![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবনে সফল হতে না পারি দুঃখ নেই...একজন ভাল মানুষ হিসেবে দুনিয়া থেকে বিদায় নিতে চাই...
মা জানলে হয়তো তাকে যুদ্ধে যেতে দিতেন না তাই মা কে না জানিয়ে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন খোকা। ছিলেন ক্রেক প্লাটুনের গেরিলা যোদ্ধা।
যে খোকা বাংলাদেশ উপহার দিয়েছেন সেই খোকার দু'বছর আগে পাসপোর্টের মেয়াদ শেষ হবার পর বাংলাদেশ তা নবায়ন করে দেয়নি। রুদ্ধ করে দেওয়া হয় একজন মুক্তিযোদ্ধার দেশে ফেরার সব রাস্তা। এখন তার লাশ দেশে আনার জন্য ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আবেদন করেছে তার পরিবার।
শেষমেষ নাগরিকত্বহীন অবস্থায় বিদেশের মাটিতে দেশের শ্রেষ্ঠ সন্তানকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো। একজন খোকার লাশ দেশে ফিরবে ট্রাভেল ভিসা নিয়ে, এই লজ্জা বাংলাদেশ কোথায় রাখবে?মা জানলে হয়তো তাকে যুদ্ধে যেতে দিতেন না তাই মা কে না জানিয়ে দেশ রক্ষায় ঝাঁপিয়ে পড়েছিলেন খোকা। ছিলেন ক্রেক প্লাটুনের গেরিলা যোদ্ধা।
যে খোকা বাংলাদেশ উপহার দিয়েছেন সেই খোকার দু'বছর আগে পাসপোর্টের মেয়াদ শেষ হবার পর বাংলাদেশ তা নবায়ন করে দেয়নি। রুদ্ধ করে দেওয়া হয় একজন মুক্তিযোদ্ধার দেশে ফেরার সব রাস্তা। এখন তার লাশ দেশে আনার জন্য ট্রাভেল ডকুমেন্ট দিয়ে আবেদন করেছে তার পরিবার।
শেষমেষ নাগরিকত্বহীন অবস্থায় বিদেশের মাটিতে দেশের শ্রেষ্ঠ সন্তানকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো। একজন খোকার লাশ দেশে ফিরবে ট্রাভেল ভিসা নিয়ে, এই লজ্জা বাংলাদেশ কোথায় রাখবে?
২| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:২৩
রাজীব নুর বলেছেন: সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন অনুষ্ঠান সম্পন্ন করে বাংলাদেশেই তাকে সমাহিত করা উচিৎ।
৩| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১০:০২
আমি তুমি আমরা বলেছেন: বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার আত্মার মাগফেরাত কামনা করি।
৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১০:৫৮
নুরহোসেন নুর বলেছেন: উনার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।
৫| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৬
হাসান কালবৈশাখী বলেছেন:
সাদেক হোসেন খোকা একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন।
নাগরিকত্তহীন কথাটা বাড়াবাড়ী।
পাস্প রিনিউ না হলে সে নাগরিকত্তহীন হয় নাকি?
০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৬
টি-ভাইরাস বলেছেন: তাহলে ভাই কোন আইনের তাকে পাসপোর্ট দিল না?
৬| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ১১:৫৩
ল বলেছেন: বিনম্র শ্রদ্ধা
৭| ০৫ ই নভেম্বর, ২০১৯ ভোর ৬:৫৯
জগতারন বলেছেন:
সাদেক হোসেন, খোকা;
বাংলাদেশের জনগনের কষ্টে অর্জিত
হাজার হাজার কোটি টাকা লুটকারী
২৩ বছরের কারাদন্ডপ্রাপ্ত একটা চোর।
০৫ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৪৫
টি-ভাইরাস বলেছেন: বাংলাদেশের কোন রাজনৈতিক ব্যক্তি টাকা মারে নাই? ২০০৮ থেকে কি পরিমাণ টাকা লুট করেছে জানেন, যে পরিমাণ লুট করেছে ২০০৮ থেকে তাদের ৩০০ বছর জেলও কম।
৮| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১০:০৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: শেষমেষ নাগরিকত্বহীন অবস্থায় বিদেশের মাটিতে দেশের শ্রেষ্ঠ সন্তানকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হলো।
একজন খোকার লাশ দেশে ফিরবে ট্রাভেল ভিসা নিয়ে, এই লজ্জা বাংলাদেশ কোথায় রাখবে?
.........................................................................................................................................
মুক্তিযোদ্ধা খোকার আমি পরম ভক্ত,
কিন্ত পরে বদলে যাওয়া খোকার প্রতি কোন শ্রদ্ধা নেই ।
একসময়ের একজন ভালো মানুষ পরবর্তীতে অন্যায় করলে আইন কি ছেড়ে দিবে ???
৯| ০৫ ই নভেম্বর, ২০১৯ রাত ১১:৪৭
ওবাইদুল্লাহ ওবাইদ বলেছেন: আমরা লজ্জিত! আমরা মর্মাহত।
১০| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:২১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
শালুক ফুলের লাজ নাই
রাইতে শালুক ফোটেলো
রাইতে শালুক ফোটে।
যার সাথে যার ভালোবাসা
সেইতো মজা লোটে লো
সেইতো মজা লোট
১১| ০৬ ই নভেম্বর, ২০১৯ রাত ১২:৪১
অভি চৌধুরী বলেছেন: তার আত্মার মাগফেরাত কামনা করছি,উনি যদি কোন ভুল করে থাকেন তাহলে দেশ দশ সেই সাথে আল্লাহ ওনাকে ক্ষমা করে দিন- আমিন।
হুমায়ুন আজাদের একটা কথা মনে পড়ছে - একজন মুক্তিযোদ্বা সারা জীবন মুক্তিযোদ্বা থাকেনা, কিন্তু একজন রাজাকার সারা জীবন রাজাকারই থাকেন। তিনি দেশের জন্য যেই আত্মা থেকে করেছিলেন সেই মহাত্মতা তিনি ধরে রাখতে পারেননি। তিনি গা ভাসিয়ে দিয়েছিলেন অন্য অনেকের মত। যে সৎ সাহস আর সততা থেকে মানুষ মুক্তিযোদ্বা হয় সেই সৎ সততা ধরে না রাখতে পারার দায় টুকু তারই।
আপনার উপস্থাপনা বাড়াবাড়ি।উনি যদি দেশের কেউ না হতেন তাহলে সরকার প্রশাসন সহ সবার সহযোগীতায় তার জানাজা কাজ এমন ভাবে ঠিক করা হতোনা। মরে গেলেই কি সব ভুলে যাওয়া যায়? ক্ষমা হয়তো করে দেয়া যায়। ভুলা সহজ নয়। কখনোই নয়।
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
০৪ ঠা নভেম্বর, ২০১৯ রাত ৯:১৪
আহমেদ জী এস বলেছেন: টি-ভাইরাস,
দেশের সন্তান দেশে ফিরে আসুক এই প্রার্থনা ছাড়া এই মূহুর্তে আর কিছু ভাবতে চাইনে।