নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের সন্তান
ছবিতাঃ স্বপ্নের শঙ্খচিল
এবারের বইমেলায়
না—জানি কত সাবালক কবিদের
কবিতা বেরুবে।
ঐ পাড়ায় প্রসব নেয়া কবিতা—
অনায়াসে পাঠক গিলিবে;
শান্তির ঢেকুর তুলিবে কমল চাচা
কমলার স্বাদে।
'কবিতা'—সেতো অতি সহজ
কামিজের ইলাস্টিক নামানোর চেয়ে
যদি কবিতায় সেই স্বাদ মিলে, তবে
এক ঢিলে দু'পাখি
কেইবা না তা খোঁজে!
নাবালক থেকে—সদ্য সাবালক হওয়া
ঐপাড়ার কবিদের কবিতায়
অনায়াসে এই স্বাদ মিলে।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হাবিব ভাই,
ফেসবুকে নতুন সাবালকত্বের অধিকারী একজন কিশোরকে দেখলাম কাব্যগ্রন্থ বের করছে।
আমি ওর একবছর পূর্বের টাইমলাইন চ্যাক করতে গিয়েই এই কবিতার জন্ম নিল। তাই প্রকাশ করে ফেললাম।
স্যারি ফর দ্যাট
২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৪
হাবিব বলেছেন:
ওকে ওকে.......
কবিতার জন্ম বৃত্তান্ত ভালো লাগলো.......
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হা হা হ হা....
কেমন আছেন হাবিব ভাই?
৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১
হাবিব বলেছেন:
আলহামদুলিল্লাহ ........
আল্লাহ খুব ভালো রাখছেন আপনাদের দোয়ায়......
আপনি কেমন আছেন??
অফিস থেকে বের হচ্ছি, একটু বিএসটিআই এ যেতে হবে.......
ভালো থাকবেন ভাই, .
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি ভাল আছেন জেনে খুব ভাল লাগলো।
আমি চমৎকার আছি ভাই।
ওকে অফিসে যান, যাত্রা শুভ হোক।
বিএসটিআইএর কাজটাও যেন সাকসেস হয়।
শুভকামনা থাকলো।
৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১১
মোঃ মাইদুল সরকার বলেছেন:
বলেন কি ? এভাবে সেফবুকীরা বই বেড় করলেতো বিপদ ?
তাও আবার নালায়েক নাবালক পোলাপান!
তথ্য প্রকাশে ধন্যবাদ।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
যদি বের হয়ে যায়!
কিছু কবিরা এভাবেই লাইনে এসেছেন! বলে একটা ভুল ধারণা আছে। তবে এখন মনে বিষয়টা পুরোপুরি সেরকম ভুল না!
মন্তব্য করার জন্য অনেক ধন্যবাদ।
৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৭
নজসু বলেছেন:
বেশ রসালো তো।
১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:২১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সত্যি?
রসের আপনিবকী বুঝলেন, সদ্য সাবালক কবির কবিতা দেখলে তো আপনি ভেসে যাবেন! বড়ই কুরসিক...
৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩
আর্কিওপটেরিক্স বলেছেন:
১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কী মিয়া ?
৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:২৬
আর্কিওপটেরিক্স বলেছেন: দুধের স্বাদ ঘোলে মেটানো
১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ওদের কিন্তু পাঠক আছে খুব!
কমেন্ট আর লাইক দেখে বুঝতে পারলুম, কমেন্টকারীরা খুবই সতর্কতার সাথে ওদের কবিতা পাঠ করেন!
৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৩
যবড়জং বলেছেন: আহ !! কি শোনালেন
১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তাই শুধালুম,
ওখানে কবিরা কবিতার নামে রসের হাড়ি ভাঙে! আর অপবিত্রতার মোড়কে কবিতাকে বন্ধি করে! নির্লজ্জ হতে গিয়ে ব্যর্থ হয়ে কবিতা হয়ে যায় 'চটি'
৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩৭
আরোগ্য বলেছেন: তাই নাকি? আমার তো এ ব্যাপারে কোন ধারনাই নেই।
১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গতকাল ছেলেটাকে আনফ্রেন্ড করলুম,
তার কব্যগ্রন্থ বেরুনোর ম্যাসেজ দেখে টাইমলাইনে গিয়ে একটু সুতো টানলুম। বেরিয়ে আসল সকল কুতথ্য! বুঝলুম, একসাল পূর্বের কবিতাই তাকে এখন কাব্যগ্রন্থ বের হতে সহায়তা করছে। (১ম প্রতিমন্তব্য দেখে নেন!)
