|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 
 
তোর জন্য ক্রাশ খাইনি
প্রেমে পড়েছি। 
রিলেশনশিপে নাইতো আমরা
ভালবাসছি। 
সুইট কিউট আর ডাকিস নাতো
সুনয়না ডাক। 
লুকিয়ে কাল করবো দেখা
চেক-ইন বাদ।
উস্কোখুশকো চুলেই আসিস
স্পাইক টাইক থাক। 
আমিও তবে চালিয়ে নিব
হাতখোপাতে। 
ফ্রাইড-রাইস না মাওয়া-ঘাট চল
ইলিশ ভাত। 
বাঙালী আবেগ সবেতেই তো
বেশি বেশি। 
ব্রেকাপ এর বদলে বরং 
ছ্যেকাই দিস!  
 ৪৪ টি
    	৪৪ টি    	 +৫/-০
    	+৫/-০  ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১১:৫১
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১১:৫১
তামান্না তাবাসসুম বলেছেন:  
 
২|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:০১
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:০১
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: কথা বল, কাছে ডাকো 
টাঙ্কি মেরো না। 
সুইট কিউট আর ডাকিস নাতো
সুনয়না ডাকো। 
উস্কোখুশকো বা আঁচড়ানো চুল
যেমন খুশি আসিস-থাকিস
স্পাইক টাইক নয়।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:০৩
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:০৩
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ 
৩|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:১১
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:১১
রক্তিম দিগন্ত বলেছেন: 
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:১৪
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:১৪
তামান্না তাবাসসুম বলেছেন: 
৪|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:১৭
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:১৭
অঞ্জন ঝনঝন বলেছেন: লেখাটা লাইক দিলাম না পছন্দ করলাম 
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:২০
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:২০
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা,  ধন্যবাদ  
 
৫|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:২৯
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:২৯
চাঁদগাজী বলেছেন: 
একেবারে আজকের আধুনিক কথায় রংগীন মনোভাবকে উথ্থাপন করা হয়েছে;  কথা ও ভাষা মিল খুঁজে পেয়েছে।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:৫৫
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১২:৫৫
তামান্না তাবাসসুম বলেছেন: আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ চাঁদগাজী ভাই 
৬|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৮:২৮
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৮:২৮
সুমন কর বলেছেন: ভালো লাগেনি।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:০৪
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:০৪
তামান্না তাবাসসুম বলেছেন: মূল্যবান মন্তব্যে ধন্যবাদ দাদা। ভবিষ্যৎতে চেষ্টা করবো ভাল কিছু লিখতে 
৭|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৯:৩৫
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ৯:৩৫
অগ্নি সারথি বলেছেন: ভালই লেগেছে।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:০৫
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:০৫
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ প্রিয় ব্লগার 
৮|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:০১
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:০১
দিশেহারা রাজপুত্র বলেছেন: 
মজার।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:০৫
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:০৫
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ দিশেহারা রাজপুত্র 
৯|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:১৫
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:১৫
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:০৬
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:০৬
তামান্না তাবাসসুম বলেছেন: ধন্যবাদ হাসান মাহবুব ভাই 
১০|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:১৮
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১১:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেলাম, আমি তো জানতাম প্রেমে পড়ার প্রাথমিক পর্যায় ক্রাশ!
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২১
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২১
তামান্না তাবাসসুম বলেছেন: হাহাহা, আসলে "ক্রাশ", "রিলেশনশিপ" শব্দ গুলা কেমন আর্টিফিশিয়াল লাগে। সম্পর্কের গভিরতা বোঝাতে এভাবে বলেছি। 
পাঠ ও মন্তব্যে ধন্যবাদ রূপক বিধৌত সাধু 
১১|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১২:২৮
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১২:২৮
সাহসী সন্তান বলেছেন: ক্রাশ না খেয়ে প্রেমে পড়ার মধ্যে যদি আলাদা কোন ডেফিনিশন ধরা হয়, তাহলে সেটাকেই বোধ হয় ভাললাগা বলে। কবিতা খুব সুন্দর হয়েছে। এবং চমৎকার কবিতায় ভাল লাগা রইলো! 
শুভ কামনা জানবেন!
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২৪
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২৪
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর মন্তব্যে অনেক ধন্যবাদ সাহসী সন্তান ভাইয়্যা। 
শুভকামনা 
১২|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১:০৩
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ১:০৩
প্রামানিক বলেছেন: ফ্রাইড-রাইস না মাওয়া-ঘাট চল
ইলিশ ভাত। 
খুব ভালো লাগল। ধন্যবাদ
  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২৫
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:২৫
তামান্না তাবাসসুম বলেছেন: আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ প্রামানিক ভাই 
১৩|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৯
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৩৯
ভ্রমরের ডানা বলেছেন: 
বাঙালী
  ২০ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:০১
২০ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:০১
তামান্না তাবাসসুম বলেছেন: হুম বাঙালী প্রেম 
১৪|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৪১
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:৪১
ভ্রমরের ডানা বলেছেন: 
বাঙালী
  ২০ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:০১
২০ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:০১
তামান্না তাবাসসুম বলেছেন: শুভেচ্ছা ভ্রমরের ডানা 
১৫|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১০:৪৮
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১০:৪৮
সৈয়দ আবুল ফারাহ্ বলেছেন: ছবিতে ছেলেটার উচ্চতা মেয়েটার চেয়ে বেশী যা চোখে পড়ে। বন্ধুত্ব, ভালবাসায় ছেলেদের উচ্চতা মেয়েদের চেয়ে বেশী হওয়ার প্রয়োজন আছে ?
  ২০ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:০৪
২০ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:০৪
তামান্না তাবাসসুম বলেছেন: ছবিটা তো নেট থেকে নেয়া।  আমার কবিতার সাথে একটা দেশীয় ঢং এর ছবি দরকার ছিল, তাই এটা নিয়েছি।  
ছেলে হোক মেয়ে হোক বন্ধুত্ব, ভালবাসায় কারো ক্ষেত্রেই বাহ্যিক রূপ এর চেয়ে মনের রূপ বেশি জরুরি।  
১৬|  ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১১:৩১
১৯ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ১১:৩১
আহমেদ জী এস বলেছেন: তামান্না তাবাসসুম  , 
সহব্লগার চাঁদগাজীর করা মন্তব্যটিই বোধহয় আপনার কবিতাটির সাথে সাযুজ্য রেখেছে ।  তবে শুধু কথা ও ভাষা নয় , ভাবেও চলমান আধুনিকতার বাঙালীয়ানা আটকে আছে । 
বেশ হয়েছে ।
  ২০ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:৪৭
২০ শে সেপ্টেম্বর, ২০১৬  সকাল ১০:৪৭
তামান্না তাবাসসুম বলেছেন: তবে শুধু কথা ও ভাষা নয় , ভাবেও চলমান আধুনিকতার বাঙালীয়ানা আটকে আছে । 
 
