নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের সন্তান
ক্যামেরার সামনে আছেন ভাই কাল্পনিক_ভালবাসা, নজরবন্দির কারিগর অগ্নি সারথি, ব্লগারদের প্রিয় সঙ্গি নীল সাধু ও সৈয়দ তারেক ভাই।
বায়স্কোপে অটোগ্রাফ দিচ্ছেন কাওসার ভাই, পাশে আমাদের সকলের প্রিয় সিনিয়র ব্লগার নিভৃতচারী .... এস
প্রামানিক ভাইকে ভালবাসার লাল টিপ লেপ্টে দিচ্ছেন আসাদ ভাই।
ভাই হামিদ আহসানও অটোগ্রাফ দেয়ায় ব্যস্ত
লিলিয়ান আপুর মারিজুয়ানা হাতে ক্যামেরার সামনে প্রামাণিক দা, কাওসার ভাই ও বহু গ্রন্থের কারিগর লিলিয়ান আপু।
নীল দা অটোগ্রাফ দিচ্ছে না প্রেমের অনুকাব্য লিখছেন বুঝতে পারছি না
বায়স্কোলের কারিগর, চাহনিটাই যেন মুগ্ধকর
লিলিয়ান আপুর বই কেনার সময় আহমেদ জি এস ভাইয়ের কেনা বই, সাতটি ব্যাগ বইয়ে পরিপূর্ণ; তখনো অর্ধেক কেনা বাকি।
এখন কিছু একশন মোমেন্ট ♥♥♥
♥
♥
♥
♥
♥
♥
♥
♥
০০০৩ নং সতর্কবার্তাঃ এবারের বইমেলায় ব্লগারদের যত বই প্রকাশ হয়েছে সবগুলোই কিন্তু আহমেদ জি এস ভাই কিনে নিয়েছেন; মৌরী পর্যন্ত বাদ যায়নি । হয়ত উনি এগুলো নিয়ে কিছু একটা প্রকাশ করবেন। সুতরাং আপনাদের খবর আছে
ভয় পাবেন না, সাথে উনি বিনামূল্যে এন্টিবায়োটিক দিয়ে দিবেন।
হ্যাশট্যাগঃ গতকালের বইমেলায় আমার কিছু কমপ্লেন বক্স তৈরি হয়েছে, সেগুলো এক-এক অরে শায়মা আপু, জাহিদ অনিক, আরোগ্য, হাবিব ভাই প্রমুখদের মাথায় ভাঙবো কয়ে দিলুম
বইমেলায় আসুন, বেশি করে বই কিনুন।
সবাই ভাল থাকুন, সুস্থ থাকুন।
ছবি সহায়তায়ঃ আমরা সবাই
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি ভাই নিচুতলার মানুষ। আমার কথা রাখুন।
আপনি ভাল আছেন তো?
আপনার কবিতা কই?
২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৯
সনেট কবি বলেছেন: আমিও আপনাদের সাথে থাকতে পারলে ভাল হতো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ ফরিদ ভাই।
থাকলে অবশ্যই ভাল হত। আর কিছু না হোক, আরেক কাপ কফি মিলতো...
৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩১
মোঃ ফখরুল ইসলাম ফখরুল বলেছেন: শুভেচ্ছা
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনাকে আমার ব্লগবাড়িতে স্বাগতম।
ভালবাসা জানবেন।
৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৩
ম্যাড ফর সামু বলেছেন: এ আফসোস কি আমার ফুরাবে কখনও
ইশ! কি ভুলটাই না করলাম! এটা কি গতকালকের অভিজ্ঞতা নাকি আজকের?
যা হোক তবুও তো কিছু কিছু গুণী মানুষদের ছবি দেখে নিজেকে তৃপ্ত করা গেলো। আর এ কাজের পুরো কৃতিত্বটাই আপনার! অসীম কৃতজ্ঞতা আপনার জন্য।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: জ্বী এটা গতকালের।
জ্বী না, একাজের পুরো কৃতজ্ঞতা আমার না, এর কিছু ছবি আমার তুলা ঠিক, তবে নীল দা সহ সবারই কৃতিত্ব অনেক।
ভুলের কিছু নাই। আপনি আপনার নিক পরিবর্তন করে সুন্দর একটি নিক সেট করে আমাদের সাথে দেখা করার প্রস্তুতি নিয়ে আদের জানিয়ে দিবেন
ভাল থাকুন।
৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৮
শাহরিয়ার কবীর বলেছেন: আমিও নিচুতলার মানুষ। লেখালেখি সামুর বাহিরে কিছু চিন্তা করতে পারি না।
তবে এবার “লেখাজোকা’তে আমার একটি কবিতা আছে !!
গতকাল অল্প সময়ের জন্য বইমেলাতে ছিলাম ...........
আমি ভালো আছি ভাই ; আশা করি আপনিও ভালো আছেন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
শাহরিয়ার ভাই,
আপনার কবিতাটি পড়া হয়েছে। অনেক সুন্দর লিখেছেন ভাই।
আমি ভাই সত্যিকারের নিচুতলার ব্যর্থ মানুষ। দেখেন না, অনেক ইচ্ছে ছিল, গোপনে গিয়ে প্রিয় বইগুলো কিনে গোপনেই চলে আসবো, কিন্তু কাওসার ভাই, তারেক ভাই, শিখা আপুরা সেই সুযোগ দিলো না।
যাই হোক, একটা স্পেশাল দাওয়াত আছে, পরবর্তী পোস্টে জানাচ্ছি।
৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৬
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: উপরের মন্তব্যটা ডিলিট হবে,
কী ব্যাপার তাজুল! নীচের ছবিগুলোর সাথে বর্ণনা কই???
