নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাইত্তা সকল কুকুরেরা বাঙলার প্রধান শত্রু।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

গণতন্ত্র তুমি কই? 

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:২৭


আমি খুব অবাক হই যখন দেখি, কিছু মানুষ ঐক্যফ্রন্টকে নিয়ে হাসি-ঠাট্টা করে। গণতান্ত্রিক দেশে বসবাস করার কারনে আপনি অবশ্যই আপনার মত প্রকাশের স্বাধীনতা রাখেন, হোক তা স্বৈরতান্ত্রিক। কিন্তু অন্যের গণতান্ত্রিক দাবীগুলোকে নিয়ে হাসিঠাট্টা ও বিরোধীতা করার অধিকার তো আপনাকে দেয়া হয়নি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল ঐক্যফ্রন্টের সাথে দ্বিতীয় দফা সংলাপ থেকে বের হওয়ার পর বলেন, বিএনপি সংসদ ভেঙে দিয়ে নির্বাচন চাইছে।
"পুরো রাত লাইলি মজনুর কিচ্ছা শুনে সকালে উঠে জিজ্ঞেস করে, লাইলি পুরুষ না মহিলা!" উবায়দুল কাদের সাহেবের কথায় এর কিছু সাদৃশ্য রয়েছে। প্রায় তিন ঘণ্টা ঐক্যফ্রন্টের সাথে সংলাপের পর গুণগান (!) করছেন বিএনপির।

আমাদের দেশে চলমান কোন রাজনৈতিক দলেরই অবস্থানই সমর্থন যোগ্য নয়। ঐক্যফ্রন্টের যাত্রায় অনেকের মধ্যে আশা জেগেছিল, তাও আর রক্ষা হল না! প্রধানমন্ত্রী তাদের দাবীগুলোকে গণতান্ত্রিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা না করে বিএনপির দাবী হিসেবেই দেখছেন বলে মনে হচ্ছে, যা গণতন্ত্রের জন্য বিরাট হুমকি। কাদের তো রীতিমত ঐক্যফ্রন্টকে বিএনপি বলেই জ্ঞান করছেন। যদি এইরকমভাবে চলতে থাকে তাহলে তো আর এদেশে গণতন্ত্র টিকলো না; টিকলো গণতন্ত্রের নামধারী অন্য কিছু...



ছবি কৃতজ্ঞতায় : গুগল

মন্তব্য ৬৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৩৪

মাহমুদুর রহমান বলেছেন: পড়লাম।

০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ।
পড়লেন তো ভাল কথা, এ বিষয়ে আপনার গঠনমূলক মন্তব্য প্রকাশ করুন; যেখান থেকে আমরা আরো কিছু জানতে পারি।

২| ০৮ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮

এস এম ইসমাঈল বলেছেন: গনতন্ত্রের বোতলে ষড়যন্ত্র। এটা কাদের গং দের নতুন পলিসি।

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
যে পানি দিয়ে ভূত তাড়ানো হবে সেই পানিতেই ভূতের বাস!
আসলে বিষয়টা এর চেয়েও কঠিন। এরা গণতন্ত্র প্রতিষ্ঠা ও রক্ষার নামে পরিবারতন্ত্র চালিয়ে যাচ্ছে। আর আমরা শ্লোগান দিচ্ছি গণতন্ত্রের।
দেখুন, অপর্ণা সেন বলেছেন: দেশে গণতন্ত্র আছে বলেই আপনি এসব লিখতে পারছেন। দেখছেন গণতন্ত্র! অথচ উনি মনে হয় জানেন না, এটা পরিবারতন্ত্র টিকয়ে রাখার একটা ফাঁক...

৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:২৪

চাঁদগাজী বলেছেন:


আপনি লিখেছেন, "অন্যের গণতান্ত্রিক দাবীগুলো নিয়ে হাসিঠাট্টা ... আপনাকে দেয়া হয়নি"।

-ড: কামালের ৭ দফা দাবী গণতান্ত্রিক কিনা? আপনি ১ম দফা, "বেগম জিয়ার মুক্তি" চাওয়া গণতান্ত্রিক কিনা?