আসলেই কি এমন কবিতা বেরুয়! আমারও এমন প্রশ্ন জেগেছে ওর কবিতা দেখে!।
১০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪৯
স্রাঞ্জি সে বলেছেন: বাজারে ভাল চলবে সাবালকের কাব্যগ্রন্থ । আপনার শিরোনাম টাও ভাল খাবে ব্লগে। বাহ ছবিটাও কোন ঢঙে মিলে গেছে।
ফেইসবুক জেনারেশন আজকাল হেভিওয়েট লেখক। তাদের ধারে কেউ সামিল হতে পারেনা। যত মূর্খ সাবালক প্রতিনিয়ত প্রসব হচ্ছে ফেইসবুকে। তাদের আবার বস্তা বস্তা পাঠকও দেখা যায়। হাজার হাজার লাইকের বন্যা হয় তাদের কবিতা পোস্টে। মন্তব্যেও বাহবা অগণিত। হাই হিপোক্রেট দল।
১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কবিতাটা লেখতে এবং প্রকাশ করতে অনেক চিন্তা করলাম! অবশেষে মনে হল ওদের প্রশংসা করা প্রয়োজন। তাই প্রকাশ করে দিলুম! এই শিরোনামটাই ওদের কবিতার জন্য মানায়। আর ছবিটা তাদের চাহিদার চেয়ে একটু বেশি ভাল হয়ে গেছে।
আসলে ফেসবুকে শুধু ম্যাসেঞ্জারের জন্য লগিন করা। সম্প্রতি কিছু ব্লগারদের একাউন্টের সাথে সম্পৃক্ত হওয়ায় নিউজফিডে চক্কর দেয়ার চেষ্টা করি। (১ম এবং ৯নং প্রতিমন্তব্য দেখুন)
আসলে এদেরকে থামানো উচিত, কিন্তু ঘটছে উল্টো! ফালতু প্রশংসায় এরা আরো সাহসী হয়ে উঠছে।
বড়ই খারাপ দিক এটা।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ
১১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ১:০৬
আরোগ্য বলেছেন: এই ফেসবুকই পোলাপানরে নষ্ট করলো। কোন নৈতিক শিক্ষা নাই। কোরান পড়ার সময় নাই খালি এই সব ফালতুপনা।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কুরআন কী ভাই?
মা'বাবাকেও তারা সঠিক সময় দিতে চায় না; প্রেমিকাকে নিয়েই ওদের স্বর্গ যাত্রার নামে নরকের দিকে যাত্রা করে।
আসলেই চরম ফালতুপনা।
ফিরতি মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ
১২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৭
সবজি মামা বলেছেন: আসলে দুধের স্বাদ ঘোলে মেটানো কবিতা।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হয়ত এমনই!
তবে আমি নিশ্চিত, কোন রুচিশীল মানুষ এগুলো একবার পড়লে ওদেরকে জুতুপেটা করবে।
১৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:০০
রাজীব নুর বলেছেন: এভাবে কাউকে কটাক্ষ্য করে লেখা ঠিক না।
সবাই ভালো লিখতে চায়। ভালো লিখতে না পারাটা দোষের না।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৪৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এভাবে কাউকে কটাক্ষ করে লেখা ঠিক না সেটা আমিও জানি রাজীব ভাই, কিন্তু আমি তো লেখাটা শুধু তাদেরকেই নয়, আগামীতে যেন কবিরা এর সাহায্যে কবিতাকে নষ্ট না করে সেজন্য লেখা। আর কবিতা লেখার চেষ্টা করতে গিয়ে অপবিত্রতার আশ্রয় নেয়া অবশ্যই আপনার কাছেও গ্রহণযোগ্য না।
১৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫২
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চলতে থাকুক। পাঠকেরও তেমনি স্বাধীনতা আছে খাবার উপযোগী কবিতা পছন্দ করার। তবে কাউকে ছোট করবো না। জীবনে প্রত্যেকেরই একটি সুপ্ত বাসনা থাকে কবিতা বা গল্প বই আকারে প্রকাশ করার । আমার নিজের ও যেমন এমন একটা স্বপ্ন আছে। নতুন পুরনো যে কোন কবি /লেখককে এ কারণে আমার পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল।
ছবিতাটি বেশ সুন্দর লাগলো
শুভকামনা ও ভালোবাসার প্রিয় তাজুলভাইকে।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৫৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় লেখক,
তবে কাউকে যেন আর ছোট করতে না হয় সেজন্যই লেখা!
