নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বিনির্মাণে যাঁরা দিয়েছেন নিজেদের সর্বোচ্চ ত্যাগ, আমরা তো কেবল তাদের পথের যাত্রী।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

\'জীবনের ব্যাকরণ\' আমাদেরই একটি কাব্যগ্রন্থ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১


কেউ জন্মে কবি হন, কেউ কবি হয়ে জন্মান। ইংল্যান্ডের লন্ডন শহরে বসবাসরত আমাদের সহব্লগার কবি রহমান লতিফ ভাই কোন দলে পরেন সেটা আমি পরখ করে বলতে না পারলেও এটা নিশ্চিন্তে বলতে পারি যে, উনি একজন স্বভাব কবি। যার লেখাতেই শুধু কবিতা হয় না, চলাফেরা, উঠাবসা, কথাবার্তা সবই যেন গুচ্ছ গুচ্ছ কবিতা। কবিতার মত উনার ব্যবহারেও আছে আন্তরিক ভালবাসা, মধুর্যতা ও মুগ্ধতা।

ব্লগারদের কবিতা মানেই সারাজাগানো কবিতা। আমাদের অনেকে মনে করেন, ব্লগারদের কবিতা শুধু ব্লগেই পঠিত হয়। এই ধারণাটি সম্পূর্ণ ভুল। বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, মাসিক পত্রিকা ও ওয়েবসাইটগুলোতে আমাদের ব্লগারদের কবিতা প্রতিনিয়ত প্রকাশিত হচ্ছে। তাছাড়া প্রতিটি বই মেলায় আমাদের ব্লগারদের বইগুলো অন্য লেখকদের থেকে বেশি আলোরন সৃষ্টি করে।

মাস কয়েক আগে একজন ব্লগারকে কবিতা চুরি হওয়ার বিষয়ে আফসোস করতে দেখেছিলাম। বিষয়টা ছিল, বাংলা কবিতা নামক কবিতার ওয়েবসাইটের একজন কবি নাকি আমাদের সামু ব্লগের কবিদের কবিতা চুরি করে নিজের নামে চালিয়ে দিচ্ছিল। তাই চুরি হওয়ার ভয়ে অনেক ব্লগার নিজের শ্রেষ্ঠ কবিতাগুলো ব্লগে প্রকাশ করেন না। তারপরও কিছু কবিতা কবিদের প্রতিভার ফাঁকফোকরের সাহায্যে আমাদেরকে আন্দোলিত করে সবসময়। তাদের মধ্যে মনিরা আপু, জাহিদ অনিক, শাহরিয়ার ভাই, সেলিম ভাই, সুজন ভাইসহ প্রমুখ কবিরা সকলের কাছে পরিচিত মুখ। তেমনি একজন পরিচিত মুখ হচ্ছেন লতিফ ভাই। উনাকে আমার ব্যক্তিগত ভাবে চেনার সৌভাগ্য হয়েছে।

লন্ডন প্রবাসী কবি ও কথাসাহিত্যিক এম রহমান লতিফ ভাই কবিতার সাথে ঘর বেঁধেছেন আজন্মের ভালোবাসায়, অন্তরে লালন করেন বাংলার শেকড়ের কথা, মা মাটির কথা, তাঁর কবিতার গভীরতা দেখে বুঝা যায় কবি একদিন পাদপ্রদীপের আলোয় উদ্ভাসিত হবেন, আসছে বইমেলাকে সামনে রেখে পায়রা প্রকাশ থেকে প্রকাশতি হয়েছে কবির কাব্যগ্রন্থ 'জীবনের ব্যাকরণ'। আমি উনার কাব্য গ্রন্থ বলব না! বলব, আমাদের সহব্লগারের কাব্যগ্রন্থ, আমাদের কাব্যগ্রন্থ। কাব্যগ্রন্থটি সহজে পাঠকদের হাতে পৌঁছে দিতে এর শুভেচ্ছা ফি একেবারেই কমিয়ে এনে ১৬০ টাকা ধার্য করা হয়েছে। পায়রা প্রকাশনী (স্টলঃ ৬৮) ও রকমারিতে বইটি পাওয়া যাবে।

মন্তব্য ৬০ টি রেটিং +১৪/-০

মন্তব্য (৬০) মন্তব্য লিখুন

১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫০

সেলিম আনোয়ার বলেছেন: জীবনের ব্যাকরণের সফলতা কামনা করছি!!!

