নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বিনির্মাণে যাঁরা দিয়েছেন নিজেদের সর্বোচ্চ ত্যাগ, আমরা তো কেবল তাদের পথের যাত্রী।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

কবিতা, আমি আর আমার পবিত্রীর লাল টিপ

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:০৬



আমার নিকট সূরা ফাতেহার মত
একসাথে পরিপূর্ণ কোন কবিতা নাজিল হয় না,
তাহাজ্জুদ ওয়াক্ত কিংবা ঈশ্বরের চাহিদায়
সময় বেঁধেও নাজিল হয় না! 
বলা নেই কওয়া নেই প্রিয়তমার মত
হঠাৎ করেই
কবিতারা হৃদয়েতে ভর করে 
তখনই বাহানা দেখাতে গিয়ে
এটা সেটা প্রকাশের চেষ্টা করি, 
উপর থেকে সরানোর--চেষ্টা বলা যায়! 
সবসময় আবার সরাতেও পারি না! 
নিজেই তার নিচে পড়ে থাকতে আনন্দ পাই! 

আসলে কি আমি কবিতা লিখতে পারি?
আমি তো আমার পবিত্রীর স্বর্নাভ ললাটের
লাল টিপটাও সরাতে পারি না!


ব্লগার কাওসার ভাই আমার চটি কাব্যে মন্তব্য করে আমাকে কাব্যগ্রন্থ প্রকাশের প্রতি উৎসাহ দিচ্ছিলেন। তখনই উনার বিরুদ্ধে আমি একটা প্রতিমন্তব্য করি, যার ইষৎ মার্জিত অকাব্যিক রূপ এটা।

ছবিঃ গুগলের দোষ :`>

মন্তব্য ৫৮ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫৮) মন্তব্য লিখুন

১| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:১৭

আখেনাটেন বলেছেন: অসাম কবিতা! ঝাক্কাস কবিতা! কালজয়ী কবিতা! মহাকবি তাজুলকে নুরুভাইয়ের ফুলেল শুভেচ্ছা।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমাকে কি মফিজ পাইছেন যে, ফুল না দিয়ে ফুলেল শুভেচ্ছা দিবেন আর আমি সহজে মেনে নিব!

শুনেন, আপনি এমনিতেই আমার চতুর্মুখী পোস্টে টাশকিত(!) তারউপর এমন কুকুটলামি কিন্তু জাতি সহ্য করবে না! =p~ =p~

বিঃদ্রঃ খবর নিয়ে জানা গেলো, নির্বাচনের পর থেকে এই প্রতিমন্তব্য প্রকাশের আগ পর্যন্ত কোন সফল আন্দোলন হয়নি! সুতরাং বি-কেয়ারগুল! তা না হলে খেবেন কিন্তু গোল ;)

২| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬

বলেছেন: অসাম কবিতা! ঝাক্কাস কবিতা! কালজয়ী কবিতা!

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনিও এসেছেন রস দিতে!

এমনিতেই সমস্যায় আছি! 
খবর নিয়ে জানতে পারলাম ঘটনা সত্য
সময় নাকি ছ'মাসের...  :)


কেউ প্ররিমন্তব্যে উলটা কিছু বুঝিবেন না? ;) ;) ;)

৩| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৭

আরোগ্য বলেছেন: আর্টিস্টদের একটা কোয়ালিটি তারা খুব অগোছালো।
কবিতা কিন্তু বেশ, ভিন্ন রকম একটি লেখা দারুণ লাগলো।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: পুরান ঢাহার পুলাপান তো এতো ফাজিল না ;) =p~

এটা তো কবিতা না! আমি যে তাইনের(আমার প্রিয়ারতমার) লাল টিপ সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়েছি সেটাই বুঝাতে চাচ্ছি!

আমি কিন্তু পুরান ঢাহা আসছি, পাগল খেদাইতে!

