| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তাজা কলম
সেই কবে ... সভ্যতার আদিলগ্নে সূচিত হয়েছিল নিজেকে জানার অদম্য বাসনা। গ্রিক দর্শনের ‘know thyself’ কিংবা ভারতবর্ষের প্রাচীন দার্শনিকদের, “আত্মনাং বিধি”–র উত্তর আজো মেলেনি লাখো লাখো বছরের মানব ইতিহাসে। এই আত্মঅন্বেষণই তাজাকলমের জীবন তপস্যা। তবে নিজেকে জানার সাধনা বৈরাগ্যের পথে নয় বরং মানুষের সাথে থেকে, মানুষকে ভালোবেসে, মানুষের মাঝেই তাজা কলম খুজেঁ পেতে চায় আপন অস্তিত্বের ভূভাগ। তবুও তাজা কলম পৃথিবীতে এক গৃহী সন্নাসী কারন সে নিয়ত খুজেঁ ফিরছে শূণ্য খেকে আসা এবং শূণ্যতেই বিলীন হওয়া মানব জীবনের গুঢ় রহস্য। বিশেষ অনুরোধ: এ ব্লগে প্রকাশিত লেখাগুলো কপিরাইটের আওতাভূক্ত । লেখকের অনুমতি ছাড়া এখানে প্রকাশিত কোন লেখা কিংবা লেখার অংশ বিশেষ কেহ অন্য কোথাও প্রকাশ করলে বেআইনি কাজ হিসেবে বিবেচিত হবে। প্রয়োজনে লেখকের সাথে যোগাযোগ করুন।
বংশানুক্রমিক মাদুলি ফাঁস হয়ে গেঁথে আছে
নপুংশক ইচ্ছে কী করে উগলায়!
কাকাতুয়া হয়ে হেঁটে এলাম অর্ধজীবন
প্রথার চুমুতেই স্বপ্ন দেখে যাই
ইন্দ্রলোকের সারেগামায় বুঁদ হয়ে।
দিগন্তে চোখ রেখে শুধু শুধুই হাপিত্যেশ
\'সময় থাকতে সাধন করা হলো...
ধন্ধে ফেলে দেয় খোয়াবনামা
কে যেনো কবে বলেছিলো -
\'খোলাসায় কে কতোটুকু দ্যাখে!
পাথরেচাপায় পড়ে থাকে তাবদ গুঢ়।\'
নারীর শরীর ঘেটে ঘেটে
মোহ কেটে যায় -
ভেসে আসে মাংস, শুধুই মাংসের গন্ধ
তবু রয়ে যায় তালাশের নেশা।
\'পাপকে ঘৃণা করো, পাপীকে নয়\'
আমি যীশু নই
এক গালে চড় দিলে আরেক গাল পেতে দেবো, ভাবো কী করে?
রাষ্ট্র যখন খেলে কানামাছি
ইবলিশ-ঔরসের খাট্টাশেরা বেড়ে উঠে
আমিই আইন, আমিই কানুন
হয়ে গেছি নৈরাজ্যবাদি -
সময় তাতিয়ে...
সূর্যকিরণ বাড়িয়ে দেয় উষ্ণ হাত
দোলা লাগে মনে-
সালোকসংশ্লেষে সতেজ পাতা
আনে ভালোবাসা।
সময়ের ভ্রুকুঞ্চনে মানবের ভালোবাসা
শতাব্দির সিড়ি বেয়ে
আজ বড়জোর বিঘত খানেক।
কবরে বিছানো ঘাস-গালিচা জানে ভালোবাসা।
মাধবকুন্ডের উচ্ছল জলরাশি
সুখতানে পালকভেজা জোড়া পাখি
নেয়ে উঠে ক্ষণে ক্ষণে ।
জমাটবাঁধা ভালবাসা খুলে গেছে
প্রোষিতভতৃকার অলীক ইশারা -
সবুজ সমারোহে সোক্রেটিস হয়ে গেছে কবি।
সবগুলো পাথর উল্টে দেখেছি আমি
চাপাদুঃখ নকশা কেটে চলে -
হাসির ফুলকিতে বেড়ে উঠে আগাছা
মৌনবৃক্ষই করে পান হেমলক-নির্যাস।
উড়োহাওয়ায় পেয়ে যাবে খবর !
