![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাইলেই পারতে তুমি প্রজাপতির সবগুলো রঙ
আঁচল মেখে ডানার ভারে উড়ে উড়ে যেতে,
ছড়িয়ে আমার স্বপ্ন চোখে লাল বেগুনী
আলোছায়ার সুপ্ত হাতছানিতে ।
সহস্র নিযুত শপথে ভরা স্বপ্ন দেখাতে
পূরণের কোন রাখলে না অবকাশ ,
হতাশার আগুনে ভস্মাধার স্বপ্নে জ্বালানোর
দায়ভার তুমি চাইলেই পারতে
করে স্বীকার নীরবে লুকাতে
একান্তে আমার বুকে
চাইলে না তুমি , পাজরের নরম মাংসপিণ্ডে
এতটুকুও ছিল না কাঁপন ?
আবেগের স্পন্দন কি পারেনি ফেরাতে
চিরাচরের মায়া থেকে তোমায় আমার কাছে ,
শুন্য পাহাড় শুন্য ছিল , হারিয়ে
দূরে মহাকালে তুমি
সমতা কেন করলে আবার , শুন্যতা যদি নাই সারালে !
প্রজাপতির রঙ তুমি চাইলেই পারতে ,
আমাকে শুধুই বিদীর্ণ তুমি
করলে কেন ধূসর ব্যথায় ?
প্রতারক সব স্বপ্ন তুমি
কেন দেখালে , ভাসিয়ে আমায় অকূল মাঝে
হারালে তুমি কোথায় দূরে ?
১৮ ই মে, ২০১৫ দুপুর ২:৪০
তৌফিক চাকমা বলেছেন: ধন্যবাদ ।
২| ১৮ ই মে, ২০১৫ সকাল ৯:৪০
কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।
১৮ ই মে, ২০১৫ দুপুর ২:৪০
তৌফিক চাকমা বলেছেন: কলমের কালি বেঁচে থাকুক ।
৩| ১৮ ই মে, ২০১৫ দুপুর ১২:৪৯
সুখেন্দু বিশ্বাস বলেছেন: দূরের স্বপ্নের কবিতা ভালো লাগলো।
শুভেচ্ছা রইলো কবি।
১৮ ই মে, ২০১৫ দুপুর ২:৩৯
তৌফিক চাকমা বলেছেন: ভালো থাকবেন ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মে, ২০১৫ ভোর ৪:৪৯
মামুন ইসলাম বলেছেন: চমৎকার লাগল কবিতা ।