৪| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩১

নীল আকাশ বলেছেন: তাজুল ভাই শুভ রাত্রী,
চাহিদায় না চাহিদাও হবে? সময়বেঁধে টাও আলাদা করে- সময় বেঁধে করে দিন!
এটা সেটা প্রকাশের চেস্টা করি, হলে কেমন লাগত?
ব্যর্থতা কবিদের কবিতা লেখার পাথেয়! শোক লেখার কলমের কালি! আর লালটিপ না সড়াতে পারলে অসুবিধা কি? স্বর্নাভ কপাল তো ধরতে পেরেছেন, সেটাই বা কম কিসের?
আধুনিক যুগের মহাকবি আখেনাটন যখন বলেছে অসাম কবিতা সেখানে আমি কোন ছাড়! আমার পড়তে ভালোই লেগেছে!
শুভ কামনা রইল!

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অকবিদের চাইবার অভ্যাস না থাকলেও সবজে অন্যের ভাল টিফিন বুঝে নিতে পারে ;)

জানেন, ওর স্বর্নাভ কপালে লাল টিপের চেয়ে আমার পাতলা ওষ্ঠদ্বয় ভালই মানাতো!


সতর্কতাঃ জানেন না তো মিয়া, আখেনাটেনের সাথে আর নিরব কুকুটলি চলতাছে! উনার সব কথা সমর্থনযোগ্য নয়!

৫| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪২

জাহিদ অনিক বলেছেন: কবি, আলবাত কবি।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কুস্তিগিরের নিচে পতিত হইয়া যখন খানকাহের একজন সাধারণ খাদিম কহিল "আমি আকাশ দেখিয়া ফেলিয়াছি, সুতরাং আমিই জয়ী" ;) =p~ =p~

৬| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৫

শাহাদাত নোমান বলেছেন: ভালো।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হে হে হে হে ;)

ভালা লাগলো তোমার মন্তব্য

৭| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

আরোগ্য বলেছেন: আরে তাজ ভাই পুরান ঢাহায় সাগতম। ভাবতাসি একটা জল্লাদ পাগলি আপনের গলায় ঝুলায়া দেই। সারাজীবন টিপ কিনা দিয়েন।

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই,

আপনার মত রোগহীন থাকতে গেলে যেক'টা লাগে তাবিজই তার সবগুলোই গলায় পড়মু, মাগার আপনাগো মহল্লার শাহেনশাহী আওরত নেহি ;)

আমি তো আমার খানকাহ পেতেছি আমার প্রিয়তমার জন্য।

৮| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৪৯

মনিরা সুলতানা বলেছেন: একটু আলাদা লেখা ;
সুন্দর!

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কী যে কন আপা! লজ্জা লাগে :`>

৯| ২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৪

জাহিদ অনিক বলেছেন:


আপনি মিয়া মজা লন!

২৯ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
এইখানা কিন্তু আমার কওনের ছিল! ;)

১০| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৩

আরোগ্য বলেছেন: মিয়া এতো ডরাইলে কেমবে অইব? যদিও পুরান ডাহায় জামাইরা বউরে ডরায়। :P

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:০৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি কিন্তু এই দলে পইরা যান! ;)


আচ্ছা, কাচ্ছি বিরানী কেমন আছে?
কিউট কিউট যুবতিরা কি আগের মতই কাচ্ছি খাওয়ার বিরুদ্ধে গাণ গায়? নাকি তারা এখন এ নিয়ে কবিতা লেখে?

১১| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৩২

আরোগ্য বলেছেন: ভাত খাইতাসিলাম তাই দেরি অয়া গেল। কাচ্চি বিরিয়ানীর কথা কয়া খাবারটাই শেষ কইরা দিলেন। পোলাও দেখলে আর ভাত ভাল লাগে না।
পুরান ঢাকার মাইয়ারা বিয়ার আগে থাকে দেশি মুরগী আর বিয়ার পর জামাইয়ের মাথা খায়া হয়া যায় পুরা ব্রয়লার মুরগী। :-P

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: স্যারি ফর দ্যাট!
আপনার উপর দিয়ে আগত বা চলন্ত বেখামা পানিসম্যান্টের জন্য সমবেদনা জানাচ্ছি।
পরকথা হইলো গিয়া, যাই বলেন না কেন! আমি কিন্তু আসতাছি কাচ্চি খেতে! ;) :P

১২| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১২:৪৬

রাফা বলেছেন: আহা … কবিতা্যই বলা যায় এমন করে।
ভালো লাগছে স্রষ্ঠার প্রতি ক্বতজ্ঞতায়।