ভাল লাগলো আপনার সুন্দর ও পবিত্র মনোভাব। নির্মল সালাম আপ্পনাকে ভাই।
আপনার মন্তিব্য বরাবরের চেয়ে এবার একটু বেশিই ভাল মুগ্ধকর হয়েছে
১৫| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৪
নীলপরি বলেছেন: আসলে শব্দ সঠিকভাবে প্রয়োগ করতে না পারলে সেটা আরোপিত মনে হয় । বোধহয় তেমনটাই ঘটেছে ।
শুভকামনা
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:১৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু!
অস্পষ্ট মনে হল!
তবুও ধন্যবাদ আপু।
১৬| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:২৪
কালীদাস বলেছেন:
ব্লগের কবিরা মনে হয় ভালমত টের পায় নাই এই পোস্টের ভেতরের জিনিষ। আরইউ-কে লিংক দিয়ে আসলাম! বেচারা ব্লগের অনেক কবির জনমশত্রু
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মিয়া ভাই,
এবারের গুলিটা ঠিক মাথার উপর দিয়ে গেলো! আরইউ মিন!
দাদা একটা মেইল করবেন!
[email protected]
১৭| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৩১
নাঈম জাহাঙ্গীর নয়ন বলেছেন: হা হা হা দারুণ কবিতা গড়েছেন ভাই, বড়ই রসালো কাব্য কথা।
মানহীন আর শ্লীলতাহীনের মধ্যে পার্থক্যটা যদি বুঝতেই না পরে লেখক/পাঠক তবে সেই দায়ভার লেখক/কবি কূলেরই উপরে বর্তায়, কেন যে আমার এমনটাই মনে হয় জানিনা! তবে একটা প্রশ্ন মনে হচ্ছে বারবার- চটি লেখক'রা যদি পাঠক তৈরি করে নিতে পারে, তাহলে যারা প্রসিদ্ধ বরেণ্য খ্যাতীসমৃদ্ধ লেখক তারা কেন পারে না ভালো মানের কাব্য-রসে পাঠক তৈরি করতে?!
আবার এ-ও ভাবছি- পাঠকের চাহিদা যদি চটিতে থাকে ভালো লেখারইবা কি দাম থাকে....!? শিক্ষিত সমাজ কি তবে চটিময় হয়ে গেছে...!!!
আমার স্রেফ মতামত- কাউকে দোষারোপ করার মাঝে কোন সমাধান থাকে না,
মন্দের পাশাপাশি ভালো যদি থাকে তবে জাগ্রত বিবেক সদা ভালো নেয় তুলে।
কবিতা যদিবা হয়ও চটি,
কাড়ে যদি পাঠকের মন;
তাতে কবিতার দোষ কী,
পাঠকই'যে কবিতার ধন!
সাংঘাতিক হয় ভাবনাতে-
হীনমন্য-বিবেকহীন কবি!
কিইবা আসে যায় কলঙ্কে-
যদি মিলে তার আত্মতুষ্টি!!
কাব্যের রসে খুঁজলে ভিন্ন,
তাদের নরাধম বলি আমি-
চটি'রসে যে সাজায় কাব্য,
ঘৃণিত কবি'কূলে-এ'জানি।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৩৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
অনেক সুন্দর মন্তব্য করেছেন।
ভালো লাগলো আপনার কবিতাও।
সুন্দর মন্তব্যগুলো সবসময় মন কাড়ে। এবারো তার ব্যতিক্রম হয়নি!
অনেক অনেক ভালবাসা
১৮| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৫
ইসিয়াক বলেছেন: বেশ ভালো লাগলো
মনে ফুর্তি জাগলো।।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সত্যি?
১৯| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২১
সেলিম আনোয়ার বলেছেন: ভালো কবিতা লিখতে হবে.......চেষ্টা করবো........
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মজা নিচ্ছেন
আপনি পারেনও বটে
২০| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:২৮
কালীদাস বলেছেন: দিলাম মেইল
মেইলেই আপনার এই পোস্টের কমেন্টের রিপ্লাই দিয়েছি একটা সহ!
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার বিরুদ্ধে মামলা করবো!
