|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
১
এমনিতে খেয়াল ও করি না
নির্ঘুম রাত এ কানে আসে
ঘড়ির টিক টিক
দূর সড়কের বাসের হর্ণ
তেমনি তোমাকেও মনে পরে যায়।
২
যখন আর একটু কথা বলার আজুহাতে আমাকে জাগিএরাখতে
না ঘুমিয়ে থাকতে আমার কস্ট হতো
আর আজ রাতের পর রাত ঘুম না আসায় আমার কস্ট হয়। 
৩ 
কি বোকা আমি
তবুও অপেক্ষায় থাকি
আরও কিছুক্ষণ জাগে আমার ঘুম ঘুম চোখ
এই বুঝি জলে উঠে সাইলেণ্ট ফোন।
 ৪
আমার জন্য এমন এক টা রাত কি তুমি জাগবে
যেমন তোমার অপেক্ষায় আমি জেগেছি হাজারটা রাত
 ২০ টি
    	২০ টি    	 +১/-০
    	+১/-০  ২০ শে অক্টোবর, ২০১৪  সকাল ১১:৫৮
২০ শে অক্টোবর, ২০১৪  সকাল ১১:৫৮
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ 
২|  ২৯ শে অক্টোবর, ২০১৪  রাত ১২:৪৭
২৯ শে অক্টোবর, ২০১৪  রাত ১২:৪৭
খেলাঘর বলেছেন: 
 ভালোবাসার  এক অনুধাবন।
  ০২ রা নভেম্বর, ২০১৪  সকাল ১১:৫১
০২ রা নভেম্বর, ২০১৪  সকাল ১১:৫১
তামান্না তাবাসসুম বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ 
৩|  ১৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৩৩
১৫ ই জানুয়ারি, ২০১৫  রাত ৯:৩৩
দিশেহারা রাজপুত্র বলেছেন: "আমার জন্য এমন এক টা রাত কি তুমি জাগবে 
যেমন তোমার অপেক্ষায় আমি জেগেছি হাজারটা রাত"
দু'লাইনের এই অনুকাব্যের আবেগে মুগ্ধ। 
ভাল লাগা জানবেন।
শুভ কামনা।
  ২১ শে জানুয়ারি, ২০১৫  রাত ৯:০৬
২১ শে জানুয়ারি, ২০১৫  রাত ৯:০৬
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ 
৪|  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:৫১
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ৭:৫১
কি করি আজ ভেবে না পাই বলেছেন: যখন আর একটু কথা বলার আজুহাতে আমাকে জাগিএরাখতে 
না ঘুমিয়ে থাকতে আমার কস্ট হতো 
আর আজ রাতের পর রাত ঘুম না আসায় আমার কস্ট হয়। 
  
আগে পার্কের গেটে ওয়েট করিয়েছিলে, এখন খাবার নিয়ে ওয়েট করো
ল'জ অব রিটার্ন,
হা হা হা
সিরিয়াসলি ভালো লেগেছে...............
আমার জন্য এমন এক টা রাত কি তুমি জাগবে 
যেমন তোমার অপেক্ষায় আমি জেগেছি হাজারটা রাত 
সাধু সাধু
একটা জোকস্ বলি,
প্রিয়তমা তোমায় ভেবে সারারাত ঘুমোতে পারিনা;
তাহলে প্লিজ সেলিমের নোটখাতাটা কপি করে দাওনা,কাল বিকেলে ফেরত দিতে হবে !!!
আরেকখানা,
জান তোমায় না পেলে জলে ডুবে মরবো;
কি করে?তুমি তো সাঁতারে চ্যাম্পিওন?
  ২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:৩২
২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:৩২
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহাহা,,,,  এমন মজার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। শুভকামনা 
৫|  ২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:২১
২৯ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:২১
রুদ্র জাহেদ বলেছেন: আমার জন্য এমন এক টা রাত কি তুমি জাগবে
যেমন তোমার অপেক্ষায় আমি জেগেছি
হাজারটা রাত
অপেক্ষা কখনো কি মধুর?
অপেক্ষা মাঝে মাঝে পীড়া দেয়?
টিনএজ লাভের নির্ঘুম প্রলাপ ভালো লেগেছে আপুনি
  ২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:৩৪
২৯ শে নভেম্বর, ২০১৫  রাত ১১:৩৪
তামান্না তাবাসসুম বলেছেন: আমি ভীষন লজ্জা পাচ্ছি আপনার মন্তব্যে   । আপনি যা ভাল কবিতা লিখেন আর এটা আসলেই প্রলাপ ছাড়া কিচ্ছু না।
 । আপনি যা ভাল কবিতা লিখেন আর এটা আসলেই প্রলাপ ছাড়া কিচ্ছু না। 
৬|  ৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:১৭
৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:১৭
রুদ্র জাহেদ বলেছেন: আমিতো পাঠক হিসেবে পড়েছি মন্তব্য করেছি। আর সুহৃদ ব্লগারদের সাথে আলোচনা অবশ্যই হবে।সেজন্য প্রশ্ন করা হবে  
 
