| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কলম, পেন্সিল দিয়ে কাগজের খাতায় কতই তো ছবি আঁকা হয়। আচ্ছা কেউ কি কখনও আলো দিয়ে ছবি এঁকেছেন? ![]()
আজকে দেখেন কিভাবে আলো দিয়ে আঁকাআঁকি করতে হয়।
এখানে আমি আলোর সাহায্যে আমার আঁকা ৭ টা ছবি দিলাম।
দেখেন তো কেমন হইছে। ![]()
![]()
১। গাছ (যদিও সাদা রঙ্গের) ![]()
২। ডিম্ব (অশ্বডিম্ব, মুরগীর ডিম্ব যে যা খুশি ধইরা নেন) ![]()
![]()
৩। ফুল - পাতা (প্রৃকৃতির সৌন্দর্য) ![]()
![]()
৪। ধানের শীষ (এইটা মনে হয় হয়নাই) ![]()
![]()
৫। সাপের ফণা (কি সাপ কইতারুম্না) ![]()
![]()
৬। নীলচে ফুলের আঁকিবুঁকি ![]()
![]()
ভাষার মাস ফেব্রুয়ারির শেষ দিনে এই ছবিটা সব বাংলাদেশীর উদ্দেশ্যে।
৭। আমাদের জাতীয় পতাকা![]()
--------------------
মাকে ভালবাসুন, দেশকে ভালবাসুন। শুভ রাত্রি।
আর হ্যাঁ মন্তব্য করতে কিপটামি কইরেন না। ![]()
![]()
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩
জাওয়াদ তাহমিদ বলেছেন: অনেক ধন্যবাদ শ্রাবণ ভাই।
২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪২
ডি মুন বলেছেন: চমেতকার অইচে ,
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪
জাওয়াদ তাহমিদ বলেছেন: থ্যংকইউ মুন ভাই। বহুত কস্ট কইরা তুলা।
৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮
আমি তুমি আমরা বলেছেন: মচত্কার
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫
জাওয়াদ তাহমিদ বলেছেন: থেঙ্কু।
৪|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০০
বনলতা মুনিয়া বলেছেন: আলোয় ভূবন ভরা
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৯
জাওয়াদ তাহমিদ বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ বনলতা মুনিয়া আপু। ![]()
আলোয় আলোয় ভরুক সবার ভূবন।
৫|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:০৯
মাক্স বলেছেন: চ্রমস
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:৫৭
জাওয়াদ তাহমিদ বলেছেন: ধন্যবাদ মাক্স ভাইয়া। ![]()
৬|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৩
বাদশা নামদার বলেছেন: ভাল ডিএসএলআর সাথে শাটার স্পীড ,মচত্কার
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২
জাওয়াদ তাহমিদ বলেছেন: ডি এস এল আর!!!!
না রে ভাই সেই কপাল আর হইল কই?
এইগুলা আমার প্যানাসনিক লুমিক্স এফ থ্রি কম্প্যাক্ট ক্যামেরা দিয়ে তোলা। ![]()
৭|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৫
*কুনোব্যাঙ* বলেছেন: মুগ্ধ
++++++++++
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৫
জাওয়াদ তাহমিদ বলেছেন: অনেক ধন্যবাদ কুনোব্যাঙ। ![]()
৮|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৬:৩০
সাউন্ডবক্স বলেছেন: আমি ও এইসব করি মাঝে মাঝে কাম কাজ না থাকলে।
এইটা শাহাবাগ এ(ছবির হাট এ বইসা)রাত এ তুলছি। মোমবাতি জালানো ছিল। কিন্তু দেখলে কি মনে হয়???
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০৮
জাওয়াদ তাহমিদ বলেছেন: মারাত্মক লাগতেছে তো। বিজলি বিজলি মনে হইতেছে।
অনেক সুন্দর হইছে সাউন্ডবক্স ভাইয়া।
৯|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:০৭
সাদা রং- বলেছেন: সুন্দর হইছে কিন্তু কিভাবে তুললেন?
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১০
জাওয়াদ তাহমিদ বলেছেন: ক্যামেরার নাইট মোড দিয়ে।
আ্পনিও ট্রাই করতে পারেন সাদা রং ভাইয়া।
১০|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৮
নাজির বলেছেন: মচৎকার হইছে
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৬
জাওয়াদ তাহমিদ বলেছেন:
আন্নেরে তেঙ্কু নাজির ভাই। ![]()
১১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭
সুস্মিতা শ্যামা বলেছেন: বাহ! দারুন তো!
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫২
জাওয়াদ তাহমিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ সুস্মিতা আপু।
![]()
১২|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০
প্রিন্স হেক্টর বলেছেন: মুগ্ধ। অনেক ভালো লাগলো। ![]()
ধানের শীষ দিলা, নৌকা কি দোষ করলো? ![]()
+ দিলাম। ![]()
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫৫
জাওয়াদ তাহমিদ বলেছেন: ধুর্মিয়া রাজনৈতিক প্যাঁচাল আইনেন না তো।
এ্মনিতেই মেজাজ বিলা।
বিঃ দ্রঃ ধান আঁকান সোজা। খালি ২ টা সোজা টান মারলেই হয়।
১৩|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
বনলতা মুনিয়া বলেছেন: ধান আঁকান সোজা। খালি ২ টা সোজা টান মারলেই হয়।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১০:৩৭
জাওয়াদ তাহমিদ বলেছেন: নোকিয়া ১২০২ মোবাইলের টর্চ এর আলো দিয়া টান মারসিলাম।
১৪|
০১ লা মার্চ, ২০১৩ সকাল ৯:১৯
শায়মা বলেছেন: আমি মুগ্ধ !
