![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্বপ্নসারথী..নতুন যুগের পথ চেয়ে আছি। বর্তমানে কাজ করছি একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ে।
ইংল্যান্ড সফর শুরুর আগে মহাসমস্যায় পড়লেন মহেন্দ্র সিং ধোনি.. ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক ধোনির নাম গ্রেফতারি পরোয়ানা জারি করল অন্ধ্রপ্রদেশ আদালত... এক বিজ্ঞাপনে ধর্মীয় চেতনায় আঘাত আনার অভিযোগে তিনবার সমন পাঠানো হয় ধোনির নামে.. কিন্তু একবারও কোর্টে হাজিরা দেননি ভারতীয় অধিনায়ক...তাই আদালত অবমাননার অভিযোগে ধোনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হল... এই সংক্রান্ত মামলা চলছে অনন্তপুর আদালতে.. কুকদের বিরুদ্ধে সিরিজ খেলতে ধোনি এখন ইংল্যান্ডে..
এক সর্বভারতীয় ম্যাগাজিনে প্রচ্ছদ্যে ধোনির এক ছবি ছাপা হয়.. সেই ছবিতে ভারত অধিনায়ক বিষ্ণুর বেশে বিভিন্ন কোম্পানির পণ্য, এমনকী হাতে জুতো নিয়েও ছবি তোলেন.. এই ছবির তলায় লেখা ছিল 'গড অফ বিগ ডিলস'... এরপর বিভিন্ন ধর্মীয় সংগঠন থেকে এই বিজ্ঞাপনের বিরুদ্ধে বিক্ষোভ হয়.. আদালতে মামলা করা হয় ধোনির বিরুদ্ধে...
একটি ম্যাগাজিনের কভারে প্রকাশিত ধোনির একটি ছবির বিরুদ্ধে আপত্তি জানিয়ে বিশ্ব হিন্দু পরিষদের স্থানীয় এক নেতা গত ফেব্রুয়ারি মাসে আদালতে একটি পিটিশন দায়ের করেন। বিজনেস টুডে-র ২০১৩-র এপ্রিল সংখ্যায় ভগবান বিষ্ণুর বেশে ধোনির একটি ছবি প্রকাশিত হয়। ওই ছবিতে ধোনির হাতে ছিল জুতো সহ বিভিন্ন কোম্পানির পণ্য। আদালতে দায়ের করা পিটিশনে ওই ভিএইচপি নেতা অভিযোগ করেন যে, এক হিন্দু দেবতার অবমানণা করে ওই ছবির মাধ্যমে হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়া হয়েছে।ধোনির বিরুদ্ধে একই ধরনের পিটিশন দিল্লি,পুনে ও অন্যান্য কয়েকটি শহরেও দায়ের করা হয়েছে।
©somewhere in net ltd.