০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেখুন, ১ম দফায় শুধু বিএনপি প্রধানের কথাই আসেনি, এখানে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীর কথা বলা হচ্ছে। অবশ্য ঐক্যফ্রন্টে বিএনপির মানুষগুলো একটু চাপ দিচ্ছে বলে ড. কামাল এই বিষয়টার সমাধান নিয়ে একটু বেশি কথা বলছেন।

এগুলো ছাড়াও কিন্তু আরো কতেকটি দফা সরকার প্রত্যাখ্যাত করেছে, আপনি আমেরিকায় থাকেন, আফসোস যদি আপনি কিছুদিনের জন্য বাংলাদেশের রাজনৈতিক মাটে আসতেন তবে দেখে নিতেন বাঙলার রাজনীতি আজ কতটা অধঃপতনের দিকে

৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৬

অপর্ণা সেন বলেছেন: দেশে গণতন্ত্র আছে বলেই আপনি এসব লিখতে পারছেন।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
দেশে গণতন্ত্র আছে বলেই আপনি এসব লিখতে পারছেন না হয়ে হওয়া উচিৎ ছিল, দেশে গণতন্ত্রের নামে পরিবারতন্ত্র আছে বলেই আপনি এসব লিখতে পারছেন।

৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৪৯

রাজীব নুর বলেছেন: আজ সন্ধ্যায় ইসি তফসিল ঘোষনা করবেন।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ২৩শে ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ হবে বলে ঘোষণা এসেছে ভাই, তাও আবার সীমিত আকারে দুর্নীতি সহকারে।

৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৬

ইফতেখার ভূইয়া বলেছেন: গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:


 গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক


বিশাল বড় এক ডাক, পরিবারতন্ত্র নিপাত যাক
.

৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৫৭

সেলিম৮৩ বলেছেন: আব্রাহাম লিংকনের সাথে বৈঠকের দরকার। তাহলে বোঝা যাবে কোনটা গনতান্ত্রিক আর কোনটা অগনতান্ত্রিক।

"অমুকের মুক্তি চাই"
প্রচারে: অমুক এলাকার জনগন।
কিন্তু জনগন আছে খাতা কলমে।
অবৈধ চাওয়া সেটা সংখ্যাগরিষ্ঠ হলেও অবৈধ।
নির্দলীয়ভাবে যদি বলা হয় তাহলে বলতে হবে বিএনপির জনসমর্থন বেশি। কিন্তু সাংগঠনিক শক্তি দূর্বল।
সরকার কেন ঝুকির মধ্যে যাবে? ..........

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: খাটি বিএনপিওয়ালা একটি কথা বলেছেন, তবে আমার মনে হয় না সুষ্ট নির্বাচন হবে। নির্বাচনের তো ঘোষণা এলো, কিন্তু দেখে নিয়েন, বিএনপির জন্য আরো বিপদ আছে।

৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৪

চাঁদগাজী বলেছেন:


আসলে, বিএনপি'কে নির্বাচনে অংশ গ্রহন করতে না দেয়াই একটা গণতান্ত্রিক পদক্ষেপ।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ওয়াও! কী কন মিয়া?

আপনি একজন সচেতন দেশপ্রেমিক, আপনার থেকে এমনটা অনাকাঙ্ক্ষিত! একজন বা দু'জনের কারণে পুরো একটা দলকে নির্বাচন থেকে দূরে রাখা কখনোই গণতান্ত্রিক নয়!

৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:০৮

নীল আকাশ বলেছেন: ৫ই জানুয়ারির মতো নির্বাচনের পরেও দেশে আপনি গনতন্ত্র চান? বলেন কি? ঐ ব্যাটা তো মরে কবে ভূত হয়ে দেশ ছেড়ে চলে গেছে! এই সংলাপ গুলি হচ্ছে জনগনের সাথে তামাশ ছাড়া আর কিছু না! সব শেষ হবে বিচার মানি কিন্তু তালগাছটা আমার!

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ব্লগার বিচার মানি তালগাছ আমার ভাইয়ের কথা বলছেন তো! হু উনি এমনই! নিজ স্বার্থে সকল পবিত্রতাকে অপবিত্রতার সার্টিফিকেট দিতে মোটেও পিছ পা হন না!

