![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকেই বাংলাদেশীর সাথে বাঙালী জাতীয়তাবাদের গোলপাক খাইয়ে ফেলেন। সেই মতের আলোকেই পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসামের বাঙালীরা নিজেদের বাঙালী মানেন এবং এপার আর ওপার নিয়ে বাঙালী এক অবিভাজ্য অখন্ড সত্তা বলে তারা প্রচারও করেন। কিন্তু সেখানেও তারা স্বধীন বাংলাদেশী জাতিসত্তায় আস্থাবান নন। তাদের আস্থা অখন্ড ভারতীয় জাতীয়তায়।
অথচ আমাদের জানা উচিত যে বাংলাদেশীদের জাতিসত্তা কোন নৈতিকতা বিবর্জিত, অনুন্নত, মর্যাদাহীন, বৈশিষ্ট্যমন্ডিতহীন ও রুচিহীন কোন জাতি সত্তা নয়। এই জাতি সত্তা উন্নত নৈতিক চরিত্র, উন্নত মূল্যবোধ, বৈশিষ্ট্যমন্ডিতও আস্থাশীলতায় মন্ডিত। তাহলে আমরা কেন নিজেদের সত্তাকে অযথা নোংরা অশ্লীল অনৈতিক সত্তার মধ্যে বিলিয়ে দেব? তাই আসুন আমরা স্বমস্বরে দ্বীপ্ত কন্ঠে ঘোষণা করি "বাংলাদেশীই" আমাদের জাতীয়তাবাদ।
©somewhere in net ltd.