিয়ে দেয় এ ভয় ।
০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:২২
তৌফিক চাকমা বলেছেন: ধন্যবাদ আপনাকে ।
ভালো থাকুন
২| ০৪ ঠা মে, ২০১৫ সকাল ৭:০১
কালের সময় বলেছেন: অসাধারন কথা কাব্য । শুভ সকাল ।
০৬ ই মে, ২০১৫ দুপুর ১২:২২
তৌফিক চাকমা বলেছেন: ধন্যবাদ কালের সময় ।
ভালোতেই ভালো থাকবেন
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মে, ২০১৫ ভোর ৬:৫৩
মন ময়ূরী বলেছেন: সুন্দর।