তা যাই হোক, এবারের নির্বাচনে যে দল জয় পাবে সেই কিন্তু পূর্ণ জয়ী! বাকি দলগুলোর জন্য হবে একটা কেয়ামত।

১০| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:১৩

নীল আকাশ বলেছেন: একজন এসেছে আবার কাকে অংশ গ্রহন করতে দেয়া যাবে সেটার উপদেশ দিতে? কি বিচিত্র এই দেশ আর কি উন্মাদ এদের চিন্তাধারা! গনতন্ত্র মানে কি এটা জিজ্ঞেস করুন? বাকশালের রেশ মনে হয় এখনো কাটে নি?

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
চাঁদগাজী আপনার ৫জানুয়ারির সাথে ১৫ আগষ্ট তুলনা করেছেন! আপনি তুষ্ট তো ;)

১১| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:২৭

সাইন বোর্ড বলেছেন: বাঁশের চেয়ে মনে হ্চ্ছে এখানেও কঞ্চি বড় হয়ে গেছে ।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কেমনে কী!

মন্তব্য করার জন্য ধন্যবাদ।

১২| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২

চাঁদগাজী বলেছেন:


নীল আকাশ বলেছেন, " ৫ই জানুয়ারির মতো নির্বাচনের পরেও দেশে আপনি গনতন্ত্র চান? বলেন কি? "

-ব্লগার নীল আকাশ ৫ই জানুয়ারীর নির্বাচনের কথা বলেছেন; ১৯৭১ সালের ১৫ই আগষ্টের নির্বাচনের কথা উনি ভুলে গেছেন; সমস্যা হলো, ১৯৭১ সালের ১৫ই আগষ্টের নির্বাচনের কথা শেখ হাসিনা ভুলেনি!

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাঁদগাজী ভাই, ১৩ নং মন্তব্যে ব্লু হুয়েল আপনাকে একটা প্রশ্ন করেছেন, উনার উৎসুক দূর করে একটু ব্যাখ্যা করে দেন না ভাই! ;)

১৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৪

ব্লু হোয়েল বলেছেন:
চাঁদগাজী বলেছেন:
নীল আকাশ বলেছেন, " ৫ই জানুয়ারির মতো নির্বাচনের পরেও দেশে আপনি গনতন্ত্র চান? বলেন কি? "
-ব্লগার নীল আকাশ ৫ই জানুয়ারীর নির্বাচনের কথা বলেছেন; ১৯৭১ সালের ১৫ই আগষ্টের নির্বাচনের কথা উনি ভুলে গেছেন; সমস্যা হলো, ১৯৭১ সালের ১৫ই আগষ্টের নির্বাচনের কথা শেখ হাসিনা ভুলেনি! ????
১৯৭১ সালের ১৫ই আগস্টে কোন নির্বাচন হয়েছিল ব্যাখ্যা থাকলে ভাল হত ।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চাঁদগাজী ভাইককে আপনার কথা বলেছি, দেখা যাক কী হয়? অপেক্ষায় থাকেন! (আপনি আমার কাছে জানতে না চেয়ে চাঁদগাজী ভাইয়ের কাছে জানতে চেয়েছেন দেখে উনি হয়ত এখন আশাতীত ব্যাখ্যা দিবেন!

১৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৩

আরোগ্য বলেছেন: রাজনীতির ব্যাপারটা আমি এড়িয়ে চলি। সৈয়দ ভাইয়ের পোস্ট তাই আসলাম।
এসব ব্যাপারে আমার জ্ঞান কম তবুও বলছি ঐক্যফ্রন্টকে একবার সুযোগ দেয়া দরকার। হয়তো নতুন কিছু পাবো।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেটাই ভাই,

বারংবার দুই পরবার আমাদের চুষে খেয়েছে, একবার এই নতুনদের দেখি না কেমন করে। তবে ভাই, রাজনীতি বড় মজার জিনিষ, এলই সাথে টক জাল মিষ্টি ;)

নির্বাচন তপ ২৩ তারিখ, দেকখা যাক কী হয়!

