নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ বিনির্মাণে যাঁরা দিয়েছেন নিজেদের সর্বোচ্চ ত্যাগ, আমরা তো কেবল তাদের পথের যাত্রী।

সৈয়দ তাজুল ইসলাম

সমাজের সন্তান

সৈয়দ তাজুল ইসলাম › বিস্তারিত পোস্টঃ

SAVE PALESTINE

১৬ ই মে, ২০২১ বিকাল ৪:২৩


আমি যেন আমার মেয়েটার হয়ে
কথা বলতে পারি,
নৃশংসভাবে মৃত্যুমুখে পতিত হওয়া
আমার মেয়েটার আত্মা হয়ে
যেন কথা বলতে পারি প্রভূর সাথে।
মনে পড়ে, মেয়েটা আমার হাত ধরে
জানতে চেয়েছিল, এমন নির্মম মৃত্যুর কারণ!
আমি বলতে পারিনি
পারিনি তাকে সন্তুষ্টিমূলক উত্তর দিতে
আর তাই আমি চাই,
প্রভুর সাথে সাক্ষাত করতে।

ছেলেটা এখনো বালেগ হয়নি
তবু আগ্নেয়াস্ত্রের খোঁজে বেরিয়ে যায়
প্রতি সন্ধ্যারাতে।
আমি স্থায়ী পঙ্গুত্ব বরণ করে চলেছি
ঐ বোমার আঘাতে,
তাই তাকে বাধা দেয়ার কোন ক্ষমতা নেই,
আমার নিষ্পাপ নাবালেগ ছেলেটাকে
বাধা দেয়ার কোন ক্ষমতা নেই আমার।
তাকে উৎসাহও দিতে পারি না;
সর্বস্ব হারানোর ভয়ে,
নাবালেগ এই ছেলেটাই আমার সব
আমার পুরো স্বপ্ন ঘিরে আছে
স্বাধীনচেতা এই ছেলেটার আপাদমস্তক।

সাপ্তাহ খানেক হল আমার মায়ের সাথে
ওর মাও গেছে বোমার তলে
আমার মায়ের মিলে যায় পুরোদেহ
তার মায়ের মিলে অর্ধাংশ,
থেঁতলানো, নৃশংস থেঁতলানো
আমারই প্রিয়তমার অর্ধাংশ।



রিপোস্ট; অতীত, বর্তমান ও ভবিষ্যতের কথা বলে।

মন্তব্য ৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০২১ বিকাল ৫:৪৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অপ্রতিরোধ্য ইসরায়েলকে থামাবার কাউকে দেখি না আসলে। বরং, সবাই তাদেরকে আরও রি-ইনফোর্স করছে। পাপেট জাতিসংঘের কথাও বলে লাভ নাই, আর মুসলিম বিশ্বকেও দোষ দিয়ে লাভ নাই- ইসরায়েলকে ফেইস করার মতো সামরিক শক্তি নাই কারোই।

ফিলিস্তিনকে এখন মরে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আমাদেরকেও অসহায়ভাবে ওসব রক্তপ্রবাহ, অগ্নিদাহ দেখে যাওয়া ছাড়া কিছু করার নাই

:( :( :( :(

২| ১৬ ই মে, ২০২১ রাত ৮:২৫

নেওয়াজ আলি বলেছেন: Save Palestine, free Palestine

৩| ১৭ ই মে, ২০২১ রাত ১২:১৫

রাজীব নুর বলেছেন: কবিতাটা দূর্দান্ত হয়েছে।

৪| ১৭ ই মে, ২০২১ রাত ১২:৫৫

নীল আকাশ বলেছেন: এই রক্তের হোলী খেলার জন্য ইয়াহুদীদের অবশ্যই একদিন শাস্তি পেতে হবে।

৫| ১৭ ই মে, ২০২১ রাত ৩:৫৩

দ্যা প্রেসিডেন্ট বলেছেন: আমাদের খলিল মাহমুদ ভাইয়ের মন্তব্যের সাথে আমি একমত।

৬| ১৭ ই মে, ২০২১ বিকাল ৫:১৫

রাজীব নুর বলেছেন: ইহুদীদের পণ্য ব্যবহার করে তাদের পণ্য বর্জনের আহবানকারী ধার্মিক অনেক আছে কিন্তু ইহুদীদের পণ্যের বিকল্প পণ্য তৈরির উদ্যোগ নেওয়ার ধার্মিককে খুজে পাওয়া যাবে না। যারা সব কিছুতেই ধর্ম নিয়ে চিন্তা করে- তারা আসলে ধর্ম বেচে খায়।
মিলাদ পড়িয়ে টাকা, নামাজ পড়াইয়া টাকা, আজান দিয়ে টাকা, বয়ান দিয়ে টাকা। আলেমরা এভাবেই বেচে থাকে। এসবের জন্য তো টাকা দিয়ে হুজুর নিয়োগ দেবার তরিকা রাসুল (সা.) দিয়ে যান নাই। আসলে ধর্মীয় শিক্ষা দিয়ে দেশ, সমাজ বা পরিবারের মঙ্গল করা যায় না।

৭| ০৭ ই আগস্ট, ২০২১ রাত ৯:০৭

খায়রুল আহসান বলেছেন: চমৎকার কবিতা! কিন্তু আফসোসের বিষয়, সমস্যা সমাধানের কোন পথ দৃশ্যমান নয়।
তবে আশার কথা, আল্লাহ রাব্বুল 'আ-লামীন সবরকারীদের সাথে থাকেন, এবং মানুষ হত্যার মত পাপের কঠোর দণ্ড এ দুনিয়াতেই তিনি দিয়ে থাকেন।
কবিতায় ষষ্ঠ ভাললাগা। + +

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.