| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অবুঝ মন
তৈয়ব খান
মন তোমার কী হয়েছে বলো
কান্না কেন এতো?
পাওনি কিছু তাই বলে কি এমন ব্যথাহত!
তাইতে তোমার মুখটি মলিন
অমন হাসি আজকে বিলীন
চকচকে জল আঁখির কোণে মুক্তা জ্বলে শত
দুঃখগুলোই আলো হয়ে জ্বলছে অবিরত।
হারিয়ে গেছে আলোক নারী, আলোখানি রেখে
তাই কি রে মন- পাগলা হয়ে তার-ই বাণী লেখে?
হারিয়ে যাওয়া দিনগুলো সেই-;
স্মৃতি আছে, নেই সে তো নেই।
ঝরে গেছে গোলাপ শুধু কাঁটায় পাওয়া ক্ষত
খুব সোহাগী আজকে সেটা নতুন বধূর মত।
নেশাখোর কাব্যগ্রন্থের অন্তর্গত
কুয়াকাটা, ০৭-০৪-২০০৪
©somewhere in net ltd.