![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নসারথী..নতুন যুগের পথ চেয়ে আছি। বর্তমানে কাজ করছি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে।
ভারত দেশটি আমাদের প্রতিবেশি হলেও নানা কারণে দেশ টি আমাদের দেশের মানুষের কাছে বিচিত্র অনুভূতি তৈরি করে। কিন্তু ভারত ভ্রমণ সেতো অতি ঘরকুনো লোকের কাছেও এক পরম প্রাপ্তি।
বিভিন্ন সময় ভারত ভ্রমণ করলেও সেই ভ্রমণ ছিল কোলকাতা এবং দার্জিলিং কেন্দ্রিক। মহান ভারতের অনেক অংশ ছিল অজানা। গত জাতীয় নির্বাচনের সময় সুযোগ টা পাওয়া গেলো অনেকটা অপ্রত্তাশিত ভাবেই।
বছরের শেষ দিন মানে ৩১ তারিখ ২০১৩ সালে আমরা রওনা দিলাম ভারতের উদ্দেশে ৫ জন। কোলকাতা পৌঁছে গেলাম দুপুর ২ টার দিকে।
কোলকাতা থেকে রাজধানী এক্সপ্রেস করে দিল্লি তারপর সেখান থেকে মানালি গমন।
দিল্লি তে অনেক ট্যুর কোম্পানি আছে যারা বিভিন্ন ভাবে প্যাকেজের মাধ্যমে অনেক জায়গা ভ্রমণ করায়। আমরা ভাগ্যগুণে বাঙ্গালী কোম্পানি পেয়ে ছিলাম যার দুলাভাই আবার চট্টগ্রামের এক কলেজের টিচার ।
বিঃদ্রঃ সব কথা ঠিক করে তারপর কোম্পানি সিলেক্ট করা ভাল না হলে বিভিন্ন সমস্যা হয়।
(আগামী পর্বে শেষ)
২| ০৩ রা এপ্রিল, ২০১৪ বিকাল ৫:৫৫
মাঘের নীল আকাশ বলেছেন: কোম্পানী কিভাবে সিলেক্ট করবো?
০৫ ই এপ্রিল, ২০১৪ সন্ধ্যা ৬:৪১
সবুজ স্বপ্ন বলেছেন: আগে সব কিছু জিজ্ঞাস করে নিবেন। কি গারি দিবে কোন হোটেল এ রাখবে ইত্তাদি এবং অবসশই কি কি দেখাবে সব থিক করে নিবেন। পাঞ্জাবি ড্রাইভার নেবার চেষ্টা করবেন।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৪ দুপুর ১২:৩২
ঢাকাবাসী বলেছেন: ছবিগুলো সুন্দর।