ধন্যবাদ,সৈ.তা.ইসলাম।

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হু,

ধন্যবাদ রাফা ভাই।

১৩| ৩০ শে জানুয়ারি, ২০১৯ ভোর ৪:৫০

কাওসার চৌধুরী বলেছেন:



মোর অনুরোধের ঠেলায় পড়ে "এই খুশিতে, ঠেলায়, ঘুরতে" একখান মহাকাব্য লিখিলেন এজন্য নোবেল টোবেল পাইলে কিন্তু অর্ধেকখানা আমাকে দিতে হইবেক, তাজুল ভাই। না হলে কপিরাইট/আইডিয়াটাইপ মামলা করুম!!

লন, একখান কবিতা শুনাই-

আদর ক’রে মেয়ের নাম
রেখেছে ক্যালিফর্নিয়া,
গরম হল বিয়ের হাট
ঐ মেয়েরই দর নিয়া।
মহেশদাদা খুঁজিয়া গ্রামে গ্রামে
পেয়েছে ছেলে ম্যাসাচুসেট্‌স্‌ নামে,
শাশুড়ি বুড়ি ভীষণ খুশি
নামজাদা সে বর নিয়া–
ভাটের দল চেঁচিয়ে মরে
নামের গুণ বর্ণিয়া।

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কাওসার ভাই,



আপনি কিন্তু ভাই জটিল মানুষ, সব জায়গায় জয়টা ছিনিয়ে নেন! এই যেমন ভোজন বাড়ি রেস্টুরেন্টের বিরাট ভোজনের বিল তারপর এখানে এসে ব্লগারদের মন, সর্বোপরি আমার প্রাপ্ত নোবলটিও! তাও আবার আপনার পক্ষে সাক্ষীয় (নীল আকাশ) পেয়ে গেলেন। আপনার উদ্দেশ্যটা কী পরিষ্কার করে বলবেন?
আমি কিন্তু বড়ই টেনশিত আছি কয়ে দিলুম B:-)



কবিতা তো নয় যেন মুক্তোর হার!
অনেক ভাল লাগলো ভাই।
আপনার সাথে আল্লাহ চাহে তো আবার দেখা হবে।

১৪| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৭:৪০

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৪২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ;)

১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৮:২৮

আর্কিওপটেরিক্স বলেছেন: চোখটা সেই ;)
কবিতা জোসস হয়েছে B-))

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
হু, সেইইইইইইইইইইইইইইইইইইইইইইইইই

এটা দেখছি কবিতা হয়ে গেছে ;)

চিন্তা করবেন না! এ উপলক্ষে একটা মিলাদের আয়োজন করা হপে ;)

১৬| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৩৬

নীল আকাশ বলেছেন: কুস্তিগিরের নিচে পতিত হইয়া যখন খানকাহের একজন সাধারণ খাদিম কহিল "আমি আকাশ দেখিয়া ফেলিয়াছি, সুতরাং আমিই জয়ী" ;) =p~ =p~ - দিনের সেরা পড়া মন্তব্য! বস!!

আদর ক’রে মেয়ের নাম
রেখেছে ক্যালিফর্নিয়া,
গরম হল বিয়ের হাট
ঐ মেয়েরই দর নিয়া।
মহেশদাদা খুঁজিয়া গ্রামে গ্রামে
পেয়েছে ছেলে ম্যাসাচুসেট্‌স্‌ নামে,
শাশুড়ি বুড়ি ভীষণ খুশি
নামজাদা সে বর নিয়া–
ভাটের দল চেঁচিয়ে মরে
নামের গুণ বর্ণিয়া।
- যা পুরষ্কার পাবেন আপনার দুইজন ভাগাভাগি করে নিবেন। এটাও সেইরকম হয়েছে!

৩০ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বুঝতে পারলুম,আপনিও নিরবে ষড়যন্ত্র করছেন! দেখুন এখানে কোন ভাগ হবে না কয়ে দিলুম B:-)
হ্যা, সাহস থাকলে সরাসরি কী করতে পারেন দেখি! আমি কিন্তু খুব মাইরখুর(!) আমার রাগ উঠলে কিন্তু পুরো নোবল আপনার মাথায়......