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় সেলিম ভাই,
বইটির পূর্ণ সফলতাই আমাদের কামনা।

অসংখ্য ধন্যবাদ ভাই।

প্রথম মন্তব্যকারী হওয়ায় আপনার জন্য :P :P


২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৪

রাজীব নুর বলেছেন: গ্রেট।

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হু, সামনে কোন একদিন সেই কাব্যগ্রন্থের কোন কবিতা পোস্ট করবো রাজীব ভাই।

মন্তব্যের জন্য ধন্যবাদ

৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৭

হাবিব বলেছেন: গ্রেট প্রিয় ভাই রহমান লতিফ ও তাজুল ভাই আপনার জন্য .......

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আরে হাবিব ভাই,
আপনাকেও অনেক অনেক... ;)

৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১

হাবিব বলেছেন: আপনাকেও অনেক অনেক..?????????? :| :|

০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি তো অনেক সাহসী ছিলেন! এই অবস্থা কেন? ;) ;) =p~ =p~

৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৫

হাবিব বলেছেন: আমার আবার কি হলো????? X((

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কী বলতে গিয়ে পারছেন না! সাহস কি আজকাল কমে গেলো নাকি হাবিব ভাই! ;) ;)

৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২২

আরোহী আশা বলেছেন: শুভকামনা প্রিয় ভাইদের জন্য

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার জন্যও বোনটি।

বইটি পড়ে মতামত জানাবেন বলে আশা রাখছি ;)

৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৪

আর্কিওপটেরিক্স বলেছেন: শুভকামনা :)

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হু, বইমেলায় আসবেন কিন্তু! ;)

শুভকামনা আপনার জন্যও

৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:২৯

সম্রাট ইজ বেস্ট বলেছেন: রহমান লতিফ ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। পোস্টের জন্য আপনাকে ধন্যবাদ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমার সৌভাগ্য হয়েছে কাব্যগ্রন্থের একটি কবিতা পাঠের। অসাধারণ লতিফ ভাইয়ের কবিতাগুলো।

আপনাকেও ধন্যবাদ প্রিয়।

৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৪৩

অপু দ্যা গ্রেট বলেছেন:



টাকা জমিয়ে রাখছি । বই কিনব বই ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেটাই ভাল,
আমি তো লতিফ ভাইয়ের ও অগ্নি সারথি ভাইয়ের বই কেনার জন্য টাকা জোগাড় করছি ;)
বইমেলায় দেখা হবে প্রিয়।

তারপর আপনার পরীক্ষা কেমন হল?

১০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫০

কথার ফুলঝুরি! বলেছেন: অভিনন্দন লতিফ ভাইয়া । বই এর নামটি খুব সুন্দর হয়েছে ।

তাজুল ভাইয়াকে ধন্যবাদ খবরটি আমাদের জন্য নিয়ে আসার জন্য ।

দুই ভাইয়ার জন্যই অনেক শুভকামনা ।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাপরে বাপ! কী চমৎকার মন্তব্য। প্রথমেই ধন্যবাদ।

ল্পতিফ ভাইয়ের কবিতাগুলো নিজ গুণে আমাদের ব্লগের আলোচিত পাতায় সবসময় জায়গা করে নেয়। আমার সৌভাগ্য হয়েছে 'জীবনের ব্যাকরণ' কাব্যগ্রন্থের দু'টি কবিতা পাঠের। অসাধারণ মুগ্ধতা রয়েছে কবিতাগুলোতে। আমার মনে হয়, লতিফ ভাইয়ের এই কাব্যগ্রন্থটি খুব সারা পাবে।


আপনাকে আবারো অনেক অনেক ধন্যবাদ

১১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০

মোঃ মাইদুল সরকার বলেছেন: অভিনন্দন লতিফ ভাইকে। আর ধন্যবাদ আপনাকে।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আসলেই লতিফ ভাইকে অভিনন্দন। এতো সুন্দর কাব্যগ্রন্থ রচনায় উনি নিজের প্রতিভার খুব সুন্দর প্রকাশ ঘটিয়েছেন।

