নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বঙ্গবন্ধু পরবর্তী আওয়ামীলীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাইত্তা সকল কুকুরেরা বাঙলার প্রধান শত্রু।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

স্বাধীনতার অধিকার কেবলই আওয়ামিলীগের, আমাদের নেই নিরাপত্তার!

০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:২১


আপনার মালিকানাধীন বাড়ির ছাদে দাঁড়িয়ে যেমন আপনি পারেন না আপনার সীমানা ঘেঁষে এগিয়ে যাওয়া মহল্লার রাস্তায় মূত্র ত্যাগ করতে তেমনি মহল্লার লোকজনেরও অধিকারে পড়ে না আপনার সীমানায় মূত্র ত্যাগ করা। এমনকি মহল্লার রাস্তায় অধিকার ফুটাতে গিয়ে মল-মূত্র ত্যাগে লিপ্ত হওয়া। যখন কেউ অন্যের অধিকার নষ্ট করে নিজের স্বাধীনতা আদায়ের মত পাগলামি করতে যায় তখনই সেখান থেকে উপরে ফেলা হয় স্বাধীনতার চারা। বর্তমান সরকার দলীয় আওয়ামীলীগ ঠিক এমন অবস্থানে দাঁড়িয়ে রাজনীতির নাম করে অনায়াসে করে যাচ্ছে যত আছে অপরাজনীতি ও কুকর্ম।

ব্যাক্তি মামুনুল হক এখানে মুখ্য নয়। পরাধীনতার মাত্রা বিবেচনা করলে অনায়াসে বুঝে আসে বাংলাদেশের বর্তমান বেহাল অবস্থা। ব্যাক্তি মামুনুল হকের মত মানুষ যদি এরকম একটি স্পটে লাঞ্চিত হয় তবে আপনি আমি কতটুকুই বা নিরাপদ! হ্যা, বর্তমান পরিস্থিতিতে তার অবস্থান বিবেচনায় রিসোর্টে যাওয়া মোটেও গ্রহণযোগ্য নয়। কিন্তু নিজ স্ত্রী হোক আর গার্ল ফ্রেন্ড হোক উভয়ের সম্মতিতে মনোরঞ্জন পূর্ণ করা দূষণীয় নয়। সেখানে বাধা প্রদান করা মানে তাদের অধিকার হরণ করা। আর এভাবেই রাষ্ট্রের পরাধীনতার সর্বোচ্চ মাত্রার প্রকাশ ঘটে।

আপনার মুক্তচিন্তার প্রকাশ যে দেশ আপনাকে নাস্তিকতার উপাধি দিয়ে জবাই জায়েজ হয় সেটাই বাংলাদেশ। হ্যা, বর্তমান বাংলাদেশে আপনার মুক্তচিন্তা অর্থ নিজ মৃত্যুকে দুয়ারে ডেকে আনা। অতীতে বিএনপির সময়ে বিএনপি জামাত বিরোধী কোন কথা বললেই মাথা কিংবা রগ যেত আর আওয়ামীলীগের আমলে জান কুরবান। স্বাধীন একটি দেশ কতটুকু পরাধীনতায় ডুবলে এই অবস্থা হয়? সেটাই প্রশ্ন!

যদিও এখানে স্বাধীনতার কথা বলছি বারবার কিন্তু তার চেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে আমাদের নিরাপত্তা। যেখানে নেই আমাদের নিরাপত্তা সেখানে স্বাধীনতার আশা করা নিতান্তই বোকামি। হ্যা, এই বোকামিটাই আমি করছি। অন্তত সেইসব নিরাপত্তার আকাঙ্ক্ষি জনসাধারণের জন্য বোকামি তো করাই যায় যারা স্বাধীনতার জন্য প্রত্যেহ ভোরে মন্দিরে কপাল ঠোকে, মসজিদে হয় সেজদাবনত, কাঁধে বোঝা নিয়ে বেরিয়ে পরে জীবনের জন্য।


