![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...
২| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৯
৩| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৩১
ঢাবিয়ান বলেছেন: হলুদ শার্ট পড়া হাতুড়িওলার নাম আব্দুল্লাহ আল মামুন।সমাজ বিজ্ঞান বিভাগ, চতুর্থ বর্ষ, ছাত্রলীগের সহসম্পাদক। মাছরাঙ্গা টেলিভিশন তার সাক্ষাৎকার নিয়েছে। ভিডিওক্লীপটা ছড়িয়ে পড়েছে ফেসবুকে। অত্যন্ত হাসিমুখে সে জানিয়েছে কোটা আন্দোলনকারীরাই নাকি হাতুরি , কিরিচ নিয়ে এসেছিল, তারা জাস্ট তাদের কাছ থেকে সেগুলো কেড়ে নিয়ে প্রতিহত করেছে!!!!!! সে যা করেছে তার জন্য সে বিন্দুমাত্র লজ্জিত না।বিশ্ববিদ্যালয় প্রশাশনও তাকে কিছু বলে নাই। সে আরো বলেছে যে মিডিয়া অহেতুক মিথ্যা খবর ছড়াচ্ছে।
ঢাবি, রাবির দুই ভিসি জানিয়েছে যে কোটা আন্দোলনকারীরা জঙ্গী, জামাত শিবির। মনিবের নির্দেশে সব ভৃত্য তাদের দ্বায়িত্ব পালন করছে। কে গ্রেফতার করবে এই ভৃত্যদের?
৪| ০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:৪২
ক্স বলেছেন: ছাত্রলীগ কর্মীদের গ্রেফতার হবার দিবাস্বপ্ন দেখার মত মূর্খ পাবলিক এই দেশে তাহলে এখনও আছে। যাদের ভালোর জন্য লীগ কর্মীরা এরকম রিস্ক নিল, তারাই তাদেরকে গ্রেফতার করবে কোন দুঃখে? ও ভাল কথা, কেউ কি মামলা করেছে? কেউ যদি মামলা করার সাহসই না পায়, পুলিশ গ্রেফতার করার কথা ভাববে কেন?
৫| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:০০
রায়হান চৌঃ বলেছেন: আয়নার প্রতিফলন......
ছাত্রলীগ মানে ই এক এক জন শেখ মুজিব...... , উনার বিচার চাওয়া কি সম্বভ ?
৬| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১২:১৫
সাইন বোর্ড বলেছেন: যাদের দায়িত্বই দেওয়া হয়েছিল পেটানোর জন্য, তাদের বিচার করবে দায়িত্ব প্রদানকারীরা ?
৭| ০৯ ই জুলাই, ২০১৮ দুপুর ১:৩৯
হাসান কালবৈশাখী বলেছেন:
প্রতারনা করে সবার হাতে মুজিবের ছবি দিয়ে এক সকালেই শাহাবাগ ভরে
রাস্তা বন্ধ,ঢাকা অচল! এরপর আর বঙ্গবন্ধু নাই, বঙ্গবন্ধু নাম তুলে গালাগালি।
আরো বেশী পিটানো দরকার ছিল।
প্রধানমন্ত্রী শুন্য কোটা ঘোষণার বিকল্প ছিল না!
তবে, প্রধানমন্ত্রী শুন্য কোটার কথা বলার পর আরো কিছু বলেছিলেন,
আদিবাসী, নৃগোষ্ঠি কিছু কোটা রাখতেই হবে
যারা কোটার সুবিধা প্রাপ্ত কিছু (নারী/মু্ক্তিযোদ্ধা/আদিবাসী/প্রতিবন্ধী) তাদের জন্য রাষ্ট্র ভিন্ন পদক্ষেপ নিবে।
সেই ভিন্ন পদক্ষেপ কি এত সহজেই নেওয়া সম্ভব? কোটার সুবিধা পায় এমন কয়েকটি মন্ত্রণালয় আছে।
স্টাডি করে সে সকল গোষ্ঠির সুপারিশ কি ১-২ মাসেই পাওয়া সম্ভব?
রোজা ঈদ গেল, জটিল বাজেট অধিবেসন এইসব বাদ দিয়ে শুধু কোটা ফোটা নিয়ে পরে থাকতে হবে!
এই সকল বাস্তবতা না বুঝে, না জেনে যে সকল শিক্ষিত শয়তান, আর কিছু বখাটে পোলাপান অনবরত বলেই চলেছে একটি প্রজ্ঞাপন দিলেই নাকি ঝামেলা শেষ!! এই সকল বদমাশের দল, একটি বারের জন্যও বলেনি, তারহুরা করে শুন্য কোটার প্রজ্ঞাপন জারী হলে প্রান্তিক পিছিয়ে পড়া মানুষ চরমভাবে ক্ষতিগ্রস্থ হবে! মানবধিকার লঙ্ঘন হবে, আদালতে রিট হবে, একটা বড়সড় অরাজগতার শৃষ্টি হবে।
আসলে কোটাফোটা কিছু না , গন্ডোগল পাকানো। ওটাই কারন।
০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৩:০৭
টি-ভাইরাস বলেছেন: ভাই একটু বলবেন যত কিছু হক, আপনার কাছে আমার প্রশ্নঃ দেশে সেটাই হক সেটা ঠিক করার অধিকার ছাত্রলীগ কে কে দিয়েছে? দেশে কি পুলিশ নেই? আইন নেই? কিছু হইলে ছাত্রলীগ হাতুড়ি, ছুরি, লগি নিয়ে চলে আসবে এই অধিকার কে দিয়েছে তাদের কে, তারা কি আইনের উর্ধে? আশা করি উত্তর দিয়ে জাবেন।
৮| ০৯ ই জুলাই, ২০১৮ বিকাল ৪:১৫
রাজীব নুর বলেছেন: না তাকে গ্রেফতার করা হবে না।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: এরা সবাই এখন হাতুড়ীবাবা।