;) B:-/

১৭| ৩০ শে জানুয়ারি, ২০১৯ সকাল ৯:৪৯

স্রাঞ্জি সে বলেছেন:

কবিতায় মাইনেস X((

পুনশ্চঃ কি জন্য জিগায়েন না।

৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বুঝতে পারলুম,
আপনি এটাকে নিয়ে সন্দিগ্ধ হয়ে মাইনাসের খেলায় মজতাছেন। বেপার বা! জিংগামু না!

আপনার জন্য এক গ্লাস ঠান্ডা জল

১৮| ৩০ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:৩১

পদাতিক চৌধুরি বলেছেন: বহুত জ্যোস হ্যয়। শুদহু পুরহানো ঢাইকায় ঝাইয়েন না। আরোগ্য ভাইএর কথাতে বুঝতাছি আরোগ্যলাভ না হইতেও পারে। আমার কিন্তু মন ডরাইতেছে। অনেকর সুন্দর লাগতেছে ঝখোন হামারও মতে সেই রকমই বাজিল।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হা হা হা হা

মাস্টার দা, আমারে এত্ত বোকা পাইছেন, আপনারে রাইখা আমি যামু না কইতাছি(!) ;)
আরোগ্য যতই পেয়ালার উপরে দুধের প্রলেপ দেখাক ভেতরে যে পানি সেটা আমি জানি ;)

১৯| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: একটা লিখার চেষ্টা করবো.......
অবশ্যই অং বং কবিতা ...... ;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সেলিম ভাই,

আপনি পারবেন বটে, তবে চেষ্টা করতে যাইবেন না! ;)
শেষে ;);) ....

২০| ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩০

আর্কিওপটেরিক্স বলেছেন: সব কবিতা হয় না ;)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সব কবিতা কবিতা হয় না; সব কবিতা অকবিতাও হয় না ;)

২১| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫৮

শাহারিয়ার ইমন বলেছেন: ক্যমন যেন লাগল B-)

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
;)

২২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:১৮

বলেছেন: আসসালামু আলাইকুম প্রিয় ভাই।

নতুন লেখা কোথায়।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

ওয়া আলাইকুম সালাম প্রিয় দেশি কবি ও গল্পকার ভাই,

একটু ব্যস্ততায় সাঁতার কাটছি।

আর আমার আবার লেখা ;)
এগুলো হচ্ছে সুকুম্বোদাইগিরী ;) ;)


২৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫

রাকু হাসান বলেছেন:

মন্তব্য ও প্রতি উত্তরে মজা পাইলাম B-) । আমিও কহিতে চাই মিয়া মজা লন
:P B-))
আছেন কেমন ভাইয়া ।

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

জাহিদ অনিক ভাই বিশাল মজার মানুষ, আপনি যদি উনার সাথে আমার চলমান ম্যাসেজগুলো দেখেন, তবে আপনি লাফাইতে লাফাইতে নিজেকে মজনুকুলের শ্রেষ্টতম মজনু বিয়া দাবি করিবেন নির্গাত। আসলে সব ব্লগাররাই রসিক। মনে আনন্দ দেয়ার অপ্রাণ চেষ্টা তারা সবসময় করে যান।

ভালই আছি। আপনি কেমন আছেন?
হুজরাখানার সব্বাই কেমন আছেন?
খানকার উতাল পাতালের খবর কী?
সব জানাইয়েন(!)

(গোপনে বলি, কাউরে বইলেন না, আই ল্যাভু ;) )


২৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৫৬

ওমেরা বলেছেন: প্রিয়তমাকে দেখে ভয় পান? যে কপালের সরাতে পারেন না, হাতে কাজ না প্লাস নেন সেটা দিয়ে টান দিলেই টিপ সরে যাবে ।

কবিতা ভালো লেগেছে।ধন্যবাদ।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
=p~ =p~ =p~ =p~

ওমেরা আপু,
অনেক্ষণ হাসলাম =p~


আপনি এমন কঠিন মন্তব্য করলে কবিতা পোস্ট করতাম না (!) বাপরে-বাপ। প্লাস দিয়ে (!?) :D


আপু, আমার বন্ধুরা বলে আমার হাত নাকি অতি মোলায়েম (!) X((
আমি বুঝে পাই না! এতো কোপাকুপি করার পরও আমার হাত মোলায়েম (!)