ছবিঃ নেট


মন্তব্য ২০ টি রেটিং +২/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৩২

চাঁদগাজী বলেছেন:




আপনি আগে ঠিক করেন, আপনি কি স্বাধীনতার কথা বলতে চাচ্ছেন, নাকি নিরপত্তার কথা বলতে চাচ্ছেন? ঐ ২টা একই বিষয় নয়।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৩৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এতো দীর্ঘ পোস্ট পড়েও আপনি বুঝতে পারেন নি যে নিরাপত্তা স্বাধীনতার পূর্ব শর্তগুলোর মধ্যে একটি!
আসলেই এটা আমার ব্যর্থতা!

জয় বাংলা
জয় আওয়ামিলীগ

২| ০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৪৬

নুরুলইসলা০৬০৪ বলেছেন: মামুনুল হককে অপমান অপদস্ত করা যেমন ঠিক হয় নাই।ঠিক তেমনি তার দ্বিচারিতা করাও ঠিক হয় নাই।তার স্ত্রীর সাথে ফোন আলাপে একথা স্পস্ট যে তার স্ত্রী এই বিবাহের কথা জানতো না।বাংলাদেশের আইনে যেটা অপরাধ।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: যদি এটা সত্য হয়, আপনি যেটা বললেন সেটা। তবে অবশ্যই তা আইন বিশেষজ্ঞ কর্তৃক নির্ধারণ নিয়ম ও উনি যে ধর্মের কথা বলেন সেই ধর্মের আলোকে তা বৈধ অবৈধতার বিষয়। উনার এমন বাহিরে গিয়ে মনোরঞ্জন এই মুহূর্তের জন্য আমি মোটেও ভালো কিছু মনে করছি না। মন ও শারীরিক শান্তির জন্য নামাযে দাঁড়ায় না কেন?


উনারা যা বলেন তা করেন না৷


আওয়ামিলীগ যা বলে তা করে! তা হোক আপনার নিরাপত্তাহীনতা কিংবা খর্ব হোক স্বাধীনতা।

৩| ০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৬:৫০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:


সুনামগঞ্জের অবস্থা ভালো না। মানুষজন আইন হাতে তুলে নিচ্ছেন।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: সুনামগঞ্জে আবার নতুন কিছু হইলো নাকি!

সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় যেমন ভুগছে তেমনি কিছু মানুষ অন্যের অধিকার খর্ব করছে। আর এই অধিকার খর্ব করার সাহস যোগাচ্ছে একমাত্র আওয়ামী সরকার।

৪| ০৭ ই এপ্রিল, ২০২১ সন্ধ্যা ৭:০২

ওমেরা বলেছেন: ক্ষমতা যার স্বাধীনতা তো তাদেরই থাকবে ।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৮:৪৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: তবে অন্যের স্বাধীনতা হরণ করে নয়!

সরকার আপোন কর্তব্য ও দায়িত্ব যখন পূঙ্খানুপুঙ্খ ভাবে আদায় করবে না, তখন জনগণের থেকে তা আশা করাও বোকামি!

৫| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৫

শাহ আজিজ বলেছেন: মামুনুলের ধারনা ছিল লাইসেন্স তাকে দেওয়া হয়ে গেছে । মাগার ভাবে নাই ব্রাহ্মণবাড়িয়ার আগুন নেভে নাই । কি রেজিস্টার্ড কি আন রেজিস্টার্ড পাবলিক মুহূর্তেই ক্ষোভ প্রকাশ করেছে , এটাই কাম্য । তার এই সময় সেক্স ট্রিপে যাওয়া উচিত হয়নাই । কোন মাদ্রাসা বালককে বেছে নিত , নাউজুবিল্লাহ । আমি স্বেচ্ছায় কারো যৌন অভিসারকে বাঁধা দেই না , ধর্ষক কে খুন করি ।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৪৬

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: আপনার 'নাউজুবিল্লাহ' পূর্ববর্তী শব্দগুলো আমার কাছে খুবই মন্দ লেগেছে। কিন্তু যারা এই কুকর্ম করে তারা মাথায় গোবর নাকি মল নিয়ে হাঁঁটে সৃষ্টি কর্তাই ভালো জানেন৷ এই সব কুলাঙ্গারদের শিশ্ন কেটে দেওয়া চাই!