ছবিগুলো দেখে হিংসে হচ্ছে। এই কাভার কারণে আমার লুকিয়ে বেড়াতে হয়।
শেষ থেকে উপরের দিকে তিন নাম্বারে শিখাপুর সাথে ঐ মেয়েটা কে???
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হু, হয়ে গেছে।
নিচের ছবিগুলোর ক্যাপশন দিতে গেলে অনেক গোপন তথ্য বেরিয়ে আসবে। তাই আলো আঁধারীর খেলা পাতা হয়েছে।
আপনি জাদিদ ভাইকে একদিন বলেন, যেন উনি একদিন বইমেলায় না আসে, আর এই সুযোগে আপনি ফ্যামিলিসহ চলে আসুন। ব্লগারদের বই কিনুন।
আর শিখা আপু আগামী ২৮ তারিখ পর্যন্ত দেশে আছেন। আপনি চাইলে এর ভেতরে কোন একদিন উনার সাথে যোগাযোগ করে এসে ঐ রূপসীর তথ্যটা জেনে নিন
৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৪৯
নাহিদ০৯ বলেছেন: সবাই একসাথে মেলায় যাবে এটা কি গোপনে আলোচনা হয়েছিলো? এ সংক্রান্ত কোন পোস্ট চোখে পড়েনি। নাহলে অবশ্য অবশ্যই যেতাম।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: না না, এমন কোন গোপন আলোচনা আমাদের মধ্যে হয়নি। এটা তো আমাদের এক-এক জনের জন্য আলাদা আলাদা সারপ্রাইজ ছিল। হ্যা, আপনি থাকলে আরো মজা হত নিশ্চিত।
বইমেলায় এতো দ্রুত যাওয়ার কোন ইচ্ছে আমার ছিল না। আপনারাই তো আমাদেরকে আকর্ষিত করলেন
ধন্যবাদ ও ভালবাসা।
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫১
তারেক ফাহিম বলেছেন: বিকেলে যাওয়ার পরিক্লপনা ছিল, অাবদুল্লাপুরে ইজতেমার জ্যাম দেখে অার যাওয়া হয়নি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমি তো আরো ভেতর থেকে এসেছি।
জুম'আ পড়েছি ইজতেমায়, এরপর ধীরেধীরে বইমেলার দিকে আগাইছি। যদিও অনেক কষ্ট হয়েছিল, তবে বইমেলার প্রাপ্তিগুলো সব কিছু মুহূর্তেই ভুলিয়ে দিয়েছে।
আপনি আগামীতে যখন যাবেন, আমাকে জানাবেন।
ভাল থাকুন সবসময়।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৫৯
শায়মা বলেছেন: সবাইকে দেখে অনেক ভালো লাগছে....
অনেক অনেক ভালোবাসা ভাইয়া!!!!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপু,
পোস্টের হ্যাশট্যাগ দেখুন (!)
মজা নিলুম
১০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:২১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
ভালো আল্গলো ছবি গুলো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ,
সূরভি ভাবিকে পেলে হয়ত আমরা আরো ধন্য হতাম, আপনিই আসেন না, উনাকে পাওয়া তো অনেক দূর
১১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৫
হাসান জাকির ৭১৭১ বলেছেন: পূর্ব নির্ধারিত কোন আয়োজন থাকলে হয়ত আরো অনেকের সাথেই দেখা হবার সুযোগ তৈরি হত।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এমনটা কমই হয়।
আর কম হওয়াই উচিত।
যাই হোক, সামক্নে একদিন আসুন, আসার পূর্বে সবাইকে জানিয়ে দিবেন, সবাই নিজ নিজ সাধ্যমতো চেষ্টা করবে।
ধন্যবাদ প্রিয়জন।
১২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৫৩
তারেক_মাহমুদ বলেছেন: সত্যি দারুণ পোষ্ট, কালকের বিকেলটা আসলের আর দশটা বিকেলের চেয়ে একটু আলাদা ছিল।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সত্যি তারেক ভাই,
কালকের দিনটি ছিল অন্য দশটি দিনের চেয়ে আলাদা। ভাগ্যিস আপনি আমায় আহমেদ জি এস ভাইয়ের সাথে বিদায় দেননি। আপনার কাছে আমি চিরঋণী হয়ে থাকলুম ভাই
১৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৯
নজসু বলেছেন:
দারুণস্য।
প্রিয় ব্লগারদের মুখচ্ছবি মনে প্রশান্তি এনে দেয়।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
হু,
আপনাদের সাথে তো সাক্ষাৎ হয় না; আদের কপাল মন্দ বলতে হবে
১৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০
নজসু বলেছেন:
কয়েক বছর আগে প্রিয় নীল সাধুর দেখতে ঠিক চঞ্চল চৌধুরীর মতো ছিলেন।
অথবা, চঞ্চল চৌধুরী দেখতে প্রিয় নীল সাধুর মতো।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
নীল সাধুর ইম্প্রুভ হয়েছে ভাই।
এখন উনাকে অনেক সুইট লাগে তাই না
যাই হোক, দু'আ করবেন যেন আমরা দ্রুত আরেকটা মিলনমেলার আয়োজন করতে পারি।
১৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১
সত্যপথিক শাইয়্যান বলেছেন: এতো ছবি দিয়ে মহাকাব্য লিখন!
