নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বিনির্মাণে যাঁরা দিয়েছেন নিজেদের সর্বোচ্চ ত্যাগ, আমরা তো কেবল তাদের পথের যাত্রী।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

জেগে উঠা প্রতিদিনের পবিত্র প্রেমের আসর

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:২৩



চলো নৃত্য করি!
চলো ঢামাঢোল পিটিয়ে জয় করি 'প্রিয়'কে
হৃদয়ের মসজিদে মাদুর পেতে বসাই
পেয়ালা ভর্তি পবিত্র প্রেমের আসর—চলো
প্রিয়'কে বসাই হৃদয়ের মসনদে
যেখানে বসে—সে
শুধু গ্রহণ করবে;নিখাঁদ প্রণয়ের নিউক্লিয়াস!!
যেখানে চলবে শুধু তাসবিহ'র আলৌকিক নৃত্য—
চলো! লৌকিকতার জঞ্জাল ছেড়ে!
প্রভুর ঢোল পেটাই নিত্য।


সালামা-লিকুম (আসসালামু আলাইকুম), সবাইকে প্রভাতে ফুটে উঠা স্নিগ্ধ ভালবাসাময় শুভেচ্ছা। আশাকরি সবাই ভাল আছেন। কবিতাটা অনেক আগের হঠাৎ মনে হল সবাই লিখছে হিসেবে আমারও তো ঘ্যানঘ্যান করা কর্তব্যে পড়ে ;) তাই কর্তব্য পালনে ব্রত হয়ে.... =p~


প্রিয় দেশি ভাইব্লগার রহমান লতিফ দ্বারা সম্পাদিত ;)

ছবিঃ গুগল




মন্তব্য ৫১ টি রেটিং +১১/-০

মন্তব্য (৫১) মন্তব্য লিখুন

১| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:২৫

বলেছেন: চলো নৃত্য করি।।।

কবি তাজুল ইসলাম কে অভিনন্দন।।।

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ 

আশাকরি সবাইকে নিয়ে ভালই আছেন প্রিয় দেশি ভাই।
প্রথম মন্তব্যে আসার জন্য অনেক অনেক ভালবাসা।
আমি তো ভাই কবি নও, সখের বসে বলপেন নাড়াই ;)

২| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:২৯

জুনায়েদ বি রাহমান বলেছেন:
চলো নৃত্য করি!
চলো ঢামাঢোল পিটিয়ে জয় করি 'প্রিয়'কে
হৃদয়ের মসজিদে বসাই মাদুর পেতে

বাহ! বাহ!
দারুণ আহ্বান।

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অহাকে বলা হয় কেরামতে বাতেনি ;) ;)


সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ প্রিয়।

৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩১

সাদা মনের মানুষ বলেছেন: এমন নৃত্য মনকে পবিত্র করে, শুভ সকাল তাজুল ভাই।

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৩৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রিয় ক.. ভাই।
আশাকরি ভালই আছেন। আপনাকেও প্রভাতি প্রেমের শুভেচ্ছা৷

৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+

৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রিয় সেলিম আনোয়ার ভাই৷

শুভ সকাল

৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৭:৪৪

অব্যক্ত কাব্য বলেছেন: চমৎকার,
সুপ্রভাত কবি

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: কবি, আপনার প্রো পিকে তো দেখছি ১০ম ব্লগার মিলনমেলার ছবি এখনো ঝকঝক করছে। আশাকরি ভালই আছেন।

ভালবাসা জানবেন।

৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:০৭

রাজীব নুর বলেছেন: শুভ সকাল।
চমৎকার কবিতা।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ রাজীব ভাই।

দুপুর হয়ে গেলো, গোড আফটারনুন ;)

৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:১৫

স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শুভ সকাল কবি। কবিতা ভালো লাগলো।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
আপনার ভালো লাগা শুনে খুশি হলাম। আশাকরি চমৎকার আছেন।