আমিও মোটেও খুব ভালো লিখতে পারি না।তবে পড়া একরকম নেশা।আমার মনে হয় কি জানেন আপু--একজন ভালো পাঠক-লেখক নিজেই নিজেকে বিচার করতে পারবেন, যে লেখাটি কতটুকু মানসম্মত বা বোধকে আলোড়িত করার মতো।
যাইহোক বিরক্ত হলে দুঃখিত 
  ৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:২৫
৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:২৫
তামান্না তাবাসসুম বলেছেন: আবার দুঃখিত হইলেন কেন?!!!  হায় কপাল!
আসলে আমি আপনার কবিতার মুগ্ধ পাঠক। আপবি যে অনেক পড়েন সেটাও আপনার ব্লগ দেখলেই বোঝা যায়।আমি হয়তো মন্তব্যে আমার মনের ভাবা ঠিকমত প্রকাশ করতে পারিনি।  
 
রিয়েলি সরি ভাইয়্যা।
৭|  ৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:২৮
৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:২৮
অনিক বলেছেন: ভাবনা সূতোয় কাব্যবুনন- ভালই লাগলো।
  ৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৩০
৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৩০
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ অনিক 
৮|  ৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৫৩
৩০ শে নভেম্বর, ২০১৫  রাত ১২:৫৩
রুদ্র জাহেদ বলেছেন: তেমনটা নয়  এমনিতেই বললাম।ভালো থাকুন অনন্তকাল
 এমনিতেই বললাম।ভালো থাকুন অনন্তকাল
  ৩০ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৫২
৩০ শে নভেম্বর, ২০১৫  সকাল ৯:৫২
তামান্না তাবাসসুম বলেছেন:  
 
৯|  ৩০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:১১
৩০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:১১
নেক্সাস বলেছেন: কথাগুলো যদিও খুব সাধারণ ভাবে বলে গেছেন তবে আমার মতে একেবারে আনাড়ি হয়নি। পড়তে বেশ ভালই লেগেছে। মোটামুটি সাবলীল বলা চলে। তবে শব্দের ব্যাবহারে আরেকটু যত্নশীল হবেন। লিখতে লিখতে ঠিক হয়ে যাবে। 
এমনিতে খেয়ালও করি না,
নির্ঘুম রাত এ কানে আসে
ঘড়ির টিক টিক
রাস্তায় বাসের হর্ণ, রিকশার টুংটাং
তেমনি শুনতে পাই তোমর পদধ্বনি
আমার হৃদয়ের ভিতর-
এই প্যারাটা আপনি আভাবে লিখতে পারেন। 
তেমনি শুনতে পাই তোমর পদধ্বনি
আমার হৃদয়ের ভিতর- 
এটার ভাবার্থ কিন্তু -
তোমাকেও মনে পরে যায়।  
আর একটু কথা বলার আজুহাতে আমাকে জাগিয়ে রাখতে,
না ঘুমিয়ে থাকতে আমার কস্ট হতো;
অথচ এখন  রাতের পর রাত ঘুম না আসায় আমার কস্ট হয়।
কি বোকা আমি
তবুও অপেক্ষায় থাকি
তন্দ্রার ভেতর জাগে আমার ঘুম ঘুম চোখ
এই বুঝি বেজে উঠে সাইলেণ্ট ফোন।
লিখতে থাকুন। আপনার জন্য শুভ কামনা
  ৩০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:১৪
৩০ শে নভেম্বর, ২০১৫  সকাল ১০:১৪
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ 
১০|  ১০ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:৫৬
১০ ই জানুয়ারি, ২০১৬  বিকাল ৫:৫৬
এহসান সাবির বলেছেন: কি বোকা আমি
তবুও অপেক্ষায় থাকি ..........
শুভ কামনা রইল।
  ১০ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৬
১০ ই জানুয়ারি, ২০১৬  সন্ধ্যা  ৭:৫৬
তামান্না তাবাসসুম বলেছেন: সময় নিয়ে পড়ার জন্য অনেক ধন্যবাদ 
©somewhere in net ltd.
১| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ১০:৪৩
৩০ শে সেপ্টেম্বর, ২০১৪  রাত ১০:৪৩
অপূর্ণ রায়হান বলেছেন: সুন্দর লিখেছেন ।
 
 
হ্যাপি ব্লগিং