১৫| ০৮ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪১

ঢাবিয়ান বলেছেন: ঐক্যফ্রন্ট যদি তাদের নিরপেক্ষ অবস্থান ধরে রাখতো তবে তারা অনেক শক্তিশালী অবস্থানে থাকতে পারত। বিএনপি ঐক্যফ্রন্টে যোগ দেয়া একটি দল মাত্র।বিএনপির কাছে ঐক্যফ্রন্টের মুল নেতাদের এইটা পরিস্কার করা উচিৎ ছিল যে , ঐক্যফ্রন্টের কথায় চলতে হবে বিএনপিকে। কিন্তু বাস্তবে দেখা গেছে বিএনপি ঐক্যফ্রন্টের নেতৃত্ব ছিনতাই করে ঐক্যফ্রন্টের নেতাদের বাধ্য করছে বিএনপির শিখিয়ে দেয়া কথা বলতে।
বিরোধি দল হিসেবে বিএনপিকে এই সরকার পরাস্ত করেছে বহু আগেই। ডঃ কামালের মত ব্যক্তি এই সহজ সাধারন বিষয়টা বুঝতে না পারায় আজ বিএনপির মুখপাত্র ঐক্যফ্রন্ট বিএনপির মতই মুখ থুবরে পড়েছে।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এও ভয়টা তখনই হয়েছিল, যখন মির্জা ফখরুলকে দায়িত্ব দেয়া হয়েছিল! এরপর, সব ব্যাপারে বিএনপির নেতাদের বাড়াবাড়ি!

ড.কামাল খুব সুন্দরভাবেই এগুচ্ছিলেন, কিন্তু মধ্যপথে বিএনপির প্রভাব তার ক্ষমতাকে ক্ষীণ করতে বসেছে। এখনো সময় আছে, যদি তিনি যুক্তফ্রন্টকে বিএনপির প্রভাবমুক্ত করে নিজের মত করে সাজাতে পারেন তবে সফলতা নিশ্চিত। এখনো জনগণ উনালে সম্মান করছে। এখন প্রয়োজন কেবল সুষ্ঠু নির্বাচন, যদিও ইভিএম দুর্নীতি করতে আমাদের সহায়ক হচ্ছে। এখানেও যুক্তফ্রন্টের একটি দাবী হত্যা করা হয়েছে।

১৬| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২

এস এম ইসমাঈল বলেছেন: আজ সন্ধ্যায় গণতন্ত্রের ফাঁসির আদেশ জারি করা হবে। কি এখন খুশী?

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হয়েগেছে, শুনেননি?

২৩ তারিখ ইভিএমের সহায়তায়। সাথে থাকুন, সুখে থাকুন :(

আফসোসের রাজনীতি

১৭| ০৮ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৬

নীল আকাশ বলেছেন: চাঁদগাজী বলেছেন: নীল আকাশ বলেছেন, " ৫ই জানুয়ারির মতো নির্বাচনের পরেও দেশে আপনি গনতন্ত্র চান? বলেন কি? "
-ব্লগার নীল আকাশ ৫ই জানুয়ারীর নির্বাচনের কথা বলেছেন; ১৯৭১ সালের ১৫ই আগষ্টের নির্বাচনের কথা উনি ভুলে গেছেন; সমস্যা হলো, ১৯৭১ সালের ১৫ই আগষ্টের নির্বাচনের কথা শেখ হাসিনা ভুলেনি! ????

১৯৭১ সালের ১৫ই আগস্টে কোন নির্বাচন হয়েছিল ব্যাখ্যা থাকলে ভাল হত জানতে চেয়েছেন একজন ব্লগার।

উনি না বুঝেই এই রকম আবোল তাবল রাজনৈতিক মন্তব্য করেন, এইটা আর নতুন কিছু না, বেহায়া একচোখা শিয়ালের মতো নির্লজ্জ মানুষ হলে যা হয় আরকি? কয়েকদিন আগে তাকে তার একটা এরকমই ফালতু লেখায় না জেনে বেকুবের মতো কথা বলতে মানা করে এসেছিলাম, লাভ হয়নি কোন। এর অবস্থা হলো বেকুব কাকের মতো, সাবান চুরি করে পালিয়ে যেয়ে চোখ বন্ধ করে খোলা জায়গায় রেখে মনে করে আমি অন্ধ তো দুনিয়াটাই অন্ধ। কিন্তু সমস্যা হচ্ছে, উনি যে পর্যায়ের বেকুব টাইপের মন্তব্য করেন, সে পর্যায়ে কারো কখনো যাওয়া সম্ভব না।
ধন্যবাদ।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেখুন, সমালোচনা করুন গঠনমূলক। কারো উপর ব্যক্তিগত আক্রমণ ও অশৈল্পিক শব্দপ্রয়োগ কখনো ভাল নয়। ইহা ব্লগের নীতিমালার বাহিরে। (আমি রিপোর্ট করছি না) 