দুপুর হয়ে গেলো, গোড আফটারনুন।
ভালবাসা থাকলো৷

৮| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:২৪

ইসিয়াক বলেছেন: ভালো লেগেছে।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৩৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপনার ভালোলাগা প্রকাশে।

ভালো থাকুন নিরন্তর।

৯| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ৯:৫৩

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঘ্যান ঘ্যানতো ভালই হয়েছে।

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ঘ্যানঘ্যান মানুষের ভালো লাগে শুনলে অবাক হতে হয়। :)


ধন্যবাদ অনেকগুলো প্রিয়।

১০| ৩১ শে অক্টোবর, ২০১৯ সকাল ১১:২৭

ধ্রুবক আলো বলেছেন: ভালো লেগেছে ++

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৪৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: প্রিয় ভায়া,
আপনার কাছে এই ঘ্যানঘ্যানও যে ভালো লেগেছে তা আন্দোলিত হলাম।
ভালোবাসা জানবেন।

১১| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১২:০৭

আরোগ্য বলেছেন: و عليکم السلام . کيف الحال؟
شعر جميل.

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ১:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
الحمد لله أنا بخير يا أخي العزيز.

أنا سعيد لمعرفة أن الشعر قد فتنت لك.


;)

১২| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:১৫

সম্রাট ইজ বেস্ট বলেছেন: القصيدة التي تكتبها لطيفة جدا!

৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: جزاك الله خيرا.

هل تتحدثين من الشرق الاوسط؟

আপনারা কি মধ্যপ্রাচ্য থেকে ব্লগ চালাচ্ছেন ;) =p~ হা হা হা হা :) :)

তারপর আছেন তো ভাল?

১৩| ৩১ শে অক্টোবর, ২০১৯ দুপুর ২:৪৭

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আপনারা কি মধ্যপ্রাচ্য থেকে ব্লগ চালাচ্ছেন

لا، أنا من بنغلاديش
الحمد لله، أنا بخير

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৪:৩৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: চমৎকার, আপনি কিন্তু ভাই ভালই আরবি ভাষায় পারদর্শী। সম্রাট বলে কথা ;)

আপনি ভাল আছেন জেনে খুশি হলাম৷
ভালো থাকুন সবসময়।

১৪| ৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৩

বৃষ্টি বিন্দু বলেছেন: শুভ সন্ধ্যা কবি,
কবিতা সুন্দর হয়েছে।

৩১ শে অক্টোবর, ২০১৯ বিকাল ৫:০৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ আপু।

সন্ধ্যাকালীন শুভেচ্ছা জানবেন।

১৫| ৩১ শে অক্টোবর, ২০১৯ সন্ধ্যা ৬:৫১

আরোগ্য বলেছেন: আপনারা কি মধ্যপ্রাচ্য থেকে ব্লগ চালাচ্ছেন? হা হা হা।

আমি তো সবে শিখতেছি সম্রাট ভাই তো শায়েখ বের হলো। আপনিও কিন্তু কম না। না আর আরবি ভাষা লিখা যাবে না, মুরুব্বির নযরে পড়লে বেহুদাই জঙ্গী খেতাব দিয়ে দিবে। :P

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: অবস্থা এমন যে, দূষিতরা আমাদের কোন কাজকে গ্রহণ করলে সেটাও দূষিত হয়ে যায়!