কিভাবে আঁকে!
আমাদেরকে শিখাও ...![]()
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:২৫
জাওয়াদ তাহমিদ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ শায়মা আপুনি।
খুবই সোজা। আমার তো কম্প্যাক্ট ক্যামেরা। এইটা দিয়েই শিখাই।
নাইট সিনারি মুড এ নিবা। এই মুড এ ক্যামেরা অন্ধকার এ কয়েক সেকেন্ড ধরে এক্সপোজার নেয়। ৪ ৫ সেকেন্ড ধরে লেন্সের সানে যা হবে সবই ক্যামেরায় উঠবে। মানে হইল ভিডিওর মত করে ছবি উঠানো।
শাটার টিপে দিয়ে, ঐ সময়ে কোন হাল্কা আলো দিয়ে শুন্যে আঁকিবুঁকি করবা। সেইটাই উঠে যাবে। আমি প্রথম কয়েকটা নকিয়া মোবাইলের টর্চ দিয়ে করছি। রঙ্গিন গুলার জন্য এল ই ডি লাইট ব্যাবহার করছি।
জানোই তো আমি ইঞ্জিনিয়ার পুলা। যন্ত্রপাতি সব সময় হাতের কাছেই থাকে। এর পরের বার ভাবছি সুন্দর করে এটা মাল্টি কালার লাইট পেন বানায় নিব।
![]()
১৫|
০১ লা মার্চ, ২০১৩ দুপুর ২:৫৫
গ্রাম্যবালিকা বলেছেন: আমিও মুগ্ধ!
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৩১
জাওয়াদ তাহমিদ বলেছেন:
থ্যাঙ্কিউ বালিকা আপু। ![]()
উপরে দেখেন শিখায় দিছি কিভাবে আঁকতে হয়।
ঝটপট কয়েটা ছবি এঁকে পোস্ট করে দেন।
১৬|
০১ লা মার্চ, ২০১৩ রাত ৯:২৭
গোলাপ বলেছেন: বাহ! সুন্দর তো
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৪১
জাওয়াদ তাহমিদ বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ আপু।
১৭|
০২ রা মার্চ, ২০১৩ রাত ১২:৫৬
খাটাস বলেছেন: বাহ বাহ অতি বেশ, অতি বেশ।
০২ রা মার্চ, ২০১৩ রাত ১:০৬
জাওয়াদ তাহমিদ বলেছেন: শুকরিয়া শুকরিয়া । ![]()
১৮|
০৩ রা মার্চ, ২০১৩ সকাল ৮:৩১
লাবনী আক্তার বলেছেন: খুব সুন্দর!
০৩ রা মার্চ, ২০১৩ দুপুর ১:৩৬
জাওয়াদ তাহমিদ বলেছেন: থ্যানকিউ লাবনী আপু।
পছন্দ হয়েছে জেনে খুশি হলাম।
১৯|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:০৮
শিশু বিড়াল বলেছেন: অনেক সুন্দর
![]()
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৭
জাওয়াদ তাহমিদ বলেছেন: অনেক ধন্যবাদ শিশু বিড়াল।
আপনার ছবিটা দেখে "পুস ইন বুটস" এর থ্রি ডিয়াবলো দের কথা মনে পড়ে গেল।
![]()
২০|
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৪:৪৫
শিপু ভাই বলেছেন:
ফাইনৈছে!!!
০৩ রা মার্চ, ২০১৩ বিকাল ৫:৪৮
জাওয়াদ তাহমিদ বলেছেন: থ্যাঙ্কস শিপু ভাই।
অনেক দিন পর আমার ব্লগে আসলেন। কেমন আছেন? ![]()
২১|
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৫
শায়মা বলেছেন: উফ এত কষ্ট
জীবন নষ্ট
তার চেয়ে রঙ আর তুলি দিয়ে শূন্যে এঁকে নেবো।![]()
০৫ ই মার্চ, ২০১৩ সকাল ১০:৩৬
জাওয়াদ তাহমিদ বলেছেন: হা হা হা হা।
হুম এভাবে এঁকে নিলেও হবে শুধু ক্যামেরা টা চালু রাখলেই চলবে।
২২|
০৬ ই মার্চ, ২০১৩ দুপুর ১২:২৬
কালা মনের ধলা মানুষ বলেছেন: মুগ্ধ !!! সুপার লাইক !!
সবাই এত প্যাচাল পাড়লো, অথচ কেউ জিগাইলো না কেমনে বানাইসেন? নাকি সবাই জানে, আমিই জানি না !!
শায়মা আপু না জিগাইলে জানাই হইত না !!!
++++++++++++++++++
০৬ ই মার্চ, ২০১৩ রাত ৮:২৩
জাওয়াদ তাহমিদ বলেছেন: আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।
কেউ কস্ট করতে চায় না।
এই কাজে হাত স্টেবল রাখাটা সবচে দরকারি। না হলে ছবি খারাপ হয়ে যাবে।
যাক এখন তো জানলেন, আ্পনিও কয়েকটা ছবি বানায় ফেলেন এইভাবে। ![]()
©somewhere in net ltd.
১|
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭
শ্রাবণ জল বলেছেন: সুন্দর, ভাই