আমি ইতিপূর্বে চাঁদগাজী ভাইকে এর একটা সুন্দর ব্যাখ্যার জন্য অনুরোধ করেছিলাম। উনি ২১তম মন্তব্যে এর জবাব দিয়েছে। দেখে গঠনমূলক সমালোচনা করতে পারেন! ধন্যবাদ।।

১৮| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:৩২

শাহারিয়ার ইমন বলেছেন: ঐক্যফ্রন্ট জাতিকে হতাশ করেছে ,আর বিএনপির কথা নাই বলি

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ঐক্যফ্রন্টের এখনো সময় আছে। তারা চাইলে তাদের আগের জায়গায় ফিরে যেতে পারে। তাদের উচিৎ জনগণকে বুঝানো। জনগণকে সাথে নিয়েই তারা অনেক কিছু করতে পারবে। একটা কথা অনেককে বলতে শুনছি, এবার যদি ঐক্যফ্রন্ট ছাড়া অন্য কোন দল ক্ষমতায় যায়, তবে দেশে স্বৈরতন্ত্র ঘোষিতভাবে কায়েম হবে। জানি না, কথা কতটুকু বাস্তবস্ত।

১৯| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:০৯

হাবিব বলেছেন: গণতন্ত্র মুক্তি পাক........

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ হাবিব ভাই,
জনগণের একজন ব্লগার ইফতেখার ভূইয়া, তিনিও বলেছেন:
 
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
 গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক 
গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক।

২০| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৩

নজসু বলেছেন: কেমন আছেন?

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ৯:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আলহামদুলিল্লাহ ভাই ভালই আছি।

আপনি কেমন আছেন?

২১| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩২

চাঁদগাজী বলেছেন:


ব্লু হোয়েল বলেছেন:, " চাঁদগাজী বলেছেন:
নীল আকাশ বলেছেন, " ৫ই জানুয়ারির মতো নির্বাচনের পরেও দেশে আপনি গনতন্ত্র চান? বলেন কি? "
-ব্লগার নীল আকাশ ৫ই জানুয়ারীর নির্বাচনের কথা বলেছেন; ১৯৭১ সালের ১৫ই আগষ্টের নির্বাচনের কথা উনি ভুলে গেছেন; সমস্যা হলো, ১৯৭১ সালের ১৫ই আগষ্টের নির্বাচনের কথা শেখ হাসিনা ভুলেনি! ????
১৯৭১ সালের ১৫ই আগস্টে কোন নির্বাচন হয়েছিল ব্যাখ্যা থাকলে ভাল হত । "

-টাইপো আছে, আমি ১৯৭৫ সালের হত্যাকান্ডকে ( মিলিটারীর নির্বাচন হিসেবে ধরে নিয়ে) বুঝাতে চেয়েছি। শেখ হাসিনার সব হিসেবে নিকেশে ১৯৭৫ সালের হত্যাকান্ড থাকে।

০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মাঝেমধ্যে কী মনে হয় জানেন! মনে হয়, ১৫ আগস্টের ফজিলতে দেশটা এখন পুরাই হিংসের বলী!
গণতন্ত্রের নাম ধরে বিএনপির পর আওয়ামীলীগ জনগণকে চরম পরিমাণে অসান্তিতে রেখেছে। ড. কামালের উপর জনগণের বিশ্বাস জন্মাতে শুরু করেছিল কিন্তু সরকার পক্ষের মিডিয়া ও সরকার কর্তৃক যুক্তফ্রন্টকে বিএনপি জ্ঞান করে খুবই সুকৌশলে যুক্তফ্রন্টকে অকেজো করে দেয়ার চেষ্টা পুরোধমে চলছে।

২২| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন: আমি রাজনীতি সম্পর্কে খুব একটা ভালো জানি না। কিন্তু, ইদানিং জানতে চেষ্টা করছি।

আমার খুব কৌতূহল হয় এটা জানতে যে, ডঃ কামাল হোসেন আওয়ামী লিগকে নিয়ে জোটের চেয়ে বি,এন,পি-কে নিয়ে কেন বেশি জোট করতে আগ্রহী হলেন?