আপনাকে ধন্যবাদ চিটাগাংইয়া ভায়া ;)

১২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০

মাহমুদুর রহমান বলেছেন: আহ!আজ সারাদিনে একটা ভালো সংবাদ শুনলাম।লতিফ ভাইয়ের বই যেহেতু সেহেতু কিনবো অবশ্যই।
ভাইয়ের জন্য ভালোবাসা এবং শুভকামনা।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হ্যা, অবশ্যই কিনবেন।

লতিফ ভাই তার অসাধারণ কবিতাগুলোর এক মিলন ঘটিয়েছেন এই কাব্যগ্রন্থে। কাব্যগ্রন্তগের অন্তর্গত দু'টি কাব্য পড়ার সৌভাগ্য আমার হয়েছিল। আমাকে খুবই মুগ্ধ করেছে তার কবিতা।

আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয়।

১৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৬

হাবিব বলেছেন:





ও আচ্ছা এই কথা......? B-)

ইউ আমু তে ... ......
কি কইছি কন তো?????

পারবেন না জানি, না পারলে আজকের ভিন্ন ভাষাতে ভালবাসা প্রকাশ করুন-(রম্য-রঙ্গ-১১) এই পোস্ট দেখুন .... :-B B-) B-)

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
হু, কবি সাহেব সেটাই ;)

কিচ্ছু কমু না! ;)


আসছি দাঁড়ান....

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হাবিব ভাই,

কান্ট আই টক, ইক হু ভ্যান ইউ? :-/



=p~ =p~

১৪| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৬

হাবিব বলেছেন:




ইয়া ইয়া তাজুল ভাই, দিল খোশ.......
বলে দিন...... B-)
ডাচ চলবে..... :-B

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বুইজ্ঝালছেন যখন, তখন সাহস করে বলেই ফেলি ! ;)


আই ল্যাভু



১৫| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

পথচারী শিশুদের বন্ধুূ বলেছেন: শুভকামনা লতিফ ভাইয়ের জন্য।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

১৬| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৩

হাবিব বলেছেন: আই ল্যাভু কইয়্যা পাতি লেবু দিলেও কমলার স্বাদ লাগে :P

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কন কী! সত্যি :| ?

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
জানলে তো আপনারে লেবু না দিয়ে আমিই রেখে দিতাম ভাই ;)

১৭| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২

হাবিব বলেছেন: জানলে তো আপনারে লেবু না দিয়ে আমিই রেখে দিতাম ভাই....... X(( X(( X(( X((

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনি তো জটিল....
:-/ =p~

১৮| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭

মনিরা সুলতানা বলেছেন: আরেয় বাহ !!
আনন্দের সংবাদ!!
অনেক অনেক শুভ কামনা আপনার “জীবনের ব্যাকরনের “ জন্য এম রহমান লতিফ!!
অভিনন্দন নিন।

সৈয়দ; আপনাকে ও ধন্যবাদ চমৎকার লেখার জন্য।

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বড় আপু,
আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। আপনার উৎসাহ আমাদের জন্য চরম উদ্দীপনার।
লতিফ ভাইয়ের কাব্যগ্রন্থের দুটি কবিতা আমায় মেইল করেছিলেন। অসাধারণ কবিতাগুলোর মধ্য থেকে একটা দিলাম।
পড়তে পারেন।


খোরাক

**************-রহমান লতিফ 

অতি প্রাকৃতিক নিয়মে 

উদ্ভিদকুল আর প্রাণীকুল,

সবকিছুই খোরাক চায়

বেঁচে থাকার পরমানন্দে।


কিন্তু, কখন ও কি ভেবেছি?

ক্রোধ, যন্ত্রণা, ঘৃণা

তাদেরও খোরাক প্রয়োজন।

যত বেশী সংক্রমিত ঠিক তত বেশী!!


স্বাভাবিক নিয়মে যে প্রিয়জন হারায় 

সেজন বুঝে হারানোর অনুভৃতি,

নিরস্ত হয় না সহজাত আকুতি

আপন হৃদে বয়ে চলে তা নিরবধি।


যুদ্ধবিগ্রহ,মিথ্যা অজুহাত, ক্রস ফায়ারে

কারো লালসার শিকার হয়ে অতি সংগোপনে,

যে জন হারালো পিতা, পরিজন,আত্মজ

কে বুঝবে সে হারানো অনুভূতির তীব্রতা?