২১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৪৩
কালীদাস বলেছেন: করেন আল্লাহর নাম নিয়া
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় ভায়া,
আপনি কিন্তু সেরম কিক দিছেন! একশটে দু'টি গোল...
একটা ব্যবস্থা করে দেন, উনার থেকে ক্লাস নেব!
এমন দুর্দান্ত কবিতা দেখে আমি আক্কেলগুড়ুম!
তবে শেখার কিন্তু শেষ নাই!
উনারে নিয়ে আন্দোলনের ডাক দেয়া যায়, কী কন!
তারপর আপনি সুস্থ আছেন তো?
২২| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৩
কালীদাস বলেছেন: আরইউ অনেক পুরান ব্লগার, যদিও ওনার আসল নিক কোনটা ছিল জানিনা। কবি-বিরোধী আন্দোলন এই ব্লগে কখনই সফলতার মুখ দেখেনি, আরইউ এবং আগেও দুয়েকজন চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হয়েছে। একটা জিনিষ কি ভাই, লেখালেখি কাউকে শেখানো যায় না। ২মিনিটে মনে যা এসে পোস্ট করে কেউ কেউ ব্যাপক জনপ্রিয়তা পেয়ে গেছে, কবিরা জাস্ট কোন ঝামেলায় না জড়ানোর জন্যই ধরে নিয়েছে ব্লগে কেবল কবিতা লেখাই সেফ। তাছাড়া কবিরা তো কারও কোন ক্ষতি করছে না। আমার পছন্দ না হলে সিম্পলি ওভারলুক করে যাই, অনর্থক হেদায়াত করার দরকার কি?
তবে টেনশন করবেন না, এমনিতেই সামনে ঝিমিয়ে যাবে সব কবি। কবিতা পোস্ট কম আসবে বরং কবিতার বইয়ের এডের পোস্ট আসবে আমিন!
আন্দোলন যদি করতেই চান, না পড়ে কমেন্টের নামে ফ্লাডিং এর এগেইনস্টে একটা আন্দোলন করেন। রাজীব নূরকে সম্ভবত ব্লক করতে যাচ্ছি আমার ব্লগে। এই রাজীব নূর এবং তার ওস্তাদকে গুরু মেনে ব্লগিং করা আরও বেশ কিছু নিক দেখছি না পড়ে মিনিংলেস কমেন্ট করার বাজে একটা কালচার ফরম করছে ব্লগে।
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই,
অনেক্ষণ হাসলাম, শব্দ করেই হাসলাম।
আপনার প্রায় দিক যেন আমার সাথে মিলে যাচ্ছে।
"তবে টেনশন করবেন না, এমনিতেই সামনে ঝিমিয়ে যাবে সব কবি। কবিতা পোস্ট কম আসবে বরং কবিতার বইয়ের এডের পোস্ট আসবে আমিন! "
আমিন
আমিন
আমিন বলে যান
ভাবছিলাম ও পথে যাব না, কিন্তু না পড়ে পাঠ করতে যাওয়া এরকম পাঠকদের ফালতু বকবাকানোর সুযোগ না দেয়াই শ্রেয়।
দেখি কী করা যায়।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, এতো সুন্দর মন্তব্য করার জন্য ভাই।
২৩| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬
কালীদাস বলেছেন: একটা পরামর্শ থাকল: আপনাকে বেশ পছন্দ করে এরকম ব্লগার অনেক, সব গুষ্ঠিতেই। এমন কিছু কৈরেন্না যেন রিলেশন খারাপ হয় সবার সাথে। ধরেন, আমার কমেন্টের জন্য লোকে যেমন আমাকে মনে রাখে আবার আমার কমেন্টের জন্যই আমারে দুই চোখে দেখতে পারেনা বা পারলে ঝাইড়া খেদায় এরকম ব্লগারও অসংখ্য। আমি আজ আছি কাল নাই পাবলিক। এরচেয়ে পাবলিকরে মোটিভেট করতে পারেন আজাইরা কমেন্টের বিরক্তিকর সাইড সম্পর্কে বা ব্লগের কমন কার্টেসি সম্পর্কে।
ভাল থাকবেন
১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ওরেবাবারে!
জব্বর টান দিয়ে একটা কথা বললেন!