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: উমার সাত দফা দেখলেই বুঝিতে পারবেন শাইয়্যান ভাই। তবে আপনার এই রাজনৈতিক জ্ঞানপিপাসা অনেক ভাল। দু'আ থাকলো কিছু রিসার্চ করার জন্য

২৩| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৪

বিচার মানি তালগাছ আমার বলেছেন: ৯ নং মন্তব্যে নীল আকাশ আমার কথা বলেননি। আপনি না বুঝেই মন্তব্য করেছেন...

গণতন্ত্র ২০১৪ সালের ৫ জানুয়ারী মারা গিয়েছে। তবে সব কিছুর শেষ আছে। এই দুঃশাসনেরও শেষ হবে একদিন...

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১:৫৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি জানি আপনি এমনটা বলবেন! তা যাই হোক। ধন্যবাদ।


হ্যা, সব কিছুর শেষ আছে। এই দুঃশাসনেরও শেষ হবে একদিন...

আশাছিল ড.কামালের মাধ্যমেই এর উচিৎ কিছু হবে, কিন্তু সুকৌশলে এটাকে ওরা এড়িয়ে গেল, বিএনপি উপাধি লাগিয়ে দিল।

২৪| ০৮ ই নভেম্বর, ২০১৮ রাত ১১:৫৬

রাফা বলেছেন: ঐক্যফ্রন্টের দাবি পুরন হয়েছে প্রথম দিনের সংলাপেই।কিন্তু বি,এন,পি-র দাবি পূরণ করতে গেলে সরকার‘কে শতভাগ অগণতান্ত্রিক হইতে হবে।বিচার বিভাগে হস্তক্ষেপ ,নির্বাচন সংস্থা ও দুর্ণিতি দমন কমিশনে হস্তক্ষেপ করতে হবে।অর্থাত কোন বিভাগই স্বাধীন থাকতে পারবেনা।

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় রাফা, এখন কি গণতন্ত্র আছে?

২৫| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:৩৭

হাসান রাজু বলেছেন: আপনি জনাব চাঁদগাজী সম্পর্কে বলেছেন- "আপনি একজন সচেতন দেশপ্রেমিক, আপনার থেকে এমনটা অনাকাঙ্ক্ষিত! "
খুব বড় একটা ভুল কথা বললেন। উনি কখনই সচেতন দেশপ্রেমিক নন। উনার লেখাগুলো পড়লেই বুঝতে পারবেন তিনি সব সময়ই এমন অনাকাঙ্খিত উদ্ভট কথা বলেন। উনার লেখা সব সময় তার বিশ্বাসের বিপরীতে বয়ান দেয়।
উনার অভিজ্ঞতা, উনার চেতনা (আমরা অনেকে উনার ব্যাপারে এমন বিশ্বাস করি যে তিনি স্বাধীন বাংলাদেশ ও সুস্থ রাজনীতির জন্য লেখেন।) পরবর্তী জেনারেশনকে পথ দেখাতে পারত। উনি উনার অভিজ্ঞতা দিয়ে বুঝাতে পারতেন যে এখনকার চলমান রাজনীতির ভুলগুলো এবং কিভাবে এর বিরদ্ধে রুখে দাঁড়াতে হবে। কিভাবে সত্যকে স্বাগত আর ভুলকে তিরস্কার করতে হয়। উনি উনার সব যুক্তি দিয়ে যে কোন ভুলকে বিএনপির পতনে আর হাসিনার পদতলে সমর্পণ করেন। খুবই একচোখা লেখনী ।
দেশ এখনো গণতন্ত্রের মুখ দেখেনি। স্বাধীনতা বিরোধী শক্তি আর স্বাধীনতা অপব্যাবহারকারি সবাই গণতন্ত্রের টুটি চেপে ধরেছে। কিন্তু উনার কোন বিকার নাই।
খুবই কষ্ট লাগে শুধু উনি না। সবাই আঃলিগ আর বিএনপি তে মজে আছে। কিন্তু পরীক্ষিত সত্য যে, তারা কেউই গণতন্ত্রের ধারে কাছে নাই। আমরা মুখে গণতন্ত্র চাই কিন্তু আমাদের পছন্দের দল যখন গণতন্ত্রকে অপমান করে তখন অন্ধভাবে সেটাকে সমর্থন করে বিপক্ষের দলেকে নিকুচি করে গণতন্ত্র হত্যায় হাত বাড়িয়ে দেই।

