![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার তরে ভাবনা গুলো
এলোমেলো হয় রয়ে,
নীল গগনে মেঘের ভেলায়
নিত্য নতুন যায় বয়ে।
তুষার শুভ্র ডানা মেলে
সদা যে তা ওড়ে,
কভূ আবার পাতাল ভেদে
ওঠে হটাত্ ফুঁড়ে।
কখনো তা ভর করে যে
মৃদুমন্দ বাতাসে,
আবার কভূ যায় হারিয়ে
চক্ষু আড়াল হতাশে।
ভাবি একা বসে শুধু
পাই না ভেবে কুল,
একি শুধুই মরিচিকা
নাকি মনের ভুল?
২| ২৫ শে জুন, ২০১৪ সকাল ১০:০২
টি ইউ রিয়াদ বলেছেন: ধন্যবাদ সাহিদা
৩| ২৫ শে জুন, ২০১৪ সকাল ১০:১৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভাল লাগল
৪| ২৫ শে জুন, ২০১৪ দুপুর ২:৪১
টি ইউ রিয়াদ বলেছেন: আপনার ভালো লাগাতে আমার ও ভালো লাগলো ফাতেমা
©somewhere in net ltd.
১|
২৫ শে জুন, ২০১৪ সকাল ৯:৪২
সািহদা বলেছেন: ভালো লাগলো এলোমেলো ভাবনা।