নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাইত্তা সকল কুকুরেরা বাঙলার প্রধান শত্রু।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

হাসি =p~ উগাণ্ডার একটি জাতীয় সম্পদ (ছবি ব্লগ)

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৪৬


আজকের ছবি ব্লগটিকে আপনি হাসির ব্লগও বলতে পারেন। ছবি তুলেছেন আমাদের আমাদের একজন বাঙালি সেনাবাহিনী। ছবিগুলো উনার মিশনে থাকাকালীন সময়ের। কালো চেহারাওয়ালাদের স্বাভাবিকভাবেই আমরা এরিয়ে চলি, কিন্তু ওদের চেহারায়ও রয়েছে নির্মল হাসির প্রতিক। সেটারই এক পৃষ্টা তুলে ধরার ব্যর্থ চেষ্টাই আজকের ছবি ব্লগ। তো প্রথমে উগান্ডার একটি ঐতিহাসিক স্থান থেকেই শুরু করা যাক, পরে না হয় ওদের কালো প্রদীপের প্রাণখোলা রঙিন হাসি দেখে আমরাও একটু হাসলাম =p~ =p~ =p~
(১) উগান্ডার রাজধানী কাম্পালায় অবস্থিত। বুগান্ডার চার জন ‘কাবাকা’র (রাজা) সমাধিস্থল যা সিকাবাকার সমাধি নামে পরিচিত এটি। ২০০১ সালে ইউনেস্কো সমাধিক্ষেত্রটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে।

(২) সমাধিক্ষেত্রটির ভেতর। যে চারজন কাবাকাস এখানে শায়িত তারা হলেন : (১) প্রথম মাতিসা (২) দ্বিতীয় মুয়াঙ্গা (৩) দ্বিতীয় দাউদি চাও (৪)স্যার এডোয়ার্ড মাতিসা

(৩) দুটি কালো প্রদীপ

(৪) আরো দুটি প্রদীপ এড হয়েছে, শুরু হয়েছে আলোকরশ্মি বিচ্ছুরণ :)

(৫) এখন আর কে আটকায়! কালো প্রদীপের রঙিন হাসি! উগান্ডাবাসীর কালো বেশি :)

(৬) এই চেলপি হপে, সবাই কাতারবন্দি হো! মিয়া, ক্যামেরা ঠিক কইরা ধরেন! ভেজিটেবল (ডেজিটাল) পোজ নিব!

(৭) লে হালুয়া! ক্যাটারিনা কই গেলা! ;)

(৮) লুডু খেলায় মগ্ন উগান্ডার একজন মহিলা।


স্বল্পক সাহায্যে : উইকিপিডিয়া

মন্তব্য ৫২ টি রেটিং +৯/-০

মন্তব্য (৫২) মন্তব্য লিখুন

১| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:৫৫

ইব্‌রাহীম আই কে বলেছেন: ১ম ও ৬ষ্ঠ ছবিটা সুন্দর হয়েছে। ছবি ব্লগে ভিন্ন ভিন্ন রকমের ছবি দিলে ব্লগটা আরো বেশি আকর্ষণীয় হয়।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:২৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ১ম ও ৬ষ্ঠ ছবিটা সুন্দর হয়েছে
জানানোতে ধন্যবাদ। ভাল লাগলো গঠনমূলক প্রথম মন্তব্যে। হ্যা, আমি জানি মাঝেমধ্যে একটু ভিন্ন রসের ছবি দিলে ভাল হয়, আর তাই প্রথম দু'টি ছবি শিরোনামের থেকে বাহিরে চলে গেছে।

শুভ সকাল, ভাল থাকুন সবসময়।

২| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৫

পদাতিক চৌধুরি বলেছেন: ব্যতিক্রমী ছবিগুলো বেশ ভালো লাগলো ।


শুভকামনা রইল ।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ চৌধুরি সাহেব,
আপনার মন্তব্য ভাল লাগলো, ষুভসকাল।

তারপর আপনার দিনকাল কেমন যাচ্ছে?

৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৩৭

চাঁদগাজী বলেছেন:



মৃতদের জন্য রাজকীয় ঘর, জীবিতরা ভাংগা ঘরে; বুঝা যাচ্ছে যে, ওখানকার মানুষের বুদ্ধি কম।

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

মৃতদের জন্য রাজকীয় ঘর, জীবিতরা ভাংগা ঘরে; বুঝা যাচ্ছে যে, ওখানকার মানুষের বুদ্ধি কম।

:) :) :) ;) ;) ;) =p~ =p~ =p~ =p~ =p~

হাস্যরসে টাইটম্বুর একটা কথা বললেন, যার পুরাটাই বাস্তব। তবে ওদের গর্বিত অনেক ইতিহাস আছে।

আপনার চোখের কী অবস্থা?

৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৪৯

হাবিব বলেছেন: আমি ছবি গুলো দেখতে পারতেছি না? ঘটনা কি?

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কন কী?

একটা স্কিন শট দেন তো!

৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫২

আবু তালেব শেখ বলেছেন: চঁাদগাজি সাহেবের চিন্তাভাবনার মত যদি আমাদের নেতা খেতারা ভাবতো তাহলে অনেক উন্নত হত দেশ।

আপনার ফটো কালেকশন প্রসংশনীয়

২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ৯:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আবু তালেব শেখ বলেছেন: চঁাদগাজি সাহেবের চিন্তাভাবনার মত যদি আমাদের নেতা খেতারা ভাবতো তাহলে অনেক উন্নত হত দেশ।
আমাদের নেতা খেতারা ধান্ধাবাজি নিয়ে এত ব্যস্ত যে এখন আর অন্য দিকে সময় দিতে চায় না! যদি একটু সময় ব্লগে কাটাতো, তাহলে বুঝতে পারতো জনগণের প্রতিক্রিয়া, শিখতে পারতো জনগণের থেকে অনেক কিছু; তাদের শুভবুদ্ধির উদয় ঘটুক।

এমন সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৭

কলাবাগান১ বলেছেন: কালোদের আমরা 'এড়িয়ে' চলি????? কেন??? ৬ং এ যিনি সেলফি তুলছেন তিনি তো মায়াবী শিশুগুলো থেকে ও বেশী কালো...আপনি কি উনাকেও এড়িয়ে চলেন????

গায়ের রং দিয়ে মানুষ বাছ-বিচার করার যুগ এর সময় ঘনিয়ে আসছে...কালার ব্লাইন্ড হন ....

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আরে মিয়া আমি নিজেও কালো, আমি তো যারা এরিয়ে চলে তাদেরকে একথাগুলো বলেছি!

যাক, আপনি যে উলটা বুঝলেন সেজন্য ধন্যবাদ।

৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:০৮

হাবিব বলেছেন:

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি কমিটিকে আপনার স্কিন শট দয়ে ম্যাসেজ করেছি, আশাকরি দ্রুত সমাধান হবে!

সমাধান হলে জানাবেন!

৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:১৪

প্যালাগোলাছ বলেছেন: এই অবস্থা ।

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হ্যা, এইও ই তো দেখছি অবস্থা!

মন্তব্যে ধন্যবাদ

৯| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:০৮

টিয়া রহমান বলেছেন: প্রথম ছবিটা আসলেই অনেক সুন্দর হয়েছে

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আসলেই?

আপনার কাছে সুন্দর লেগেছে জেনে ভালই লাগলো। আমার ব্লগবাড়িতে আপনাকে স্বাগতম।

ভালো থাকুন সবসময়।

১০| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:১৭

নজসু বলেছেন: পৃথিবীর সব শিশুর হাসিই নিষ্পাপ।

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সে কালো হোক কিংবা লাল, তাদের রঙিন আলোতে প্রজ্বলিত হয় রাত, দুপুর, সকাল।

মন্তব্যেরজন্য ধন্যবাদ

১১| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৩২

উদাসী স্বপ্ন বলেছেন: বাংলাদেশীদের এই একটা পারসেপশন দারুন সেটা হলো নিজের চেহারা কালু আফ্রিকান ফেললে আবার আফ্রিকানদের কালু বলে। অবশ্য এদের মন এতই খারাপ যে নিজের মেয়ে কালো হলে তাকেও পুরো সমাজ শুদ্ধ ভর্তসনা বর্নবাদী আচরন করতে ভুলে না সেখানে এটা অতি সাধারন।

এরকম ইঙ্গিতপূর্ন বর্নবাদী পোস্ট আমাকে উৎসর্গ করা হলো দেখে ব্যাথিত হলাম।

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:০৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাংলাদেশীদের এই একটা পারসেপশন দারুন সেটা হলো নিজের চেহারা কালু আফ্রিকান ফেললে আবার আফ্রিকানদের কালু বলে।
এদের মন এতই খারাপ যে নিজের মেয়ে কালো হলে তাকেও পুরো সমাজ শুদ্ধ ভর্তসনা বর্নবাদী আচরন করতে ভুলে না সেখানে এটা অতি সাধারন।

কথাগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। আসলে আমাদের অবস্থা এর চেয়ে আরো খারাপ!
আমরা শিক্ষিত হয়েও এগুলো ছাড়তে পারি না!

