![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কারো স্বপ্ন ভেঙে আনন্দে আত্মহারা হয়োনা
স্বপ্নভঙ্গের করুন সময় তোমার জন্যেও অপেক্ষা করছে।
কাউকে কাঁদিয়ে নিজেকে সুখি ভেবোনা
হতে পারে দু:খের সাগর তোমাকেও পাড়ি দিতে হবে।
কারো মন ভেঙে নিজেকে সফল ভেবোনা
কেননা তার চাইতেও বড় ব্যর্থতা তোমার জন্যে অপেক্ষা করছে।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৮
টি ইউ রিয়াদ বলেছেন: আপনার কাথাটাও ফেলনা নয়
এমনটাও হচ্ছে
তবে যাই বলেন না কেন প্রতিফলন একদিন না একদিন পায় ই
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৫
চলন বিল বলেছেন: ইহুদিদের একটা প্রবাদ বাক্য আছে আপনার কথা গুলর সাথে মিলে
প্রবাদ বাক্যটা হল -- শত্রুর পরাজয়ে উল্লাসিত হইয়ো না আবার তাকে টেনে তুলতেও যেও না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৯
টি ইউ রিয়াদ বলেছেন: হতে পারে
©somewhere in net ltd.
১|
১৬ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১২:১৯
বিপরীত বাক বলেছেন: এইসব আউলফাউল কথা পান কোথায়??
এগুলো তো উন্নত জাতি দেশের জন্যে প্রযোজ্য।। এই বেজন্মা দেশের অজন্মা জাতে র ক্ষেত্রে উপরোল্লিখিত রা ই সবচেয়ে সফল সুখী হয়।। সম্মানিত হয়।।। এমনকি আখিরাতে কামিয়াবির রাস্তায় অগ্রগামী থাকে।।। কেননা পরিতৃপ্ত হৃদয়েই না,, আকাশ আরশ ফাটানো ইবাদত হয়।।।
আর অন্যের _ _ _ _ ই যে না মারতে পারে সে এই দেশে এই জাতে একটা কমপ্লিট অযোগ্য আর হতভাগা।।