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সবাই আঃলিগ আর বিএনপি তে মজে আছে। কিন্তু পরীক্ষিত সত্য যে, তারা কেউই গণতন্ত্রের ধারে কাছে নাই। আমরা মুখে গণতন্ত্র চাই কিন্তু আমাদের পছন্দের দল যখন গণতন্ত্রকে অপমান করে তখন অন্ধভাবে সেটাকে সমর্থন করে বিপক্ষের দলেকে নিকুচি করে গণতন্ত্র হত্যায় হাত বাড়িয়ে দেই।

এই বিষয়ে আমাদের সবার অবস্থান একই রকমের যার কারণে আমাদের থেকে গণতন্ত্রের আশা করা সেগেন স্টেপের কল্পণা।

২৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১:০৭

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক
.................................................................... এশিয়া উপমহাদেশে এর উদাহরন অনেক ।
মানে আমাদের সুস্হ রাজনীতি করার সুযোগ নাই, বিশ্বের কিছু শক্তিশালী বেহায়া রাষ্ট্র তা
কখোনই হতে দিবে না ।

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৩৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
 গণতন্ত্র মুক্তি পাক, পরিবারতন্ত্র নিপাত যাক

বিশ্বের কিছু শক্তিশালী বেহায়া রাষ্ট্র তা কখোনই হতে দিবে না ।
তাই বলে আমাদেরকেও তাদের ইচ্ছেমত গোলামি করতে হবে? বুঝি না, এই বিষয়গুলো আমাদের রাজনীতিবিদদের মাথায় আসে না! মাঝেমধ্যে মনে হয়, ওরা মাথাগুলোও বিক্রি করে দিয়েছে।

২৭| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

বিদ্রোহী ভৃগু বলেছেন: চাঁদগাজী বলেছেন:
আসলে, বিএনপি'কে নির্বাচনে অংশ গ্রহন করতে না দেয়াই একটা গণতান্ত্রিক পদক্ষেপ।

এরপরও কি কিছূ বলার বা বোঝার বাকী থাকে?
বাকশালের ডিটক্টটরী ভুত নামেনি উনাদের মাথা থেকে ! কিংবা রাজতন্ত্রের গোপন চেতনা!
আমিই সব আমিই রাজা- বাকী সব প্রজা!

তাই ভিন্নমত সহ্য করা তাদের রক্তেই নাই। জেড ফোর্সের একজন সদস্য গয়েও তা্ই তিনি অকৃতজ্ঞের মতো জিয়াউর রহমানের কুৎসা গেয়ে বেড়ান। অথচ উনার এত দীর্ঘ জীবনে হেডম হয় নাই একটা নতুন ধারার প্রচলনের ক্ষুদ্রতম প্রচেষ্টার!

এরকম চেতনা যে কোন জাতির জন্য ভয়ংকর।
আর এরকম নো ওয়ে অব রিটার্নের পৌছালেই মানুষ মুক্তির জন্য সশস্ত্র বা বিপ্লবী পথ বেছে নিতে বাধ্য হয় অস্তিত্বের প্রয়োজনে।।
জাতিকে তেমনি নো ওয়ে অব রিটার্নে দাড় করিয়ে দিচ্ছে আওয়ামীলিগ।

আজকের নমুনাই দেখুন- ঐক্যফন্ট্রের সমাবেশে যেন লোক আসতে না পারে বাস দিয়েছে বন্ধ করে। পুলীশ আতংক তৈরী করছে গ্রেফতারের। এ গুলো কি সুস্থ কোন মানুশের পক।ষে করা সম্ভবব না সমর্থন করা সম্ভব।
অথচ উনি বিশ্বের সবচে উন্নত দেশে থেকে গণতান্ত্রিক দেশে থেকেও অন্ধের মতো স্বৈরাচারিতার সাফাই গাইছেন!
সত্যি আউজুদ্দিন কি বিচিত্র এই দেশ! তারচে বিচিত্র তার মানুষ!

