![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কিছু হতাশায় পোড়ানো স্মৃতির
পৈশাচিক বেদনার হাহাকার
শুনি কান পেতে বালিশে ,
অশ্রুধারা যেন প্রকাণ্ড খরার
নিরুত্তাপ শুষ্কতায় ব্যকুল ক্রন্দনে
বিভোর , আমি
ছুঁয়ে দিতে
প্রিয়তমা তোমায় বারংবার
আর্তনাদে বুক ফাটাই ,
তুমি কোথায় আছো ! আজ রাত কেন দূর অজানায় ,
আজ আকাশ কেন পায়ে লুটায়ে সূর্যের আড়াল !
জোছনারা হাসে না গায়ে মাখিয়ে আলো নরম উষ্ণতায় ।।
এ রাত কেন ভয়াল অসুস্থতায় জড়ানো ,
এ রাত যেন ধরতে পারি না আমি
ভীষণ আকশচুম্বি এ রাত !
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:৩৪
তৌফিক চাকমা বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।
©somewhere in net ltd.
১|
২৭ শে জানুয়ারি, ২০১৬ রাত ১০:১০
শেষ বেলা বলেছেন: কবিতা ভালবাসি, ভাল লাগলো, ধন্যবাদ।