৬| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:০৬

ঢাবিয়ান বলেছেন: ব্যক্তি মামুনুল লাঞ্ছিত হয় নাই বলেন যে তার ভন্ডামি ফাশ হয়েছে। এইসব বকধার্মিকদের কারনে মানুষ ইসলাম ধর্মের বিরুদ্ধে কথা বলার সুযোগ পায়।

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫১

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: এর প্রধান কারণ আমরাই এদের বিরুদ্ধে এমনভাবে সমালোচনা করি যা এদেরকে ধর্মযাজকে রূপ দেয়!

বড়ই আবাক লাগে যখন দেখি একদল মানুষ এদের কুকীর্তিকে শুদ্ধতার রূপ দেওয়ার জন্য উঠেপড়ে লাগে! এরাই প্রকৃত ধর্মান্ধ

৭| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ৯:১০

নেওয়াজ আলি বলেছেন: হেফাজত আর আওয়ামী লীগ ভাই ভাই মাঝখানে আমরা কার খালু

০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:৫২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: হেইডা প্রশ্ন না, উত্তর হইতাছে, হেফাজতরে আওয়ামিলীগ টিসুর মত ব্যবহার করছে, কার্য শেষে ফেলে দিবে দেখে নিয়েন!

৮| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১০:২২

হাসান কালবৈশাখী বলেছেন:
কাবিন ছাড়াও একক ভাবে দোয়া বা মন্ত্র পড়েও বিয়ে হয়।
কিন্তু ২য় বিয়ে বা স্ত্রীকে না জানিয়ে গোপন বিয়ে অবস্যই ডকুমেন্টেড হতে হবে।
ভুয়া ডকুমেন্ট বানানোর জোড় চেষ্টা চলছে,
কিন্তু সব কাজি আফিসে কড়া নজরদারি থাকায় ব্যাকডেটে ম্যারেজ সার্টিফিকেট বানানো সম্ভব হচ্ছে না।
তাই হেফাজত ইসলামের শীর্ষ নেতাদের এক সভায় আপাতত মামুনুলকে সমর্থন করে এই বিয়ে কে বৈধ বলা হয়েছে।

০৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:২৭

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: গুড,

তার অবস্থান এখানে না আনলে সে একজন সাধারণ ব্যক্তি। এখন বলুন, একজন সাধারণ ব্যক্তি তার সাথে মনোরঞ্জনে সম্মত মহিলার সাথে ঘুরে বেড়ানো বা একান্তে সময় কাটানো কি দোষের?
তার স্বাধীনতা হরণ করা কি শুদ্ধ?

৯| ০৭ ই এপ্রিল, ২০২১ রাত ১১:০৬

রাজীব নুর বলেছেন: ত্যানা প্যাচানোর কিছু নাই।
সব কিছু তো দিনের আলোর মতোন পরিস্কার। শুধু বকধার্মিকগন কিচ্ছু বুঝতে পারছে না।

০৮ ই এপ্রিল, ২০২১ ভোর ৬:২৮

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: 'ত্যানা প্যাচানো' শব্দের মাধ্যমে আপনি কী বুঝাচ্ছেন?
আপনি কি পুরো পোস্ট পড়েছেন?

১০| ০৮ ই এপ্রিল, ২০২১ দুপুর ২:০১

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যটি বুঝেন নাই। আসলে আমিই বুঝিয়ে বলতে পারি নাই।
আপনি ত্যানা প্যাচাচ্ছেন না। প্যাচাচ্ছে বকধার্মিকগন।

১৯ শে এপ্রিল, ২০২১ রাত ৯:২৫

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন: বকধার্মিকদের শুভবুদ্ধির উদয় ঘটুক।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.