![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং বিধি”–র উত্তর আজো মেলেনি লাখো লাখো বছরের মানব ইতিহাসে। এই আত্মঅন্বেষণই তাজাকলমের জীবন তপস্যা। তবে নিজেকে জানার সাধনা বৈরাগ্যের পথে নয় বরং মানুষের সাথে থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের মাঝেই তাজা কলম খুজেঁ পেতে চায় আপন অস্তিত্বের ভূভাগ। তবুও তাজা কলম পৃথিবীতে এক গৃহী সন্নাসী কারন সে নিয়ত খুজেঁ ফিরছে শূণ্য খেকে আসা এবং শূণ্যতেই বিলীন হওয়া মানব জীবনের গুঢ় রহস্য। বিশেষ অনুরোধ: এ ব্লগে প্রকাশিত লেখাগুলো কপিরাইটের আওতাভূক্ত । লেখকের অনুমতি ছাড়া এখানে প্রকাশিত কোন লেখা কিংবা লেখার অংশ বিশেষ কেহ অন্য কোথাও প্রকাশ করলে বেআইনি কাজ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে লেখকের সাথে যোগাযোগ করুন।
ক-অক্ষর গোমাংস বিদ্যা দূরঅস্ত
কনকর্ড ককপিটে বীণাপাণি বোধে প্রযুক্তি
সময়ের পাটাতন ভার্চুয়াল ওয়ার্ল্ড
পিছু হটে রাজহাঁস বাহন অমল ধবল ।
ছয়নম্বর বাসে আমি মুড়ির টিন
মাছিমারা কেরানী জ্ঞান সহজ সরল।
চারপাশ দুঁদে কবি পোষ্টমর্ডানিষ্ট তকমা
ধোঁয়াশা কবিতা ওড়ায় জটিল ধাঁধা
খোলস ভেঙ্গে মর্ম প্রজন্ম আঁতেল।
পড়িনি পাণিনী, ণত্ব-ষত্ব বিধি
ভাষাতত্ত্বে জ্ঞান নেই বড্ড আনাড়ি;
জানি না ছন্দ বারান্দা -
অক্ষরবৃত্ত, মাত্রাবৃত্ত, স্বরবৃত্ত পয়ার প্রয়োগ
তবু দেই হামাগুড়ি কাব্যভূবন
জ্যোছনা ছড়ায়ে চাঁদ মায়াবী খেয়াল্।
নিসর্গ আঁকে ছবি অযত্ন তুলি
অগোছালো গোছানো বন আমাজন
পাহাড়ি ঝর্ণা নাচে স্বমহিমা ছন্দ
পাখি কি তালিম নেয় খেয়াল কাকলি!
হৃদয় আমার বুদবুদ ব্রাত্য কবি
ভাবের ঘোরে প্রেমরস পরমহংস
ভেতরে লালন গাঁথে শব্দ আমার
একতারা খুঁজে নেয় ছন্দ আপন ।
অভাজন কবিতা শোনে আমজনতা
দূরে বসে কৌতুক প্রজন্ম আঁতেল।
২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
তাজা কলম বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৮ শে মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
অন্ধকার রাজপুত্র বলেছেন: মোটামুটি কঠিন শব্দ ব্যবহার করা হয়েছে , সুন্দর লেখা