ভাল তো লাগলোই সেটা মনপ্রাণজুরে।
চেষ্টা করবো ইনশাআল্লাহ।
২৪| ১৩ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৭
রাকু হাসান বলেছেন:
নতুন অনেক জন কে দেখি ,দুই পাঁচ লাইন লিখতে পারলেই দৌড় শুরু হওয়া বই বের করায় । খুব নেতিবাচক দিক লাগে এটা। আর ফেসবুক লাইকও অনেক। কমেন্টও অতি উঁচুমানের যেন এই জীবনে এই প্রথম কব্তিা পড়ছে । ব্লগেই প্রকৃত গঠনমূলক কমেন্ট আমরা পাই ,ফেষবুকের কথা না বললেও হবে । শুভরাত্রি । তাজুল ভাই । আছেন তো ভালো
১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: লেখক বলেছেন:
আছি তো ভাই ভালা, তুমি ভালানি?
একেবারে খাটি কথাটাই আরো সরেষভাবে বলেছ।
বইমেলায় এসকল লেখকদের সয়লাব দেখে কাগজগুলোও লজ্জায় অকবিতা হয়ে যায়।
আমি বিশ্বাস করি একমাত্র সামুই সুন্দর একটি গঠনমূলক সমালোচনার পরিস্কার প্লাটফর্ম।
সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য সুন্দর ভালবাসা
২৫| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৫
সোহানী বলেছেন: হাহাহাহাহা.......... কবিরা ঝাড়ুঁ মিছিল করবে আপনার বিরুদ্ধে
আর গুরু কালীদাস ব্রো যা বলেছেন সেটার বিশাল মর্মাত্থ। একটু কোদাল দিয়া খোচাঁখুচি করলেই পাইয়া যাইবেন মর্মকথা পরমে পরমে। আল বিলিরে(বিলিয়ার) যে ডাকলেন আপনার পোস্টে সে কেন গুম হইছে সেইটা কি জানেন?..... গবেষনা করেন
১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,
আন্দোলনের কথা শুনে ভয় পেলুম।
কালিদাস ভাই আর আপনার থেকে অনেক কিছুই শিখে নিলাম!
আপনিও তো কালিদাসের মত অনেক বড় তথ্যা দিয়ে দিলেন। বি. সম্পর্কে এভাবে জানতাম না! সময় করে তখন মাঝেমধ্যে ব্লগে আসতাম, তাই সুযোগ হয়নি বি.সম্পর্কে আপনার মত জানার।
ভালই করলেন, গবেষণার কথার স্মরণ করিয়ে।
অনেক অনেক ধন্যবাদ আপু।
নির্মল শ্র, ভালবাসা আর শুভকামনা আপনার জন্য
২৬| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:২৮
কাওসার চৌধুরী বলেছেন:
তাজুল ভাই; এইটা কি করলেন!! একটা চমৎকার কবিতার বই বের করেন এই বই মেলায়। এখনও দুই সপ্তাহ বাকি। চাইলে এই সময়ে তিন ডজন কবিতা লিখে বই হিসেবে বের করে ফেলুন। আমি কিনবো, কথা দিলাম।
১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:১৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় কবি, গল্পকার ও প্রাবন্ধিক প্রিয় কাওসার ভাই,
আমার নিকট সূরা বাকারার মত দীর্ঘ কবিতা নাজিল হয় না।
আর সময়বেঁধেও নাজিল হয় না!
বলা নেই কওয়া নেই প্রিয়তমার মত হঠাৎ করেই
কবিতারা হৃদয়েতে ভর করে
তখনই বাহানা দেখাতে গিয়ে সেটা প্রকাশের চেষ্টা করি,
আর তাকে উপর থেকে সরাই!
সবসময় আবার সরাতেও পারি না!
নিজেই তার নিচে পড়ে থাকতে আনন্দ পাই!
অনেক ধন্যবাদ কাউসার ভাই!
কাব্যগ্রন্থ প্রকাশ আমার দ্বারা নয়!