হু, তারপর কথা হল, আমি এদের পবিত্র হাসিকে ব্যঙ্গ করছি না যে আপনি ব্যথিত হবেন। যাই হোক আপনি না বুঝে থাকলে বা আমার বুঝাতে সমস্যা হলে দুঃখিত :) আপনি বললে উৎসর্গ উঠিয়ে নিতে পারি ;)

শুভকামনা আপনার জন্য

১২| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ১২:৪১

আরোগ্য বলেছেন: ছবি ব্লগ ভালো লাগলো। উৎসর্গে আনন্দ পেলাম।

২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:১০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ছবি ব্লগ ভালো লাগলো জেনে আমারো ভাল লাগলো। তবে আমি উৎসর্গের চেয়ে উগান্ডার শিশুদের পবিত্র চেহারা দর্শনে বেশি আনন্দ ও পবিত্রতা লাভ করেছি!

ধন্যবাদ প্রিয়।

১৩| ২৮ শে অক্টোবর, ২০১৮ দুপুর ২:৩৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কালো সেতো কালো নয়।
যেন জগতের আলো।
++++++

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কালো সেতো কালো নয়। 
যেন জগতের আলো।

মন্তব্যটা এতই ভাল লেগেছে যে, ইচ্ছে করছে লেখাটা শিরোনামে এড করে দেই!

আপনার প্লাসে আমি মুগ্ধ প্রিয়.

১৪| ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৫:৪৫

আখেনাটেন বলেছেন: বিশ বছর পরে এদের কেউ হয়তবা ইউরোপের ফুটবল মাঠ কাঁপাবে।

শিশুদের জন্য রইল অপরিসীম ভালোবাসা। সাথে সেনাসদস্য ভাই ও আপনার জন্যও রইল শুভেচ্ছা চমৎকার ছবিগুলোর জন্য।

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বিশ বছর পরে এদের কেউ হয়তবা ইউরোপের ফুটবল মাঠ কাঁপাবে। 
এমনটাই যেন বাস্তব হয় প্রিয়। তাদের প্রতি আপনার নির্মল ভালবাসার জন্য অসংখ্য ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা আপনার জন্য।

১৫| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:০৭

মোঃ মাইদুল সরকার বলেছেন:
আপনার প্রতিউত্তর ও আমার খুব ভাল লেগেছে জনাব।

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ফিরে এসে মন্তব্য করে মুগ্ধ করলেন। আই ল্যাভু ভায়া! ;)

১৬| ২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪১

তারেক ফাহিম বলেছেন: ৩ নং মন্তব্যটি যথার্থ মনে হচ্ছে।

২৮ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাঁদগাজী ভায়ার মন্তব্য বলে কথা!
যথার্থই বটে।

১৭| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:০০

সুমন কর বলেছেন: হাসিগুলো আসলেই সুন্দর, প্রদীপ কালো হোক আর সাদা হোক......আলো জ্বলবেই !!


* মজিলাতে ছবিগুলোতে দেখতে পারছি না কিন্তু ক্রোমে ঠিক দেখা যাচ্ছে......

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুমন ভাই, আমি মোডারেটরদের টেক্সট করেছি, আশাকরি বিষয়টা দ্রুত সমাধান হয়ে যাবে।

হাসিগুলো আসলেই সুন্দর, প্রদীপ কালো হোক আর সাদা হোক......আলো জ্বলবেই !! 
আসলেই কত পবিত্র হাসি।

মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাই।

১৮| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৪

পদাতিক চৌধুরি বলেছেন: প্রতি মন্তব্যে আবার আসা প্রিয় তাজুল ভাই । আলহামদুলিল্লাহ ভালো আছি। আশাকরি আপনিও উপরওয়ালার কৃপাই ভালো আছেন ।
শুভকামনা ও ভালোবাসা রইলো ।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৩৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের আশায় আমি চমৎকার আছি।

ফিরে এসে মন্তব্য করায় অসম্ভব ভাল লাগছে।

১৯| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:১৮

কথাকথিকেথিকথন বলেছেন:





স্নিগ্ধ সুন্দর হাসি। চমৎকার ছবিগুলো।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার নিকটা আমার এক দুস্তরে দেখাইলাম! সে পড়তে গিয়ে দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ করলো; সেই সূত্রে আপনি অভিযুক্ত!

