নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপনি এখন এমন একজন \"সাহসী\" মানুষের প্রোফাইলে ঢুকেছেন,যে কিনা ভাগ্যের কাছে সব সময়ই পরাজিত।

টি-ভাইরাস

জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...

টি-ভাইরাস › বিস্তারিত পোস্টঃ

কেউ একটু বুঝায় দিবেন

০১ লা আগস্ট, ২০১৩ দুপুর ২:৫৫

অনেক বলছে কে জামায়াতে ইসলাম নিষিদ্ধ ঘোষোণা করা হয়েছে আবার কেউ বলছে নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়ছে । আমার কথা হলো নিষিদ্ধ আর নিবন্ধন অবৈধ ঘোষণা কি এক কথা ? নিবন্ধন অবৈধ যদি হয় তাহলে জামাত তাদের গঠন তন্ত্র ঠিক করে আবার নিবন্ধন করতে পারবে আমার মনে হয় ।বেপার টা কি এমন নাকি যে জামাত সারা জীবন এর জন্যে শেষ নাকি আবার আসতে পারবে , কেউ একটু বুঝায় দিবেন

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:১৫

প‌্যাপিলন বলেছেন: নিবন্ধন বাতিল হৈছে। তবে আপিলের সুযোগে আরো অনেকদিনের জন্য বাইচা থাকবে। এর মধ্যে ১৮ দল ক্ষমতায় আসলে নতুন করে নিবন্ধন দিয়ে দিবে। আর ১৮ দল ক্ষমতায় না আসতে পারলে বিএনপির কান্নি নিশ্চিত ফটাশ....তখন জামাতের নিবন্ধন নিয়ে আম্লীগের কোন মাথা ব্যাথা থাকবেনা

ক্লিয়ার :P

২| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৩:৪০

চলতি নিয়ম বলেছেন: আবার আসতে পারবে যদি বি এন পি ক্ষমতায় আসে। আর আসতে পারবে না যদি আওয়ামীলীগ ক্ষমতায় আসে। =p~

৩| ০১ লা আগস্ট, ২০১৩ বিকাল ৪:৩৮

হাসান কালবৈশাখী বলেছেন:
শুধু নিবন্ধন বাতিল হয়েছে, নিষিদ্ধ হয়নি।

শর্তগুলো সংসোধন করে আবার নিবন্ধন চেয়ে আবেদন করলে নিবন্ধন পাবে।

এটা কোন ব্যাপার না। ২০০৮ এও শর্ত পুরনের অংগিকার করে নিবন্ধন রক্ষা করতে হয়েছিল।

এছাড়া রায়টি আপিলযোগ্য, অর্থাৎ আপিল দায়ের করেও তারা চলতে পারবে।

নির্বাচন কমিশন বলছে রায় পেয়ে পড়ে বুঝে নিবন্ধন বাতিল করবেন। অর্থাৎ দুই সপ্তাহ।

ইতিমধ্যে জামাত আপিল করার সময় পাচ্ছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.