![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সমাজের সন্তান
মোদি আসুক। আসায় না আসার চাইতে লাভ বেশি। এই আলোচনা নিয়ে এ পোস্টে কিছু বলছি না। এটা কেবলই ছবি ব্লগ।
(১) মহান খলিফার সাথে সাক্ষাৎকালে নরেন্দ্র মোদি
(২) বাঙলার প্রথম মহিলা প্রধানমন্ত্রী, যার ছত্রছায়ায় গণতন্ত্র জায়েজ তার সাথে সাক্ষাৎকালে মোদিজি
(৩) ধর্মভিত্তিক প্রতিষ্ঠিত রাষ্ট্রের কর্ণধার, পাকিসহ পাকিদের সমর্থনকারীদের নেতার সাথে নরেন্দ্র মোদির ভোজনপর্ব।
অনেকেই হয়ত ভোজনপর্বেের ছবিটার সত্যতা নিয়ে প্রশ্ন উঠাবেন; নিজেদের ইমানের দুর্বলতার কারণে। আপনাদের ইমানের শক্ত পাঞ্জা ঠিকঠাক রাখতে
(৪) পাক অর্থ পবিত্র। সেই পবিত্র ভূমির সাবেক খলিফার সাথে মোদি
(৫) মক্কা শরীফের খাদেমের সাথে
(৬) সহজ উত্তরে এদের থেকে আপনারা মুসলমানিত্বও কেড়ে নিতে চাইবেন, কারণ এরা মোদিজির পাশে দাঁড়ানো।
(৭) মোদিজির ভক্তকুল কি কেবলই হিন্দুদেরমধ্যে সীমাবদ্ধ?
(৮) মোদিজি সুযোগ পেলেই তরবিয়তি আলোচনায় যোগ দেন, তবু একদল বলবে উনি ধর্মান্ধ উগ্রবাদি।
২| ২২ শে মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:০৬
রাজীব নুর বলেছেন: একজন প্রধানমন্ত্রীর অনেকের সাথেই মিশতে হয়। কথা বলতে হয়। ছবি তুলতে হয়।
৩| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ৭:০৯
স্বামী বিশুদ্ধানন্দ বলেছেন: একজন অতীব ঝানু রাজনীতিবিদ হিসাবে মোদী একসাথে সাপের গালে ও ব্যাঙের গালে চুমু খাবেন সেটাই স্বাভাবিক। তাইতো তাকে দেখা যায় খলিফা (এরদোগান) থেকে শুরু করে মিয়াভাই (নাওয়াজ শরীফ) হয়ে শি জিনপিং সবার সাথে খিল্লি খেতে। কেউ কি জানেন মোদী তার চরম শত্রু গণচীনে কতবার রাষ্ট্রীয় সফরে গিয়েছে ? ............ মোট নয় বার (পাঁচ বার প্রধানমন্ত্রী ও ৪ বার মুখ্যমন্ত্রী হিসাবে) !
৪| ২৩ শে মার্চ, ২০২১ সকাল ৭:৪৩
আহমেদ জী এস বলেছেন: সৈয়দ তাজুল ইসলাম,
কিছু বলার দরকার নেই, ছবিতেই যা বলার তা বলা হয়েছে। এখন পাবলিক বুঝলে হয় !
যদিও আপনার শেষ লাইনের বক্তব্য মেনে নেয়ার নয় । হিন্দু বলেই এবং একটি সংখ্যাগরিষ্ঠ হিন্দু রাষ্ট্রের কর্ণধার বলেই মোদী হিন্দুত্ববাদী হবেন এটাই স্বাভাবিক। উগ্রতা তাকে দেখাতে হয় নিজস্ব ও রাজনৈতিক ফায়দা হাসিলের জন্যেই।
৫| ২৩ শে মার্চ, ২০২১ বিকাল ৪:৪২
স্থিতধী বলেছেন: বাঙলার প্রথম মহিলা প্রধানমন্ত্রীর আপোষহীন সুকোমল হাত কে তো মোদি 'জি' সুযোগ বুঝে একেবারে পিষে দিচ্ছেন দেখি! তীব্র প্রতিবাদ জানাই।
খালি হেফাজত আর জামাতীগুলার সাথে ছবি মিসিং আরকি..
©somewhere in net ltd.
১|
২২ শে মার্চ, ২০২১ বিকাল ৫:২৬
এমেরিকা বলেছেন: তাবলীগী আর দেওবন্দীদের দেখে মনে হচ্ছে "তোর পা দুইটা দে ভাই, ধুইয়া পানি খাই, তাও আমারে থাবড়াইস না" ভাব।