হু, আমিও ভাবতাছি সম্রাট দা দেখি সব ফিক দিয়েই সম্রাটের আসন দখল করে রেখেছেন৷ আমি ভাই আসলে আপনাদের পুরান ঢাকার ভাষাটাও ত্রমন ভালভাবে পারি না! আমি তো এতক্ষণ গোগল মামুর মাথায় কাঠাল ভেঙে খেয়েছি ;) ;)

১৬| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১০:১৩

সম্রাট ইজ বেস্ট বলেছেন: আরোগ্য বলেছেন: আপনারা কি মধ্যপ্রাচ্য থেকে ব্লগ চালাচ্ছেন? হা হা হা।

আমি তো সবে শিখতেছি সম্রাট ভাই তো শায়েখ বের হলো। আপনিও কিন্তু কম না। না আর আরবি ভাষা লিখা যাবে না, মুরুব্বির নযরে পড়লে বেহুদাই জঙ্গী খেতাব দিয়ে দিবে। :P


আরে ধ্যেৎ, সবই গুগল ট্রান্সলেটরের কেরামতি! :P :P :P

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমাদের এমন অনেক কাজ আছে যা গুগল মামুর মাথায় চাপিয়ে দেই আবার এইসব চাপিয়ে দেওয়া কর্মের ভেতর এমন কিছু কর্মও আছে যা গুগল মামার প্রশংসার বিষয় হয়ে যায়।

যাক গে, কেরামতি আপনি কিন্তু কম জাহির করেন নাই ;)

১৭| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:২৫

কথার ফুলঝুরি! বলেছেন: ওয়ালাইকুম আসসালাম 8-|
এখন রাত হয়ে গিয়েছে, তাই শুভ রাত্রি ।
ভাবাভাবির কিছু নেই, ঘ্যানঘ্যান চালিয়ে যান :P

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৪৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুন্দর মনোমুগ্ধকর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ আপু৷ আমার ঘ্যানঘ্যানানি ভালো লাগলো বুঝা যাচ্ছে৷ অনেক অনেক শুভকামনা জানবেন।
ভালো থাকুন সবসময়।

১৮| ৩১ শে অক্টোবর, ২০১৯ রাত ১১:৪৬

আখেনাটেন বলেছেন: ওয়ালাইকুম আসসালাম তাজুল সাহেব। হঠাৎ সালামের বহর। ঘটনা কি বাহে? নির্বাচনে দাঁড়াইতাছেন নি। ;)


প্রণয়ের নিউক্লিয়াস গ্রহণটা বুঝলুম না। কি বোঝাতে চাইছেন খুলে কন দেহি চি। :D

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫০

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধইরালচ্রন ভাইবেন না! আমি চালক না তয় চালাকের অবৈধ উস্তাদ কতে পারেন৷ :-B
কবিতাটা প্রভূর প্রেমে লেখা। প্রভূকে নিজের সর্বস্ব প্রেম বিসর্জন বুঝানো হচ্ছে ভাউ।


ধন্যবাদ ;)

১৯| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:১৭

আরোগ্য বলেছেন: আমি কিন্তু গুগল ট্রান্সলেটর ব্যবহার করিনি। সে যাই হোক ১৮ নং এ ফারাও সাহেবের প্রশ্নের উত্তর দেখবার জইন্যে পরে আবার আইতুম।

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৪

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তার মানে আপনার পুরাই আপাদমস্তক উস্তাদে টাইটম্বোর। আমরা তো গুগলের মাথায় কাঠাল ভেঙে কাইছি আর আপনি তো গুগলরে না দেখাই কাঠাল খেয়ে ফেলছেন ;)


মন্তব্যের জন্য অকৃত্রিম ভালবাসা

২০| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১:৫৭

কাওসার চৌধুরী বলেছেন:



দুই প্রিয়র নৃত্যকলা! চমৎকার ++++

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ কাওসার ভাই৷



আপনার উপস্থিতি আমাদের দুনোজনের সংখ্যা বাড়িয়ে দেয় সবসময়৷

২১| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ৩:৪১

কিরমানী লিটন বলেছেন: এই নৃত্যের তালে নুপুরের রিনিঝিনি স্তব্ধ করুক সকল ঘ্যান ঘ্যানানি। চমৎকার লিখেছেন কবি- অসাধারণ.....