ভাই হারানোর বিভীষিকা কে বুঝবে?

বোনের বেদনাদগ্ধ হৃদয়ে কে দিবে সান্ত্বনা? 

জননীর কলিজা ছেঁড়া আর্তনাদ কে শুনবে?

পিতার চিবুক চিড়ে পাহাড়সম দুঃখ কে ঘুচাবে?


অবুঝ শিশুমনের সবুজ তীব্র চিৎকার!!

কে দিবে ভালবাসার ললাটে চুম্বন?


ক্রোধের খোরাক একটু মানবিক বোধ

যন্ত্রণার খোরাক একটু ভাললাগার মন্ত্রনা, 

ঘৃণার খোরাক একটু মায়াভরা কোমলতা

নেইতো এইসবের এতটুকু  দুষ্প্রাপ্যতা।


বেশকিছু নয় একটি সহজলভ্য চাওয়া 

উপশিত করতে মনের আজন্ম ব্যথা,

মানব হোক একে অপরের আত্মার খোরাক

ছুঁড়েফেল সব সুখেরকাঁটা আর অপবাদ।


হৃদয় দগ্ধ হয়ে উপচেপরা দুঃখ,যাতনা 

আঁতে জমাটবদ্ধ স্তুপ স্তুপ ব্যাথা

ঢুঁকরে ঢুঁকরে করুণ শৃঙ্গার ফুঁকায়

হোক একটি স্বাভাবিক মৃত্যুর ফরমান।



১৯| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৯

হাবিব বলেছেন: আবার হাসেন ? ভয় করে না????? X( X( X(

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনার মত লেবুতে কমলার স্বাদ লাভকারী সাহসীরা সাথে থাকলে ভয় পালিয়ে মরে। =p~ =p~ =p~ =p~=p~

২০| ০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮

হাবিব বলেছেন: আপনার মত লেবুতে কমলার স্বাদ লাভকারী সাহসীরা সাথে থাকলে ভয় পালিয়ে মরে। B-) B-) B-)

০৬ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সেটাই
আপনার মত লেবুতে কমলার স্বাদ লাভকারী সাহসীরা সাথে থাকলে ভয় পালিয়ে মরে।    =p~ =p~ =p~

২১| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

আরোগ্য বলেছেন: ইনশাআল্লাহ বইটিতে হস্তগত করবো। বড় ভাইকে অভিনন্দন ও শুভ কামনা। সেই সাথে সৈয়দ ভাইকে অনেক ধন্যবাদ তথ্য দেয়ার জন্য।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
হু, অবশ্যই নিবেন। আর পাঠ পরবর্তী অনুভুতি জানাবেন।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্যের জন্য।

২২| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৬

পদাতিক চৌধুরি বলেছেন: প্রথমে অভিনন্দন জানাবো আপনাকে এমন সুন্দর উপস্থাপনার মাধ্যমে লতিফ ভাইয়ের ভিন্ন পরিচয়টি ব্লগারদের সামনে পরিচিত করানোর জন্য। অভিনন্দন লতিফ ভাইকেও ; ওনার সৃষ্টি যেন আগামী দিনে মসৃণতা সঙ্গে এগিয়ে যায়।
জীবনের ব্যাকরণের সার্বিক সাফল্য কামনা করি।


অফুরান শুভেচ্ছা ও ভালোবাসা দু'জনকেই।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
জীবনের ব্যাকরণের সার্বিক সাফল্য কামনা করি। 

আপনি এতো সুন্দর ও মুগ্ধকর মন্তব্য করেন যে কিছুক্ষণ বিস্মিত হয়ে থাকি।
অনেক অনেক ধন্যবাদ প্রিয় চৌধুরী সাহেব।
নির্মল ভালবাসা আপনার জন্য।

২৩| ০৬ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

বলেছেন: তাজুল ভাই!!!


এত সুন্দর পোষ্ট!!

সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।


এই ভালোবাসা কথায় প্রকাশ করা যায় না।

ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পোস্ট তো হয়নি! এটা একটা অসম্পূর্ণ পোস্ট।

আমাদের দাবী, এবইটি আমাদের; সেটাই জানাতে এ পোস্ট


আপনার জন্য অনেক অনেক অভিনন্দন প্রিয় দেশি ভাই।

২৪| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:৩৬

নীল আকাশ বলেছেন: প্রিয় তাজুল ভাই,
ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই!
আমার খুব প্রিয় একজন ভাইকে নিয়ে এতই চমৎকার একটা পোস্ট দেবার জন্য আমার পক্ষ থেকে রইল কৃতজ্ঞতা। বইটা অবশ্যই কিনব, ইচ্ছে আছে এবার বই মেলায় যাবার। যেতে পারলে ঐখানেই কিনব।
অনেক অনেক শুভ কামনা রইল আপনার “জীবনের ব্যাকরনের “ বইটার জন্য এম রহমান লতিফ ভাই।
ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সাহেব,
বইমেলায় আসলে নীল সাধু দাদার এক রঙা এক ঘুড়ি প্রকাশনিতে আসবেন। ওখানে প্রতিদিনই আমাদের কোন না কোন ব্লগারকে পাবেন।
আর লতিফ ভাই আপনার প্রিয় মানুষের মধ্যে একজন সেটা জেনে ভাল লাগলো। হ্যা, অবশ্যই তার এই কাব্যগ্রন্থটি কিনবেন। আসলে অনেক সুন্দর সুন্দর কবিতার মিলন ঘটিয়েছেন এ কাব্যগ্রন্থে।

আপনার জন্য রইলো নির্মল ভালবাসা।

২৫| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪

নাহিদ০৯ বলেছেন: বই এর পৃষ্ঠা সংখ্যা, আইএসবিএন নাম্বার, ছোট্ট সামারি, প্রকাশের তারিখ লিখে পাঠাবেন।

জীবনের ব্যাকরণ
by এম রহমান লতিফ

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ইনশাআল্লাহ পাঠাবো ভাই।

তোমার আয়োজন অনেক অনেক সুন্দর।
প্রশংসা করে এর শেষ করা যাবে না।

সবসময় তুমি একটু ব্যতিক্রমভাবে মুগ্ধ কর। নির্মল ভালবাসা তোমার জন্য।

২৬| ০৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

জাহিদ অনিক বলেছেন:
রহমান লতিফ ওরফে ল, মিঃ ল;
উনি ভালো কবিতা লিখেন। জীবনের কারণ ও ব্যকরণ কবিরা ভালোভাবেই জানেন।
কাব্যগ্রন্থের জন্য শুভকামনা এবং আপনাদের দু'জনের জন্যই শুভেচ্ছা ও ভালোবাসা রইলো সৈয়দ তাজুল ইসলাম

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় কবি,
আপনার মন্তব্যে আমি মুগ্ধ।

একেবারে সত্যি কথা বলেছেন,
জীবনের কারণ ও ব্যকরণ কবিরা ভালোভাবেই জানেন। 


আপনার জন্যও নির্মল ভালবাসা।

২৭| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৭

শিখা রহমান বলেছেন: "জীবনের ব্যাকরণ" কাব্যগ্রন্থের সফলতা কামনা করছি। কবিকে অভিনন্দন!!

কবি 'ল' এবং তার কবিতাকে সুন্দর ও হৃদয়গ্রাহী ভাবে উপস্থাপনের জন্যে লেখককেও অনেক ধন্যবাদ।

০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জীবনের ব্যাকরণ কাব্যের সফলতা কামনা করি।

আপনাকে ধন্যবাদ আপু; মুগ্ধকর মন্তব্যের জন্য।

২৮| ০৭ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৬

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হু, সামনে কোন একদিন সেই কাব্যগ্রন্থের কোন কবিতা পোস্ট করবো রাজীব ভাই।
মন্তব্যের জন্য ধন্যবাদ


শুকরিয়া।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মন্তব্যে আবারো ফিরে আসার জন্য ধন্যবাদ।

২৯| ০৮ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮

ধ্রুবক আলো বলেছেন: জীবনের ব্যাকরণের সফলতা কামনা করছি..

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হ্যা,

বকিটি নাকি পাঠকমহলে অনেক সারা পেয়েছে।

ধন্যবাদ প্রিয় ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.