ইস! আমি আড্ডা দিতে পারি না! তাই, মিস করি আপনাদের খুব!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি তো ঢাকাতেই আছেন বললেন, তবু আসলেন না। প্রতিদিন সন্ধার পর বইমেলায় বিশেষ করে এক রঙা এক ঘুরির স্টলে ব্লগারদের কাউকে না কাউকে পাবেন নিশ্চিত।
ভাল থাকুন প্রিয় ভাই।
১৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩
প্রিন্স হ্যামলেট বলেছেন: কাউকে চিনলাম না
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:০৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ব্লগে তোমাকে স্বাগতম।
হয়ত আমরা দ্রুত কোন একদিন আবারো মিলিত হব। যদি সম্মিলিতভাবে আয়োজন করা হয়, তবে জানানো হবে। তখন এসে সামনাসামনি চিনে নিও।
ধন্যবাদ।
১৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২
আরোগ্য বলেছেন: কি??????
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: মিয়া,
আপনি তো ভাইগা থাকলেন। ভাবছিলুম, আপনি পুরান ঢাহার বিরানি নিয়ে বইমেলায় উপস্থিত ব্লগারদের সারপ্রাইজ দিবেন। বিরানী তো দূরে থাক, আলনাকেই পাওয়া যায়নি (!)
যাই হোক, দেখা হলে খবর আছে, অভিযোগ বক্স মাথায় ভাঙবো কয়ে দিলুম
১৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩২
শায়মা বলেছেন: কেনো আমি কি করেছি!!!!!!!!!
সব বক্স জাহিদ অনিক ভাইয়ার মাথায় ভাঙ্গো প্লিজ!!!!!
আমার মাথায় এখন অনেক কাজ । বক্স ভাঙ্গলে সব ভেঙ্গে যাবে!!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কবিরে পাইলে তো আপু খবর ছিল উনার (!)
যাই হোক, আপনি কিন্তু ধৈর্যের সাথে কাজ শেষ করে বইমেলায় আসুন, আপনের খবর আছে। আমগোরে কী পাইছেন ( বইমেলায় রঙ চায়ের কোন স্টল পাইনি কেন?)
১৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৯
রিম সাবরিনা জাহান সরকার বলেছেন: সামু পরিবারের কৃষ্টিশীল মানুষগুলোর প্রতি একধরনের টান অনুভব করি। কোন দিন যদি এমন একটা মিলনমেলায় আসতে পারতাম! আপনারা অনেক ভাল থাকবেন, এই কামনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:১৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,
আমরা সবসময়ই আপনাদের উপস্থিতি একান্তভাবে কামনা করি। বিশেষ করে আপনার মত সিনিয়র ব্লগারদের উপস্থিতি আমাদের অনেক বড় প্রাপ্তি হত। আমাদের কপাল মন্দ। যাই হোক, সম্ভবত সামনের কোন একদিন আমরা আবারো মিলনমেলার আয়োজন করবো। তখন কিন্তু মিস করলে চলবে না।
অনেক অনেক শুভকামনা আপু।
২০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
চাঁদগাজী বলেছেন:
বইমেলায় ব্লগারদের বই কেমন করছে?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
সেলেটের বইমেলায় কাওসার ভাইয়ের বই বিক্রি তালিকায় শ্রেষ্ট ছিল, ঢাকাতেও পাঠকদের খুব ভালবাসা পেয়েছে।
"আলহামদুলিল্লাহ, কোন প্রকার উদযাপন ছাড়াই জীবনের ব্যাকরণ প্রথম ৫০০ কপি বিক্রি শেষ।"
বইমেলার দশদিনের মাথায় আমার ইনবক্সে ব্লগার ল এর কাব্যগ্রন্থ "জীবনের ব্যকরণ" সম্পর্কে উপরের তথ্য এসেছিল।
কালকে বইমেলায় গিয়ে দেখলাম, আমাদের লিলিয়ান আপু, শিখা আপু, অগ্নি সারথি, সবাই পাঠকদের সময় দিতে খুব ব্যস্ত।
আলহামদুলিল্লাহ ব্লগারদের বই অনেক ভালই বিক্রি হচ্ছে।
ধন্যবাদ চাঁদগাজী ভাই, এতো আন্তরিকতার সাথে ব্লগারদের খবর নেয়ার জন্য।
২১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৫
ভুয়া মফিজ বলেছেন: ব্লগারদের নুরানী চেহারা দেখে খুব ভালো লাগলো। হয়তো কোন একদিন সামনাসামনি সবার সাথে দেখা হবে।
ততোদিন পর্যন্ত সবাই ভালো থাকুন।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভুয়া মফিজ সাহেব,
ভাওতামি বাদ দিয়ে ২৪ নং মন্তব্যটি দেখুন। দেখুন একজন প্রত্যক্ষদর্শির সাক্ষী । এখন আপনি কী কবেন?
২২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৬
শায়মা বলেছেন: ভাইয়া!!!!!!! ভুয়া মফিজ ভাইয়া তুমি দেখা দাও.....
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,
প্রত্যক্ষদর্শীর সাক্ষী দেখুন ২৪ নং মন্তব্যে।
মফিজ ভাইয়ের খবর আছে, দেখা হলে উনার ভুয়াগিরি ছাড়ামো কয় দিলুম
২৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২০
শায়মা বলেছেন: জাহিদভাইয়া চায়ের স্টল দেবে!
আমি রং চা খাইনা!
