![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোধূলির রঙ লাগছিলো সারা গায় ,
তবু তুমিহীনা দুপুরের তপ্ততা ছাড়েনি হৃদয়
জানি না , সাঁঝের মেঘেদের আনাগোনাও
পারবে কিনা সে ক্ষত করতে আড়াল রাতের আঁধারে ।
আমি তো চাইনি স্নিগ্ধ বিকেল যেখানে তুমি ছিলে না ,
কাশফুলেদের কোমলতায় আমার ছিল না ভ্রুক্ষেপ ,
ওই শুভ্রতা পুড়ে ছাই হলেও বা কি এসে যায় !
তোমার কানের দুলের রুক্ষতা শুধু চেয়েছিলাম
মুছে দিতে আঙুলের স্পর্শে , ছায়ারা হেরে গেলেও
সূর্যের কাছে আমি তো হারাইনি পরাজিতের ভিড়ে
জামাখানা ভিজে গেলেও আমি চেয়েছি শুধুই
পাশাপাশি এখানটাতে তোমার উষ্ণ ছোঁয়া ।
২১ শে মে, ২০১৫ রাত ১:৫৫
তৌফিক চাকমা বলেছেন: ধন্যবাদ শতদ্রু ,
নদীতে বেঁচে থাকুক প্রাণ চিরকাল ।
২| ২৪ শে মে, ২০১৫ দুপুর ১২:৩৮
রোদেলা বলেছেন: কবিতায় চিনি বেশীই হয়ে গেছে,কি করি
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১:০৪
তৌফিক চাকমা বলেছেন: চিনি , ভালো বলেছেন ।
চিনির আজকাল বড়ই আকাল । কিছুটা রেখে দিন ।
কতকিছুতে তেতো স্বাদ পাবেন , একটু মাখিয়ে নেবেন ।
©somewhere in net ltd.
১|
২১ শে মে, ২০১৫ রাত ১২:৩৩
শতদ্রু একটি নদী... বলেছেন: বেশ ভালো।

আপনার প্রোফাইলের পাগল নিয়া কথাটা ভাল্লাগছে।
শুভকামনা রইলো।