এই মোলায়েম হাতেই ওকে স্পর্শ করতে আমার হৃদয় কাপে, সেখানে আবার প্লাস(!) :||

যাই হোক, সময় সুযোগ করে অকে একবার বলার চেষ্টা করবো! দেখি আল্লাহ কী করে ;)




২৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩০

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম,




বলা নাই, কওয়া নাই, গুগলের দোষে দুষিত হৈয়া, কবিতার বাহানায় রাঙা টিপের যে একখানা ছবি নাজিল কইর্লেন সদর দরজায়, তাহতেই বুইজ্জ্যা লওয়া গ্যালো খাঁচার মৈদ্যে কোন অচিন পাখি ফাল পাড়ে!
নতুন কৈর্রা আর কবিতা ল্যাখনের কাম কি? যে কবিতা ঝুলাইয়া রাইখলেন এইখানে তাহা মনের মৈদ্যে থন দড়ি দিয়া টাইন্নাও সরান যাইতো ন। ;)

কে বললে, কবিতা লিখতে জানেন না? খুব চমৎকার হয়েছে কবিতাটি আর কবিতার প্রতি আপনার প্রেমের ভাষাটিও। শিরোনামটিই তো কাব্যিক।

১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:

কিছু মন্তব্যের প্রতিমন্তব্য দিতে গেলে অনেক সময় নিয়ে ভাবতে হয়। যাই হোক, আপনার মন্তব্য আমায় ভাসিয়ে নিয়ে গিয়েছিলো অনেক দূর। এতো সুন্দর মনোমুগ্ধকর মন্তব্য দেখে আসলেই খুব ভাল লাগছে। আপনি আমাদের মুরব্বি হিসেবে আমার ও আমার পবিত্রীর জন্য দু'আ করবেন, যেন আমিও সে একে অন্যের জন্য যোগ্য হয়ে উঠতে পারি ;)
(উচ্চস্বরে দু'আ করতে হবে নো ;) )

ভালবাসা জানবেন প্রিয় ভাই।


২৬| ০৯ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:১০

রাকু হাসান বলেছেন:

হাহাহাহাহা B-)) =p~ , খাইছে মজনু হইতে যামু না , B-))
বিন্দাস আছে উতাল,পাতাল খানকায়ে সউবববববব B-))

খানখায়ে আউলাঝাউলার খবরটা জানিতে চাই =p~

ওকে আমিও........টু

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বাপু, তুমি পারও বটে।


নিখুঁতভাবে একটা লাভ দিলা ;)

আমি তো আউলাঝাউলা হইযাইতাছি!

বিলকুল আশেকে এলাহি কারবারসারবার। =p~

২৭| ১২ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৭

জুন বলেছেন: আপনি অবশ্যই কবিতা লিখতে পারেন। নাহলে এত সুন্দর একটি কবিতা কখনোই লিখতে পারতেন না। অসাধারণ কবিতায় অনেক ভালোলাগা রইলো সৈয়দ তাজুল ইসলাম।
+

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:৩১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,

আপনার মন্তব্যে আমি পুরাই টাশকিত ;)
আপনার আগমন ও এমন মনোমুগ্ধকর মন্তব্য আমাকে সত্যি মুগ্ধ করেছে। কবি হওয়ার এই বিশাল সৌভাগ্য আমাগোরে দিয়ে হবে না জানতুম ;)

ধন্যবাদ আপু।

২৮| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১

মাহমুদুর রহমান বলেছেন: মনোমুগ্ধকর

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ;)


সত্যি? না কি কপালের টিপটা আপনায় মুগ্ধ করলো?

২৯| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১০

মাহমুদুর রহমান বলেছেন: সত্যি? না কি কপালের টিপটা আপনায় মুগ্ধ করলো?


আমি মানুষের কথার প্রশংসা করতে ভালোবাসি রুপের নয়।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি প্রেমে পড়েননি মনে হচ্ছে (!)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.