আমি গ্রিন টি বক্স পাঠিয়ে দেবো!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হা হা হা হা হা।
জাহিদ অনিক ভাই যদি স্টল দেয়, তাহলে তো ভালই জমবে
চা খেতে খেতে বিনামূল্যে কবিতা শুনা যাবে। হয়ত তখন নিজেকে ইউরোপের কোন পর্যটন স্থানে আবিস্কার করবো।
আপু, এমি তো এখনই নিজেকে সেই মুহূর্তে নিয়ে গেছি
পাঠিয়ে দিয়েন আপু, পাঠিয়ে দিয়েন। আমি এগুলো খুব পাহারা দিতে পারি
২৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:২৮
প্রামানিক বলেছেন: শায়মা হক, শেষের ছবিতে জী এস ভাইয়ের সাথে দাঁড়ানো লোকটিই ভুয়া মফিজ
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনাকে ধন্যবাদ প্রিয় ছড়াকার ভাই।
আপনার জন্য হাদিয়া আছে
২৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩২
প্রামানিক বলেছেন: শায়মা হক, আমার উপরের মন্তব্যটি ভুল বশতঃ হয়েছে। উপরের ছবিটি তাজুল ইসলামের।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বলুন,
সদা সত্য বলিব, কখনো মিথ্যা বলিব না(!)
দাদা প্যাঁচ লাইগা গেছে। আপনি ঠিক করে দেখুন তো, এটাই মফিজ, তাই না।
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনি শুধু হ্যা বলুন হ্যা
২৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৯
ভুয়া মফিজ বলেছেন: ভাওতামি বাদ দিয়ে ২৫ নং মন্তব্যটি দেখুন। দেখুন একজন প্রত্যক্ষদর্শির সাক্ষী । এখন আপনি কী কবেন?
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেখুন, আপনি কিন্তু শান্ত পরিবেশ নষ্ট করছেন,
একজন প্রত্যক্ষদর্শী সাক্ষীর উপর ক্ষমতা প্রয়োগের অপচেষ্টা করছেন।
সাক্ষীকে চশমাটা লাগাতে দিন, উনি উপরের কথা বলেছেন।কিন্তু উপরে তো একজন না, অনেকজন মানুষ দাঁড়িয়ে আছেন।
চোরের মনে পুলিশ পুলিশ
২৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৪৯
শায়মা বলেছেন: হা হা হা হা হা হা হা হা হা হা ভুয়া মফিজ ভাইয়া, প্রামানিকভাইয়া আর তাজুভাইয়া!!!!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু, আপনি দেইখা যান,
ভুয়া মফিজকে ধরা দিতেই হবে
প্রত্যক্ষদর্শী সাক্ষী যদি ঐ পক্ষ থেকে কোন প্রকার মালপানি গ্রহণ না করেন, তবে ভুয়া মফিজ আজ ধরা পরবেনই।
২৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৫১
ভুয়া মফিজ বলেছেন: আমার ব্লগের পান্চলাইনটা আবার দেখেন। ভুয়া মফিজের সাথে ভুয়ামি না করাই ভালো...
অল্প কথা, কাজ বেশী!!!!!
১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:০০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনি কী রাস্তার পাশে বসে এন্টিবায়োটিক বিক্রি করতাছেন মিয়া?
অল্প কথা, কাজ বেশী!!!!!
কচ্ছেন,
আপনার উপর যথেষ্ট সন্দেহ করা যায় (!)
আপনি তো মনে হয় সাক্ষীকে মালপানি খাওয়াচ্ছেন।
২৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৩৫
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম,
এভাবে যে তুলে ধরবেন বুঝতে পারিনি।
ব্লগারদের বই কিনি প্রতি বছরই তাদের কে উৎসাহ দিতে। তারা যেন আগামীতে আরো পরিপক্ক লেখা নিয়ে আসার সাহস পান। নিজেদের ঋদ্ধ করে তোলার সুযোগটি অপচয় না করেন। তবে আমার দৃষ্টিটা থাকে প্রথিতযশা লেখকদের প্রবন্ধের দিকে । খুব একটা পাইনে কারন অসংখ্য নবীন বই লিখিয়েদের বইয়ের ভীড়ে ওগুলো খুঁজে পাওয়া দুষ্কর, তাছাড়া মনে হয় প্রকাশকরা এসব প্রকাশে উৎসাহী নন। আর একালের প্রতিষ্ঠিত লেখকদের প্রকাশনা হয় কবিতা, নয় গল্প বা উপন্যাস। স্বীকার করছি, ওসবে আমার আগ্রহ কম।
আর এন্টিবায়োটিক খাওয়া ভালো নয় এবং অহেতুক খাওয়া তো মোটেই স্বাস্থ্য সম্মত নয়। ব্লগারদের বই নিয়ে আমার শুধু পড়া ছাড়া তাদের বইয়ের রিভিউ করার কোনও দুঃস্বপ্ন নেই। কারন কোনও কিছু রিভিউ করার মতো জ্ঞান ও প্রজ্ঞার কোনটাই আমার নেই। বই লিখিয়ে ব্লগারদের কাছে আমি শুধু দুঃখ প্রকাশ করতে পারি !
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনার সঙ্গে কাটানো বইমেলার সময়টুকু আমার জন্য অনেক আনন্দদায়ক ছিল। এক স্টল থেকে আরেক স্টল, ভীড় ঠেলে প্রিয়তমাদের সাক্ষাৎ লাভ। কফির পর বিদেশি নেশায় প্রেমিকাকে চুম্বন; সবই সব মিলিয়ে এক স্বপ্নের মধ্যে ছিলাম।
বইমেলায় ঢুকেই নিজের পছন্দমতো কিছু বই কিনে নেই, সুযোগ খোজ ই কিভাবে দ্রুত বের হব, এর মধ্যে তারেক ভাইয়ের কল।আর কাওসার ভাইয়ের প্রেমের বন্ধন আমাকে বের হতে দেয়নি। আর ঠিক ঐমুহূর্তেই কাওসার ভাইয়ের মোবাইলে শিখা আপুর কল আর আর আপনার আগমমের সংবাদ। অত:পর আপনাকে নিয়ে আড্ডা। শেষমেশ তারেক ভাইয়ের সাথে ঘুরাঘুরি করতে গিয়ে একে একে সবার সাথে সাক্ষাৎ হয়ে গেলো। সবই দয়ালের দান।
আপনার বই কেনার সিস্টেমটাই সবার থেকে আলাদা। বই লেখক সহ একেবারে স্টল নাম্বার টাইপ করে নিয়ে এসেছেন। খোঁজে খোঁজে ব্লগারদের বই ব্যাগে ভরেছেন। সময় করে একবার সব বইগুলোর ছবি কি এক ক্লিকে জায়গা করে দেখাতে পারবেন?