০৬ ই নভেম্বর, ২০১৯ বিকাল ৪:৫৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি ভাই৷
আমি আসলে কবিটির জাতে যাওয়ার মত না, মাঝেমধ্যে বকপেনের সাথে চিমটাচিমটি খেলতে গিয়ে আন্দোলিত হলে সেটা প্রকাশের চেষ্টা করি আর কি! ;) ;)

২২| ০১ লা নভেম্বর, ২০১৯ সকাল ১১:৩৭

শায়মা বলেছেন: বুঝা যাচ্ছে তুমি খুবই ধার্মিক ছিলে বা এখনও আছো। কবিতা পড়ে মনে হলো তুমি প্রিয়াকে জয় করতে তাবিজ কবজ ফকির বাদশাহ করতেও ছাড়বেনা ভাইয়া! :P

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৫৩

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপু, হৃদয়ের ভেতর তাবিজ গেড়ে দেওয়া শিখে নিয়েছি অলরেডি, যদিও আমি তাবিজে তেমন বিশ্বাসী নই । এখন শুধু ঐদিকের ব্যবস্থা যদি ঈশ্বর করে। হা হা হা হা :)
স্যারি, মন্ত্রব্য রিপ্লে দিতে দেরি হয়ে গেলো।

২৩| ০১ লা নভেম্বর, ২০১৯ রাত ১০:৩২

আহমেদ জী এস বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম,





আর একটু সম্পাদনা করলে ভালো হোত- নিখাঁদ প্রণয়ের "নিউক্লিয়াস" না হয়ে " শরাবন তহুরা" হলে ভালো হয়।

আমার আবার বড় দোষ, ঘ্যানঘ্যান করে উপদেশ দেয়া। তাই কর্তব্য পালনে......................

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৫৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনি তো জানেনই আপনার ঘ্যানঘ্যানানিতে বিরক্ত হয়ে কর্তৃপক্ষ প্রায়ই সব সংশোধন করে নিতে চায়। কিন্তু মাঝেমাঝে.... ;)


আপনার জন্য আমি প্রায়ই দু'আ করি।
ভালোবাসা প্রিয় ভাইজান।

২৪| ০৪ ঠা নভেম্বর, ২০১৯ সকাল ১০:৪৫

খায়রুল আহসান বলেছেন: "প্রিয়" তো মসনদে বসেই আছে। প্রিয়কে ছাড়া আমি যে অস্তিত্বহীন!
কবিতার অন্তঃস্থ ভাব উপলব্ধি করতে পেরে মুগ্ধ হ'লাম।

০৯ ই নভেম্বর, ২০১৯ রাত ২:৫৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গুরু আপনাকে মানতেই হয় খায়রুল আহসান ভাই৷
অতি সংক্ষিপ্ত মন্ত্রব্যের ভেতর আমার কবিতার মর্মার্থ ফুটিয়ে তুলার অসম্ভব চেষ্টার প্রকাশ ঘটিয়েছেন। আসলেই কিন্তু তাই, ১০০% ঠিক যেমনটা বলেছেন। আমরা সকলেই প্রিয়কে ছাড়া অস্তিত্বহীন।

অসংখ্য শ্রদ্ধা ও ভালোবাসা জানবেন ভাই।

২৫| ১২ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:০৬

কৌটিল্যা বলেছেন: ভালো লাগলো।

১৩ ই নভেম্বর, ২০১৯ দুপুর ১২:৩৯

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আমার ব্লগবাড়িতে আপনার ১ম মন্তব্য। সুস্বাগতম আপনাকে।

ভালো লাগার প্রকাশে ভালবাসা লেপ্টে দিলুম।

২৬| ০১ লা জানুয়ারি, ২০২১ সকাল ৯:০১

হাসান ইমরান বলেছেন:

ভালো লেগেছে আপনার কবিতা। জানানোর প্রয়োজন বোধ করলাম।
আপনার ব্লগে ঘুরবো কিছুক্ষণ । ____

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.