আমিও সেয়ানা কম কীসের
সরস আব্রুতে রেখেছি ঢেকে মন
কী করে জানবে তুমি -
হাবিয়া সলতে করেছে অঙ্গার ভেতরের বেবাক।
তোমাকে ভুলে আছি বেশ, জেনে তুমি সুখী হও ।
প্রান্তে ঝুলে আছি মৌরসিপাট্টার মোহে
অলখে অভিকর্ষ শূন্য হতে থাকে -
সূঁতা কেটে গেলে ছুটে আসে ম্যাজিক হাওয়া
চিহ্ন শুধু রেখে যায়
জীবন তবু খুঁজে জীবনের মানে
কবরের উপরে শুয়ে থাকে ঋণের পাহাড়
মাটির মায়ায় ভরহীন...
উচ্ছল বৃষ্টি ধোয়া নির্মল আকাশে আনকোরা রামধনুর বেনীআসহকলার জলছাপে উঠেছে ভেসে তোমার মুখ, বিমোহিত আমি পা্ঠালাম গোপন এস এম এস আকাশের ঠিকানায়
ঈশ্বর বলিলেন, তুমি এ হেন আব্দার করিও না, তুমি সহ্য করিতে পারিবে না অনন্ত সৌন্দর্যের অপার বিভা। এতদ্সত্ত্বেও অবুঝ বালক জেদে মুসা বলিলেন, \'হে প্রভু, হে আমার প্রিয়, সমস্ত সুন্দরের...
শহরটা ভুল এবং এলোমেলো, আমার হাতে ধরা দিগদর্শন
অলিন্দ গলিয়ে রেশমি চুড়ির ছোঁয়া
বড্ড অবেলায় তুমি খুঁজে পেলে ভুল মানব
কিংবা আমি।
ভুল রেওয়াজে হঠাৎ শুদ্ধস্বর ঢেকে দিলো যৌথ আকাশ
শহরের প্রবঞ্চনার কাহন মুলতবি রেখে...
ঈদের ছুটিতে ঢাকার চেহারায় ছিমছাম শান্তস্নিগ্ধ আবহ ফিরে আসে। আমার ভালো লাগে। রাস্তাঘাট ফাঁকা। রিক্সা দিয়েও শহরের একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে অনায়েসে ঘুরে বেড়ানো যায়। হাটে, বাজারে, রাস্তাঘাটে হট্টগোল নেই। ফুটপাথে...
মূর্খরা আর বিশ্বাস করে না, তবু আমি আছি -
There are more things in heaven and earth, Horatio,
Than are dreamt of in your philosophy.
মাইক্রোস্কোপে অশরীরিরা কি আর ধরা পড়ে! ঘোর অমাবশ্যায়...
আমাকে নিয়েই আমি চলে যাব
স্থাবর-অস্থাবর পিছু ফেলে বটবৃক্ষও যায় চলে
চেরাগ ঘুরালেও দৈত্য কি আর আসে ফিরে!
ছেনাল বৃষ্টি ভেজায় ভূমি
ধানের শীষ শুষে নেয় সারবত্তা
পোষ্টমর্টেমে কতোটুকু থাকে!
ইথার হাতড়ালে সুর খুঁজে পাবে -
মেঘের...
উচ্চলম্ফে সময় হাঁটছে জিগজাগ পথে
গজ-ফিতা পারে না ধরতে।
কচি কচি মুখ, কতো খোলামেলা
তবুও গোপন -
হাইব্রিডে হেসে উঠে বিশ্বায়ন মুখ।
©somewhere in net ltd.