আমি তো আমার প্রিয়তমার লাল টিপটাও সরাতে পারি না।
২৭| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১২:৫৭
একজন অশিক্ষিত মানুষ বলেছেন: সাহিত্য কথন নিয়ে বেশ ভালো আলোচনাইতো জমে উঠেছে। ভালো লাগল বিষয়টা জেনে।
১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:১৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কিন্তু বিষয়টা দুঃখজনক।
তারপরও আপনার ভালো লেগেছে জেনে আমার খারাপ লাগেনি।
শুভকামনা আপনার জন্য
২৮| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৮:১৮
তারেক_মাহমুদ বলেছেন: কবিতা সেতো অতি সহজ কামিজের ইলাস্টিক নামানোর চেয়ে,
হা হা হা ভাল বলেছেন তাজুল ভাই।
১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তারেক ভাই,
আমরা ব্যাচেলর, আমাদের গবেষণা পর্যন্তই তৃপ্তি। কিন্তু ওপাড়ার কবিদের শুধু গবেষণা নয়, এক একটা শব্দই যেন ধর্ষণকারী।
ধন্যবাদ তারেক ভাই৷
২৯| ১৪ ই জানুয়ারি, ২০১৯ সকাল ৯:১৮
রাকু হাসান বলেছেন:
আন্তরিক প্রতি মন্তব্য । শুভ সকাল আসেন ভাইয়া চা পান করি
এবং খুব ভালো আছি । আপনি কেমন আছেন ।
১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় রাকু হাসান,
এইমাত্র সিলেট এসে নামলাম। শীতের এই সাতসকালে যদি কেউ এরকম চা দেয় তাহলে তো মোমেন্টটা পূর্ণই তৃপ্তিকর হয়ে যায়।
অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা প্রিয়।
আমি চমৎকার আছি ভাই। আপনার আন্তরিকতাও কম কিসে
৩০| ১৪ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৯
অপু দ্যা গ্রেট বলেছেন:
শুধু কবিতা না গল্প উপন্যাস ও আছে
আমার বই কবে আসবে ?
১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:২৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
নীল দার স্টলে কি আপনার বই পাওয়া যাবে?
বইমেলায় পাওয়া গেলেই হল! খোঁজে নিব। চিন্তা করবেন না।
নামটা বলে দিবেন শুধু...
৩১| ১৫ ই জানুয়ারি, ২০১৯ ভোর ৬:৫৭
ল বলেছেন:
আসসালামু আলাইকুম।।
হাসুম না কদুম বুঝতে পারতেছি না --চঠি কবিতা এখডা লিহে ফালামু কইলাম
কবি ও কবিতার বেশ উপদ্রব আপনাকে জ্বলাতন করছে বুঝি।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ওয়া আলাইকুম সালাম,
দেশি ভাই, ভালো লাগলো আপনার মন্তব্য।
লিখে ফেলুন একখান রূপবতী চটি কাব্য
তবে ভাবি যেন না দেখে
না তেমন না! জ্বালাতনের তেমন কিছু না! ফাজলামি করে ওরা।
৩২| ১৫ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১১:১৬
মাহমুদুর রহমান বলেছেন: যারা এ ধরনের মনোভাব নিয়ে তা কবিতায় প্রকাশ ঘটায় তাঁরা পৃথিবীর সবচেয়ে বড় কুলাঙ্গার।
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
হাহ হা হ হা হা
কুলাঙ্গার জাতি নিয়েই পৃথিবী
আপনিও তিক্ত মনে হচ্ছে
৩৩| ১৭ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৬
আরইউ বলেছেন:
কালীদাস আপনার "চটি"র খরব দিলেন!
লেখা পড়ে আমিতো হাসতে হাসতে শেষ।
ভালো থাকুন, লিখতে থাকুন, সৈয়দ তাজুল!
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: উনার সুবাদে আমিও আপনার হাসিটি দেখে এসেছি। অনেক ভাল উদ্যোগ। ভালো লাগলো অনেক।
আপনিও ভাল থাকুন সবসময়
দেখে আসুন আরেকজনকে view this link
৩৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৩
নীল আকাশ বলেছেন: কিভাবে যে মিস করলাম এই ঝড় তোলা কবিতাটা????
যাক আপনার এই চটি কবিতাটা পড়ে কেউ কেউ পৌরুষত্ব খুঁজে পাবে, যেমন পেয়েছে সদ্য সাবালক কবি!
কাউসার ভাইয়ের প্রতি উত্তর কঠিনতম হয়েছে..........
ধন্যবাদ।
১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ঐটাই পরবর্তীতে পোস্ট হয়ে গিয়েছে
কী লজ্জার বিষয় তাই না (!)
আসলে কী কমু, নতুন সাবালকত্বে আসা এই কবিরা কবিতাকে এক একটা চটিকাব্যে রূপ দিতে দেখেই এই অকবিতা লেখা
যাক, আপনি এসেছেন দেখে অনেক অনেক ভাল লাগলো।
ভালোবাসা সবসময়ের মত। ♥
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৮
হাবিব বলেছেন: তাজুল ভাই সকাল সকাল চটি কেন???