![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...
গত কাল আমার এক কাজিনের ফ্রেন্ডের জন্মদিন ছিল। যার কারনে ওরা সবাই লালবাগ কেল্লাতে যায় ঘুরতে, বলে রাখা ভালো ওরা সবাই ঢাকা Home Economics College এ পড়ে। লালাবাগ যাবার পড়ে ওদের কিছু ছেলে বিরক্ত করে কোন কারন ছাড়া। কিন্তু আমার কাজিনের এক ফ্রেন্ড ওদের ছবি তুলে ফেলে, যেহেতু ফেসবুক বন্ধ আমার কাজিনরা একটা পোস্টও করেছে ফেসবুকে কিন্তু অনেকে দেখতে পারছে না। আমি তাই ঐ পোস্টটা এই খানে হুবু হুবু তুলে ধরলাম -
" আজকের ঘটনা।
ছবির মানুসগুলা আমাদের সমাজেই থাকে, দুঃখজনকভাবে আমাদের আশেপাশেই থাকে।
আজকে যখন এরা অনর্থক আজেবাজে কথা বলতেছিলো মনে করছিলাম থাক, Let it go.
but they crossed their limit... আমরা কিছু বলিনি খালি ফোনটা বের করে ছবি তুলা start করছি আর এদের টনক নড়ছে। প্রথমে তো দৌড়ায় পালাইছে but যখন তারা বুঝছে তাদের so called educated থোবরার স্পষ্ট ছবি আমার ফোনে সংরক্ষিত তখন তারা আমছে এবং ভান ধরা শুরু করছে যে তারা innocent..
তাদের মেয়ে বান্ধবি আছে এবং আমরা তাদের বোন। যখন তর্কে তারা হারু পার্টি তখন তারা হুমকি ধামকি দিয়ে একাকার অবস্থা।
যাই হোক, saddest part is আমাদের আশেপাশে অনেক ভালো বেশভূষা ধারনকারীরা ছিল। সবাই খালি মজাটা নিল।
এই কাহিনীগুলা শুধু আমাদের সাথে হয়না এটা সবার কাহিনী। কেউ বলে, কেউ বলে না।
আমার msg হচ্ছে HELP US.... BE A Gentleman..
Respect Girls...
ps- যারা এই পোস্টটা দেখতেছেন আমরা অনেক secured feel করব যদি লাইক, কমেন্টের বদলে আপনার আশেপাশের মেয়েটাকে mentally support করেন, নীরব দর্শক না হয়ে এইসব বিবেক বুদ্ধিহীন পশু গুলাকে প্রশ্রয় থেকে বিরত থাকেন।
ধন্যবাদ"
এরা হচ্ছে সেই হারামি গুলা, মেয়ে গুলা অনেক ভয় এ আছে কারন ওরা ছবি তুলেছে, ওদের সামনে বদ গুলা ওদের অনেক ভয় দেখাইছে কারন সাহসি মেয়ে গুলা ওদের ছবি তুলে ফেলেছে। ব্লগের সবার কাছে আমার অনুরধ এদের চিনে রাখুন এরা সবাই আমার মনে হয় লালবাগ এলাকার, আপনাদের কাছে আমার অনুরধ যদি পারেন বা কেউ এদের চিনতে পারেন সাথে সাথে আইনের হাতে তুলে দেন, আজকে আমার বোনের সাথে হয়েছে কাল হয়ত আপনার বোনের সাথে হবে। সবার কাছে এইটুকু সাহায্য চাই ।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২
টি-ভাইরাস বলেছেন: যদি পারেন এই ছবি গুলা একটু সবার মাঝে দিয়ে দেন যদি কেউ চিনে যদি কেউ তাদের আইনের হাতে দিতে পারে , তাহলে আমাদের মা বোনেরা শান্তিতে বাইরে বের হতে পারবে।
২| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৩
উচ্ছল বলেছেন: এই গুলারে পিডানো দরকার।
বিজয়ের মাসে ফেসবুক ব্যবহারের স্বাধীনতা হরনের তীব্র নিন্দা।
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২
টি-ভাইরাস বলেছেন: যদি পারেন এই ছবি গুলা একটু সবার মাঝে দিয়ে দেন যদি কেউ চিনে যদি কেউ তাদের আইনের হাতে দিতে পারে , তাহলে আমাদের মা বোনেরা শান্তিতে বাইরে বের হতে পারবে।
৩| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৩৭
গোধুলী রঙ বলেছেন: এইগুলারে আসলেই পিডানো দরকার, মেয়েরা রাস্তায় নামলে এরা টিজিং করা জন্মগত অধিকার মনে করে। এদের বাপ মায় যদি একটু খোজ খবর রাখতো!!!!
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২
টি-ভাইরাস বলেছেন: যদি পারেন এই ছবি গুলা একটু সবার মাঝে দিয়ে দেন যদি কেউ চিনে যদি কেউ তাদের আইনের হাতে দিতে পারে , তাহলে আমাদের মা বোনেরা শান্তিতে বাইরে বের হতে পারবে।
৪| ০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪২
মাকড়সাঁ বলেছেন: Darun ekta kaj hoyce
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫
টি-ভাইরাস বলেছেন: যদি পারেন এই ছবি গুলা একটু সবার মাঝে দিয়ে দেন যদি কেউ চিনে যদি কেউ তাদের আইনের হাতে দিতে পারে , তাহলে আমাদের মা বোনেরা শান্তিতে বাইরে বের হতে পারবে।
©somewhere in net ltd.
১|
০৩ রা ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:১৮
আহলান বলেছেন: হুম .... রাস্তায় বের হলে কখন যে কি হবে বলা যায় না ... সবাই ভালো থাকুক ...এইই্ প্রত্যাশা ..