হ্যা, তা ঠিক, ফালতু এন্টিবায়োটিক গ্রহণ অস্বাস্থ্যকর, তবে আপনার থেকে লেখকরা রিভিউ আশা করতেই পারেন। ব্লগাররা সংশোধন চান। নিজেদেরকে আরো ঋদ্ধ করতে তারা আপনার পরামর্শ চাইবেন নিশ্চয়। সেখান থেকেই আমি অনুরোধ করবো , সময় সুযোগ করে হালকার মধ্যে ঝাপসা মেরে কিছু রিভিউ প্রকাশ করে ফেলুন।
অনেক অনেক ধন্যবাদ এতো সুন্দর মন্তব্য প্রকাশ করার জন্য।
৩০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১১
পদাতিক চৌধুরি বলেছেন: প্রিয় তাজুলভাই ,
ভীষণ ভালো লাগলো আজকে আপনার এই পোস্টটি। ছবি ও ক্যাপশন দেখে মনে হল যেন নিজেই বইমেলাতে ব্লগারদের সঙ্গে পরিচয় পর্বটি মিটিয়ে ফেললাম। আপনার পোষ্টের জাদুর প্রশংসা করতেই হবে ।
শুভকামনা ও ভালোবাসা রইলো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৯
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় মাস্টার দা ভাই,
এভাবে পরিচয় মিটিয়ে নিলে চলবে না কি বাংলাদেশে এসে আমাদের সোহবত লাভে আমাদের ধন্য করাবেন?
মুগ্ধকর মন্তব্যের জন্য অনেক অনেক ভালবাসা।
৩১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১২
হাবিব বলেছেন: স্যরি তাজুল ভাই, আমি যেতে পারিনি মেলায়। বাড়িতে ছিলাম ১৪, ১৫ তারিখ। আপনি কি সিলেট চলে গেছেন?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: না ভাই, আমি ঢাকাতেই থাকি।
আপনাকে কল দিয়েছিলাম; একাধিকবার। মোবাইল বন্ধ ছিল কেন?
যাই হোক, সামনে কোন একদিন আসলে দেখা হবে হয়ত।
ভালবাসা
৩২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৯:১৫
সামিয়া বলেছেন: আরেহ বাহ!!!!!
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
জ্বী আপু
৩৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:০২
রাকিব আর পি এম সি বলেছেন: বেশ কিছুদিন অাগে সামু ব্লগারদের মিলনমেলার কিছু ছবি ব্লগে দেখেছিলাম। অাজকে অাবারও এতগুলো গুণি ব্লগারবৃন্দকে
একসঙ্গে ফ্রেমবন্দি অবস্থায় দেখছি। সত্যিই অনেক ভাল লাগছে। অাপনাকে অংখ্য ধন্যবাদ জানাই ছবিগুলো অামাদের সাথে শেয়ার করার জন্য। এগিয়ে যাক সামু, এগিয়ে চলুক ব্লগারদের এই পথচলা...
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫২
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
এগিয়ে যাক সামু, এগিয়ে চলুক ব্লগারদের এই পথচলা... আপনিও সেই ব্লগারদের মধ্যে বিশেষ একজন।
আপনার এত সুন্দর মন্তব্য মুগ্ধ করার মতো।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।
৩৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২২
নতুন নকিব বলেছেন:
বইমেলা নিয়ে দারুণ একটি পোস্ট। ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। লাইকসহ প্রিয়তে পোস্ট।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
প্রিয় নকিব ভাই,
আপনাকে পেলে আরো ভালো লাগতো হয়তো আরো কয়েক কাপ কফি খাওয়া যেত
অনেক অনেক ধন্যবাদ আপনাকে; মন্তব্যের জন্য
৩৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:২৪
আরোগ্য বলেছেন: আরে ভাই গতকাল তো মেলায় অনেক ভীড় ছিলো। কেমন ধাক্কাধাক্কি করলেন?
পিছনের গেইট তো বন্ধ ছিলো।
অনেক ফুলপরীরও সমাগম ছিলো। কি কেউরে লাল টিপ দিছেন?
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:০৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ধাক্কা ধাক্কির কথা কি কবো ভাই, অনেকেই তো বুকের উপর লেপ্টে গিয়ে সেলফি তুললো, না করতে পারি না । ভাগ্যিস এরপর কাউসার ভাইকে কল দিয়েছিলাম তাই কেউ দেখতে পায়নি, যদি কোন আপু দেখতে পেতেন তাহলে তো আমার খানকার বাতেনী শক্তি সেখানেই মারা যেত
সবই দয়ালের ইচ্ছা; বুঝলেন (?)
দেখুন ভাই, কত সুন্দর সৈয়দিয় সাজগোজ করে গেলাম। এতজন ব্লগার আপু ভাইদের সাথে সাক্ষাৎ হইল কিন্তু খেয়ে লাল টিপটা বসানো জায়গা দেখিয়ে দিতে পারল না। দুর্ভাগ্য কারে কয় কন (!)
