নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পাগল বলবি না , তোর সমাজ পাগল

তৌফিক চাকমা

পাগল ছাড়া দুনিয়া চলে না ... পুরোই লিবার‍্যাল

তৌফিক চাকমা › বিস্তারিত পোস্টঃ

ওরা আর ছিটের মানুষ নয় , ওরাও পাবে অধিকার । সাধুবাদ দুই সরকারকেই । :)

০৭ ই মে, ২০১৫ রাত ১১:০৭

দেশ ভাগ হয়েছে সেই '৪৭ এ , আর স্বাধীনতার তকমা জুটেছে ১৯৭১এর রক্তক্ষয়ী যুদ্ধে ।
পুরো মানচিত্র জুড়ে যেখানে সবাই নিজেকে স্বাধীন বলে দাবি করে , সেখানে "ছিটের মানুষ"গুলো
মহাদ্বিধায় গত ৪১ বছর ধরে নিশ্চিত ছিল না তারা কোথায়,কোন সরকারের কাছে
অধিকার দাবি করবে স্বাধীনভাবে , গণতান্ত্রিক পন্থায় ।
মোট ১৭ হাজার ১৫৮ একর জমি এখন আইনসম্মত উপায়ে বাংলাদেশের অধিনস্থ হল ।
আর ৪১ বছর পর এই ছিটমহলের বাসিন্দারা পেল সাংবিধানিক স্বাধীনতা ।
কাঁটাতারের বেড়ায় ঘেরা এসব জায়গায় তারা জীবনের সত্যিকারের নিশ্চয়তা কতখানি পাবে , টা
জানি না । তবুও আশার কথা , এখন আর কেউ ওদের বলবে না ছিটের মানুষ ।
ওরা এখন কাগজে-কলমে বাংলাদেশী ।
রাষ্ট্রের কাছে এখন এটাই দাবি থাকবে , ওরা যেন মৌলিক অধিকারের পাশাপাশি সকল সুবিধাই
পায় । প্রত্যন্ত এ এলাকাগুলোতে গড়ে উঠুক স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় ।
গড়ে উঠুক কর্মসংস্থানের সুযোগ , বিকশিত হউক ভবিষ্যৎ ।
লাল-সবুজ উড়ুক স্বমহিমায় ।




সূত্র ঃ প্রথম আলো

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০১৫ রাত ৯:৩০

আফসানা যাহিন চৌধুরী বলেছেন: পূর্ণতা পাক স্বাধীনতা...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.