আসলেই তাই। "ক্রাশ", "রিলেশনশিপ" শব্দ গুলার মত সম্পর্ক গুলোও আর্টিফিশিয়াল হয়ে গিয়েছে।আমি সম্পর্কের গভিরতা বোঝাতে এভাবে বলেছি।  
সহব্লগার চাঁদগাজীর মন্তব্যটি আমারো ভাল লেগেছে। 
আন্তরিক মন্তব্যে কৃতজ্ঞতা।  
শুভকামনা প্রিয় লেখক 
১৭|  ২০ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:০৪
২০ শে সেপ্টেম্বর, ২০১৬  বিকাল ৪:০৪
মোটা ফ্রেমের চশমা বলেছেন: চমৎকার হয়েছে। বেশ মজা পেয়েছি। হাল্কা মেজাজের লেখা। সুন্দর।
  ২২ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ২:০২
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ২:০২
তামান্না তাবাসসুম বলেছেন: আন্তরিক মন্তব্যে অনেক ধন্যবাদ  মোটা ফ্রেমের চশমা  
১৮|  ২০ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:১৭
২০ শে সেপ্টেম্বর, ২০১৬  সন্ধ্যা  ৬:১৭
জুন বলেছেন: মজার কবিতা তামান্না তাবাসসুম।  
+
  ২২ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ২:০৩
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ২:০৩
তামান্না তাবাসসুম বলেছেন: অনেক ধন্যবাদ আপুনি।
ভালবাসা রইল।
১৯|  ২১ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:৪৯
২১ শে সেপ্টেম্বর, ২০১৬  রাত ৮:৪৯
নেক্সাস বলেছেন: বিষয়টা সুনদর। ছন্দে লিখলে আরেকটু রস ও আবেদন বেশী হত। কিছু জায়গায় হোঁচট খেয়েছি। স্পাইক টাইক ঠিক কাব্যিক ব্যঞ্জনা হয়নি। তামান্না আরো অনেক ভাল লিখে।
শুভকামনা। সাহস নিয়ে কমেন্ট করলাম।
  ২২ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ২:০৫
২২ শে সেপ্টেম্বর, ২০১৬  দুপুর ২:০৫
তামান্না তাবাসসুম বলেছেন: আমার লেখায় এই প্রথম আপনার মন্তব্য পেলাম প্রিয় কবি।
সুপরামর্শের জন্য অনেক ধন্যবাদ।  কথাগুলো মাথায় রেখে ভবিষ্যৎ এ  আরো ভাল লিখতে চেষ্টা করবো।  
শুভকামনা নিরিন্তর 
২০|  ০৭ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৫:২৫
০৭ ই অক্টোবর, ২০১৬  বিকাল ৫:২৫
সাদা মনের মানুষ বলেছেন: সব কিছুতেই বাঙালীআনা ভালো লাগলো
  ২২ শে অক্টোবর, ২০১৬  দুপুর ১২:৩৪
২২ শে অক্টোবর, ২০১৬  দুপুর ১২:৩৪
তামান্না তাবাসসুম বলেছেন: পাঠ ও মন্তব্যে ধন্যবাদ  সাদা মনের মানুষ।
শুভকামনা 
২১|  ২৭ শে আগস্ট, ২০১৭  রাত ৮:৪১
২৭ শে আগস্ট, ২০১৭  রাত ৮:৪১
কালো আগন্তুক বলেছেন: বাহ। এই না হলে বাঙালি!
  ২৭ শে আগস্ট, ২০১৭  রাত ৮:৪১
২৭ শে আগস্ট, ২০১৭  রাত ৮:৪১
তামান্না তাবাসসুম বলেছেন:  
  
 
শুভ কামনা
২২|  ২৮ শে আগস্ট, ২০১৭  রাত ১:৪০
২৮ শে আগস্ট, ২০১৭  রাত ১:৪০
ঘাসফুলে প্রজাপতি বলেছেন: অনেক মজা পেলুম
  ২৮ শে আগস্ট, ২০১৭  দুপুর ১২:২৪
২৮ শে আগস্ট, ২০১৭  দুপুর ১২:২৪
তামান্না তাবাসসুম বলেছেন:  
 
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১১:৪৭
১৮ ই সেপ্টেম্বর, ২০১৬  রাত ১১:৪৭
গেম চেঞ্জার বলেছেন: মজারু!
মজারু!