আপনি থাকলে হয়তো কিছু একটা হয়ে যেত; আপনি তো দেখাই করলেন না।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১০:৫৪
আখেনাটেন বলেছেন: ওহে তাজুল সাব, একা একা মজা লুটেছেন মনে হচ্ছে।
গতকল্য ভীড়ের আধিক্য হইবে ভাবিয়া বাটি থাকিয়া বাহির হইলুম না।
ইহা যে ভুলস্য ভুল সিদ্ধান্ত ছিল তাহা ছবি দেখিয়া বুঝিলুম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই,
বই মেলায় প্রবেশের পর একা ছিলাম, ভাবছিলাম হয়তো ভালোই মজা করতে পারব কিন্তু কাউসার ভাই তো সেই সুযোগ দিলেন না। উনি এসে উনার আন্দোলিত আঙ্গিনায় আমায় সঙ্গী করে নিলেন। অনেক চেষ্টা করেছি পালাতে, পারিনি ভাই
কাউসার ভাইয়ের পর আহমেদ জী এস দা বন্দী করলেন আমায় তার খাঁচায়। আহমেদ জী এস ভাই এরপর তারেক ভাই এভাবে এক এক করে সবার সাথে থাকতে গিয়ে নিজের বাতেনি শক্তি প্রকাশ করার সুযোগ হারাই; তাবিজ কবজ দেয়া বা নেয়া তো অনেক দূরের বিষয়।
৩৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:০৬
ল বলেছেন: তাজুল ভাই,
আপনি তো গুরু মহা মজার মানুষ, কি সুন্দর খুটিনাটি তুলে ধরেছেন । মনে হলো যেন মিশে ছিলাম আপনাদের সাথে।
ইনশাআল্লাহ দেখা হবে এভাবেই একদিন মিলন হবে এটাই কামনা।
ভালো লাগা পোস্টে,
আহমেদ জি এস ভাইকে শ্রদ্ধা এতগুলো বই কেনার জন্য,।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:১৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: দেশি ভাই,
এভাবে মিশে থাকলে হবে! দেশে আসুন, আমাদেরকে নিমন্ত্রণ করুন। তারপর গুরু বলুন আর যাই বলুন সব মানা যাবে
হু, আহমেদ জী এস দা আপনার গল্পের বই কিনেছেন; একসাথে সৌভাগ্য হয়েছে পায়রার স্টলে যাওয়ার।
অনেক অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য
৩৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৬
খায়রুল আহসান বলেছেন: চমৎকার পোস্ট! পোস্টে ভাল লাগা +
এ পোস্ট আমি কালকে আবার পড়বো।
সবাইকে এভাবে একসাথে দেখে মুগ্ধ হ'লাম।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: শ্রদ্ধেয়,
স্টলে গিয়ে আপনাকে পাইনি! যাই হোক, অনেক সুন্দর আপনার বই ।
অনেক অনেক শুভকামনা
৩৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৮
দিশেহারা রাজপুত্র বলেছেন: সবাইরে উজ্জ্বল দেখাচ্ছে। নতুন বইয়ের প্রচ্ছদের মতো।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:২৬
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কবি,
আমাদের আড্ডার এক ফাঁকে জাদিদ ভাইকে দেখলাম আপনার "জুঁই ফুল" নিয়ে আসতে।
আপনার কাব্যগ্রন্থের কবিতা ও প্রচ্ছদ অনেক অনেক উজ্জল।
শুভকামনা থাকলো
৪০| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৯
শিখা রহমান বলেছেন: তাজুল আপনি আমার ফেসবুক থেকে বিনা অনুমতিতে দুটো ছবি এই পোস্টে ব্যবহার করেছেন।
আশা করছি আপনি ছবি দুটি সরিয়ে ফেলবেন। আমার ছবি বা আমার সাথে আমার বন্ধু বা আত্মীয়ার ছবি ব্যবহারের অনুমতি আপনাকে দেইনি এবং এখনো দিচ্ছি না। তাছাড়া আপনি আমার ফেসবুল ফ্রেন্ডও নন।
ভবিষ্যতে এই ধরনের পোস্টে আমার ছবি ব্যবহারের আগে অনুমতি নেবেন আশা করি।
ছবি সরিয়ে নেবার জন্যে আগাম ধন্যবাদ।
১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৩৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু,
আপনার অভিমানী মায়াভরা সুর এখনও কানে বাজে । অনেক অনেক ধন্যবাদ আপু এত সুন্দরভাবে বলার জন্য ।
আমি ফেসবুক তেমন একটিভ না, তারপরও মাঝেমধ্যে আপনাদের প্রকাশিত পোষ্টগুলো আমার নিউজফিডে আসে, তাই সেগুলো পাঠে সৌভাগ্যবান হাওয়ার যোনজ যাই, সেখানেই এগুলো দেখি। আমি আপনার ফ্রেন্ড লিস্টে আছি আপু। ওইযে ,খুব একটা একটিভ না, তাই আপনি বুঝতে পারেন না।
যাই হোক, আমি আবারো আন্তরিকভাবে দু:খিত ।
৪১| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:১৬
হাসান মাহবুব বলেছেন: আজ মেলায় অনেকের সাথে দেখা হলো, ব্লগের সেই পুরোনো উষ্ণতা খুঁজে পেলাম আবার, অনেক দিন পর! আবেগাপ্লুত হয়ে গেছি!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৪
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ২২ তারিখ আসছেন তো?