আসলেই এই হাসিগুলো অতিস্নিগ্ধ ও পবিত্র।

মন্তব্যে ধন্যবাদ প্রিয় :)

২০| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৮:৪৮

রাজীব নুর বলেছেন: মজার পোষ্ট।
ধন্যবাদ আপনাকে।
এই রকম পোষ্ট আরও দিবেন।

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই,
ইনশাআল্লাহ চেষ্টা করবো..

আপনি আজ খুব দেরিতে আসলেন!

২১| ২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫০

রাকু হাসান বলেছেন:


হাহাহা ,ভাই কি উগাণ্ডা প্রবাসি ? ;) হাস্যরস পেলাম B-)

২৮ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: না ভাইটি! ঐদিকে যাওয়ার পাসপোর্ট নাই! :(
তোমার মন্তব্যে হাস্যরস প্রবাহমান;) :) :)

মন্তব্যের জন্য ধন্যবাদ

২২| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:১৬

ওমেরা বলেছেন: হাবীব স্যারের মত আপনার ছবি গুলো আমিও দেখতে পারি নাই। :|

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৩০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি ওদেরকে এ বিষয়ে দু'টি ম্যাসেজ করেছি প্রিয় বোন, আপনারটা নিয়ে তিনটা ম্যাসেজ হল, আশাকরি মোডারেট একটু চেষ্ট্ব করবেন!

এই সমস্যার জন্য আমি অত্যন্ত দুঃখিত!

২৩| ২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ১:৫৭

উদাসী স্বপ্ন বলেছেন: আমার কাছে এগুলো বর্নবাদীই মনে হচ্ছে। আমরা সবাই মানুষ এর মধ্যে সাদা কালো কি! তবে হ্যা জঙ্গি পেডোফাইল জামাত এদেরকে মানুষ মনে করি না।

প্লিজ উৎসর্গটা উঠিয়ে দিন। অথবা পোস্ট এডিট করে কালু শব্দটা ওঠান

আফ্রিকান ইউজ করুন। অনুরোধ

২৯ শে অক্টোবর, ২০১৮ রাত ২:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বুঝলাম না! আপনি এটাকে এভাবে নিচ্ছেন কেন? আমি বর্ণবাদ প্রকাশ বা মজা করার জন্য এটা পোস্ট করিনি! আপনি এদের হাসি দেখুন, দেখুন কত পবিত্র হাসি। আমি নিজেও এদের মত কালো, এদের মতই আমি হাসতে চেষ্টা করি, পারি কিন্তু সেটা পবিত্র হয় না! তাই আমি এদের হাসি দেখে তৃপ্ত থাকতে চেষ্টা করি। দেখুন, কালো শব্দ আমার কাছে কোন ব্যঙ্গাত্মক শব্দ নয়!
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
কালো সেতো কালো নয়। 
যেন জগতের আলো।
আপনি সবার মন্তব্য দেখুন, এখামে কেউ কালোকে নিয়ে ব্যঙ্গাত্মক রস নিচ্ছে না। ধন্যবাদ।

২৪| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:২৩

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: উগান্ডার লোকজন ভাল। আমি ছিলাম ৬ মাস ওখানে...

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেখুন বাচ্চাদের নির্মল ও পবিত্র হাসি।
আসলে প্রত্যেক দেশেই ভাল মানুষ আছে, কোন দেশে তাদের পরিচয় ফুটে ঊঠে না, আবার কোথায় ফুটে উঠে।

মন্তব্যের জন্য ধন্যবাদ

২৫| ২৯ শে অক্টোবর, ২০১৮ সকাল ১০:৪৮

হাবিব বলেছেন:

২৯ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হাবিব ভাই,
মোডারেট কর্তৃপক্ষ জানিয়েছেন, এটক আমার সমস্যা না! যাদের মোবাইল বা পিসিতে এটা শো করছে না, এটা তাদের সমস্যা! আর হ্যা, আপনাদেরকে যোগাযোগ করতে বলেছেন ;)

আপনাককে অনেক ধন্যবাদ ভাই।

২৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৬

মাহের ইসলাম বলেছেন: ভালো লেগেছে।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.