০৯ ই নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

জাতিকে তনো ওয়ে অব রিটার্নে দাড় করিয়ে দিচ্ছে আওয়ামীলিগ।

আজকের নমুনাই দেখুন- ঐক্যফন্ট্রের সমাবেশে যেন লোক আসতে না পারে বাস দিয়েছে বন্ধ করে। পুলীশ আতংক তৈরী করছে গ্রেফতারের। এ গুলো কি সুস্থ কোন মানুশের পক।ষে করা সম্ভবব না সমর্থন করা সম্ভব।

আসলে ভাই, আজ জনগণকে খুবই সুকৌশলে নিয়ন্ত্রণ করা হচ্ছে। যখন যেরকমভাবে প্রয়োজন সেরকমভাবেই প্রশাসনকে কাজে লাগানোর চেষ্টা করছে সরকার মহল। এসব বিষয়ে আলোচনা করতেও খুব ভয় হয়!

২৮| ০৯ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৭

সনেট কবি বলেছেন: সরকার দলের লোকেরাও জনগণের মধ্যে পড়ে। তাদের তন্ত্রও অবশ্যই গণতন্ত্র। এখন বি এন পির গণতন্ত্র আওয়ামী লীগ নিবে কেন? আওয়ামী লীগ কি বি এন পি করে নাকি? আর সাধারণ অসাধারণ গণতন্ত্রের বুঝেটা কি? কাজেই গণতন্ত্র একেক জনের নিকট একেক রকম। কাজেই কারো হিসেবে গণতন্ত্র আছে আর কারো হিসেবে গণতন্ত্র নেই।

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কাজেই কারো হিসেবে গণতন্ত্র আছে আর কারো হিসেবে গণতন্ত্র নেই। কথাটা দারুণ হয়েছে, বলেছেন শঙ্খচিল

গণতন্ত্র আপেক্ষিক কিছু না, তবে কিছু মানুষ এটাকে আপেক্ষিকতার রিমান্টে প্রতিনিয়ত নির্যাতন করে চলেছে। সত্যি বলতে এটা যেন একটা সুন্দর পোষাক, যা পড়ে অনায়াসে যে কেউ স্বৈরতন্ত্র কায়েম করতে পারে।

মন্তব্য অসাধারণ হয়েছে ফরিদ বভাই।

২৯| ০৯ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: কাজেই কারো হিসেবে গণতন্ত্র আছে আর কারো হিসেবে গণতন্ত্র নেই।
............................................................... কথাটা দারুন হইছে !!!

০৯ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:০৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনারর সেলুটটি আমার কাছে জব্বর ভাল লেগেছে। আপনাকে একটা আসন দেয়া যেতে পারে! মিষ্টিমুখ করুন! ;)


(যদিও সেলুটটা ফরিদ ভাইকে দিয়েছেন! ;))

ফিরে এসে সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩০| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ৮:২৮

নজসু বলেছেন:



আমি ভালো আছি ভাই।
সময় কম থাকার জন্য আপনাদের সাথে ২/১ দিন পরপর কথা হচ্ছে।
এজন্য একটু খারাপ লাগছিলো।

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৩৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেটা সনস্যা নেই, নিজে ৪৮ ঘণ্টার হরতাল ডেকে নিজেকে হরতালে আটকে রাখা মানে ব্যর্থতা না, আমাদের দেশে সফলতা ; তারপরও যদি বিপক্ষ দল পরাভূত হয় ;)

হরতাল বেদ করে আইসেন, কারণ আপনি তো আর অপরাজনীতিবিদ না :)

৩১| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪০

নজসু বলেছেন:



:D :D :D
কি কহিলেন ?
:D :D :D

০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১০:৪৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাংলাদেশি অপরাজনৈতিক আলোচিত পোস্ট তো, তাই অপরাজনৈতিক প্রতিমন্তব্য চলে আসে! এটা রাজনৈতিক মিস্টেক মনে করে হাসতে দেলহে ভাল লাগলো!

আপনেরে আই ল্যাভু ;)

৩২| ১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৩

স্বপ্নীল ফিরোজ বলেছেন: বেম জিয়া প্রমাণিত অপরাধী। তাকে মুক্তি দিতে হলে দেশের সব চোর-ডাকাতদের মুক্তি দিতে হবে। চুরি ডাকাতি বৈধ ঘোষণা করতে হবে।

১০ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি কি বলতে চাচ্ছেন, আওয়ামীলীগে কোন চুর-ডাকাত নেই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.