আসলে দেখা হবে হয়ত। খুব মিস করেছি আপনাদের না পেয়ে।
৪২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১:২৬
সুমন কর বলেছেন: আপনার পোস্ট এবং ছবিগুলো দেখে খুব ভালো লাগল। আজ (১৬.০২.১৯) আমিও বই মেলায় গিয়েছিলাম এবং অনেকের সাথে দেখা হয়েছে, কথা হয়েছে এবং ৪১ নং মন্তব্যের সাথে সহমত।
+।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ভাল লেগেছে জেনে খুশি হলাম।
আপনারা বইমেলায় এসেছেন, কিন্তু আমার দুর্ভাগ্য আমি যেতে পারিনি!
হয়ত ২২ তারিখ আসলে দেখা হবে।
ভাল থাকুন সবসময়।
৪৩| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:৫০
ওমেরা বলেছেন: ছবি আর পোষ্ট পড়ে খুব খুবই ভালো। বই মেলাতে কখনো যাইনি কখনো হয়তো যাওয়া হবে না । ব্লগে আপনাদের লিখা পড়ে ছবি দেখেই খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:০৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাল লেগেছে জেনে খুশি হলাম আপু।
দেশে আসার ব্যবস্থা করুন, রাবেয়া আপুর মত কোন এক ফেব্রুয়ারিতে চলে আসুন।
আপনাকে দেখতে পেলে অনেক বড় অর্জন হবে।
ধন্যবাদ আপু।
৪৪| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৬:৪৮
কাওসার চৌধুরী বলেছেন:
বইমেলায় ঢাকায় যাওয়াটা সার্থক হলো। এতো এতো গুণী ব্লগারের দেখা পাব তা ভাবনায় ছিল না। তালিকায় কে নেই? ব্লগের রতি মহারতি, মডারেটর অনেকের সাথেই দেখা হলো। ছবিতে সবাই আছেন তাই আলাদা করে বললাম না। আশা করি ২২ তারিখে বাকি সবার সাথেও দেখা হবে বইমেলায়।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কাওসার ভাই,
২২ তারিখ যে সবাই আবারো এক হবেন সেটা আপনি জানতেন?
যাক, তাহলে আপনাকে ২২তারিখ পাচ্ছি
আপনার সাথে বইমেলায় খুব ভাল সময় কেটেছে।
৪৫| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৮:৪১
নীল আকাশ বলেছেন: শাহরিয়ার কবীর বলেছেন: আপনি কোন জন ?? কবীর ভাই আফনেরে চিনল না কিল্লাই? লাস্ট ফুটু দেখে নাই??
আরোগ্য বলেছেন: আরে ভাই গতকাল তো মেলায় অনেক ভীড় ছিলো। কেমন ধাক্কাধাক্কি করলেন? - আরে ভাই উনি তো গেছেনই সেজন্য, যতই ভীর ততই মজা, আর যতই মনুষ্য পরী........[লিখেছিলাম তাজুল ভাই কেটে বাদ দিয়ে দিয়েছেন]
শিখা আপুরে লইয়া কিছু কন নাই ক্যান? ঠ্যালা তো এই জন্যই..........
মাগনা মাগনা কিছু কিছু গুণী মানুষদের লগে ছবি এই ফাকে ফুটুস কইর্যা তুইলা রাখছেন না। পরে সুবিধা মতন সময়ে........
যাক মেলায় আবার না যাবার কষ্টটা কমিয়ে দেবার জন্য ধন্যবাদ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
ফুচকা খাওয়ানোর নামে আপনি যে ভণ্ডামি করেন সেটা কি জনসমাবেশে কয়ে দিব?
আচ্ছা, আপনি বুঝলেন কেমনে যে, শেষের ভণ্ডটাই তাজুইল্লা
আপনি কী নিশ্চিত? নাকি অন্ধকারে ডিল মারলেন?
আরোগ্যকে আপনি এই তথ্য দিয়ে কি আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবার লাগছেন?
শুনেন মিয়া, আমরা সিংগেল জাতি, আমাদের জন্য হাজারো রূপসী জান কুরবান করতে রাজী আছে। (বিশ্বাস না করলে ২২তারিখে কাওসার ভাই, অপুদের জিগাইয়েন )
জান দিতলবে তারা কাতারে কাতার, হইবে না কোন কিছুই আমার
শিখা আপু একজন অমায়িক ও শ্রদ্ধেয়া আপু। উনি কিছু খাওয়াইতে পারেন নাই বলে খুব অখুশি আছেন। যাই হোক, পরের বার দেখা হলে খেয়ে নিব
আপনিও আইসেন
ছবি কি শুধু আমি তুলছি, আমি তো ফাঁকে ফাঁকে চুরিও করে নিয়েছি
২২ তারিখ আইসেন
৪৬| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৩৫
কামরুননাহার কলি বলেছেন: আমি কবে আসবে। আমাকে কেউ একটু জানায়ও না ইস। সবাই কত আনন্দ করে।
লিলিয়ান আপু আমাকে কিছু জানান প্লিজ আপু। আমার খুব কষ্ট হচ্ছে। আমাকে দাওয়াত দিবেনা কেউ। তবে আমি ২১ ফেব্রুয়ারী দিন আসবে আমি কি আপনাদের সবার সাথে দেখা করতে পারবো।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২০
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনি চলে আসুন।
আর হ্যা, যেদিনই আসুন, এক রঙা এক ঘুড়ির স্টলে আমাদের কোন না কোন ব্লগারকে পাবেনই।
ধন্যবাদ।
৪৭| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫১
