![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোষ্ঠী বিশেষের আহাজারি দেখে মনে হচ্ছে আল্লামা শফী হাসিনাকে ক্ষমতা থেকে সরিয়ে তাদের বসানোর অঙ্গীকার করেছিলেন। এবং তাদের ক্ষমতায় যাওয়ার এই স্বপ্ন ভঙ্গের একমাত্র কারণও আল্লামা শফী। আশ্চার্য হই এই বীর পুরুষদের লীডার কিন্তু তাদের সেই দিন রাস্তায় নামার আহ্বান জানিয়েছিলো। কিন্তু তারা ধ্বজ্বভঙ্গ হয়ে ইদুরের গর্তে লুকিয়েছিলো। অতপর এখন সেই গণহত্যার দায় আল্লামা শফীর উপরই চাপিয়ে দিচ্ছে। অথচ আহত কিংবা নিহত কোন ব্যক্তির পরিবার কিংবা আত্মীয়ের পক্ষ থেকে এমন কোন দাবী করা হয়নি। সেই বীর পুরুষদের বলতে চাই এতই যখন বীরত্ব তো শাহবাগীদের অস্ফালন যখন তুঙ্গে তখন কেন তোমাদের কোন বিবৃতি দেখা যায়নি? অত:পর আল্লামা শফী যখন এই বৃদ্ধ বয়সেও ঘর ছেড়ে বেরিয়ে এলেন তখন তোমাদের ও যৌবন তরঙ্গ টগবগে উথলিয়ে উঠলো। আর শফী সাহেবের বিরতিতে তোমাদের যৌবনেও ধ্বজ্বভঙ্গ প্রকট আকার ধারণ করলো। এহেন বীরের দল আসে আবার শফী সাহেবের সমালোচনা করতে! আবার এদের মুখের ভাষা শাহবাগীদের চাইতে কম না। অবাক লাগে এরাই আবার একসময় নিজেদের হেফাজত সমর্থক দাবী করতো। অবশেষে প্রমাণিত হইলো লেইঞ্জা ইজ ডিফিকাল্ট টু হাইড।
নতুন প্রজন্মের শাহবাগী জয় হো।
©somewhere in net ltd.