নুরুন নাহার লিলিয়ান বলেছেন: হায় হায় আমি মনেহয় কোন পোস্ট দেইনি । তাজুল ভাইয়া অনেক অনেক ধন্যবাদ । মেয়েটাকে চেনা চেনা লাগে । দেখে আনন্দিত হলাম সকাল সকাল । অনেক অনেক ভাল থাকুন ভাই ।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপু,
বইমেলায় আপনার জনপ্রিয়তা চোখে পড়ার মত। আমরা তো আপনাকে ধরেও আনতে পারিনি! এক কাপ কফি খাওয়াতে না পারার জন্য দুঃখিত।
আপনার পাঠকেরা আপনার জন্য মুগ্ধ আপু।
আপনার জন্য অসংখ্য শুভকামনা থাকলো।
৪৮| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:১৩
সম্রাট ইজ বেস্ট বলেছেন: এ যে দেখছি রীতিমত মহাযজ্ঞ! আপনার প্রশংসা করতেই হয় তাজুল ভাই। এত এত মহারথীকে একসাথে দেখতে পাওয়া বিরাট সৌভাগ্যের ব্যাপার। আপনাদের একসাথে দেখে মোটামুটি হিংসেই হচ্ছে। ইশ! যদি আপনাদের সাথে থাকতে পারতাম! ঢাকার বাইরে থাকি বলে যখন তখন ঢাকার কোন অনুষ্ঠানে যেতে পারি না। এর জন্য আফসোসের সীমা নেই। তবে আশা করি বইমেলায় যে কোন দিন উপস্থিত হয়ে যাব।
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৫
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
চলে আসুন সম্রাট সাহেব।
২২ তারিখ আপনি থাকলে খুব মজা হবে।
অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে, কথা হবে নিশ্চয়ই।
৪৯| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২০
সোহানী বলেছেন: শেষের প্যারা পড়ে হাসতে হাসতে শেষ।....... দেখি জী ভাই কি নিয়ে আসে।
খুব ভালোলাগলো সবার প্রানবন্ত ছবি দেখে। ইশ্ কবে যে যেতে পারবো.............. (চরম মন খারাপের ইমো হবে)
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৭
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
২২ তারিখের গেট টুগেদারে আপনি আসছেন না জেনে খুব খারাপ লাগছে আপু।
তবে কোন একদিন দেখা হবে নিশ্চয়।
না আসার গ্রহণযোগ্য কারণ দর্শিয়ে যাবেন কয়ে দিলুম
৫০| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫৫
জাহিদ অনিক বলেছেন: বাহ বাহ ! খুব সুন্দর খুব সুন্দর।
শনিবার মেলায় ছিলাম। অনেকের সাথে দেখ হয়েছে ব্লগের বেশ ভালো সময় গিয়েছে
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
কবি সাহেব, আপনাকে রাবেয়া আপুর সাথে প্রায়ই বইমেলায় দেখা যায়। আসলে ভাই, অনেক ইচ্ছে ছিল আপনার কবিতা সামনাসামনি শুনবো আর শান্তিপ্রিয় শ্রোতা হওয়ার পুরস্কার পাবো
দেখা যাক, ২২ তারিখ।। কী কন
৫১| ১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:০৬
অগ্নি সারথি বলেছেন: ভালোবাসা ভ্রাতা!
১৯ শে ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩১
সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ভাই,
আপনি তো ভাই সফল। আপনার পাঠকেরা তো আপনাকে ছাড়ে না। আপনাকে বইমেলায় পাওয়া খুব কষ্টকর। পাঠকেরাই আপনাকে যেভাবে নজরবন্দী করে রাখে তাতে আমাদের প্রেম নিষ্ফলে ডুবে
আপনার ও আপনার নজরবন্দীর পূর্ণ সফতা কামনা করি ভাই।
৫২| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০
ফয়সাল রকি বলেছেন: চমৎকারসব ছবির পরে এতো এতো মন্তব্য পড়তে পড়তে মনে হলো, আহা, আমারো সবার সাথে একবার দেখা করা উচিত ছিল! মন্দ হতো না ।
৫৩| ০৩ রা মার্চ, ২০১৯ রাত ৯:২৯
তারেক ফাহিম বলেছেন: আমি তো আরো ভেতর থেকে এসেছি।
জুম'আ পড়েছি ইজতেমায়, এরপর ধীরেধীরে বইমেলার দিকে আগাইছি। যদিও অনেক কষ্ট হয়েছিল, তবে বইমেলার প্রাপ্তিগুলো সব কিছু মুহূর্তেই ভুলিয়ে দিয়েছে।
জুম্মা আমিও ইজতেমায় পড়েছি।
মানুষের ভিড়ে ওই দিন আর যাওয়া হয়নি।
পরের সপ্তা গিয়ে বইগুলো নিলাম। বড় আশা করছিলাম লেখকদের স্বাক্ষাৎ পাবো কিন্তু কাউনে না পেয়েই চলে আসলাম
আমি তো আরো ভেতর থেকে এসেছি।
জুম'আ পড়েছি ইজতেমায়, এরপর ধীরেধীরে বইমেলার দিকে আগাইছি। যদিও অনেক কষ্ট হয়েছিল, তবে বইমেলার প্রাপ্তিগুলো সব কিছু মুহূর্তেই ভুলিয়ে দিয়েছে।
জুম্মা আমিও ইজতেমায় পড়েছি।
মানুষের ভিড়ে ওই দিন আর যাওয়া হয়নি।
পরের সপ্তা গিয়ে বইগুলো নিলাম। বড় আশা করছিলাম লেখকদের স্বাক্ষাৎ পাবো কিন্তু কাউনে না পেয়েই চলে আসলাম
অনেক দিন পর পিসি থেকে আজ লগইন করতে পারলাম।
অনেক দিন পর পিসি থেকে আজ লগইন করতে পারলাম।
©somewhere in net ltd.
১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:২৫
শাহরিয়ার কবীর বলেছেন:
আপনি কোন জন ???